🌼নাটক রিভিউ || ফোর টুয়েন্টি || ০৩ তম পর্ব🌼
আজ - বুধবার
হাই! বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম ফোর টুয়েন্টি নাটকের ৩৪ পর্বের মধ্য থেকে ০২ তম পর্ব রিভিউ করে শেয়ার করার জন্য। আশা করি আমার এই রিভিউ পোস্ট আপনাদের অনেক ভালো লাগবে।
নাম | ফোর টুয়েন্টি |
---|---|
রচনা ও পরিচালনা | মুস্তাফা সরয়ার ফারুকী |
অভিনয়ে | লুৎফর রহমান জর্জ,মোশাররফ করিম,নুসরাত ইমরোজ তিশা,সোহেল খান,মারজুক রাসেল |
দেশ | বাংলাদেশ |
ভাষা | আঞ্চলিক বাংলা |
ধরণ | কমেডি,ড্রামা |
পর্বের সংখ্যা | ৩৪ |
রিভিউ | ০৩ তম পর্ব |
দৈর্ঘ্য | ১৮ মিনিট |
প্ল্যাটফর্ম | ইউটিউব @ChanneliClassictv চ্যানেল |
চরিত্রেঃ
- মোশাররফ করিম
- লুৎফর রহমান জর্জ,
- সোহেল খান
- নুসরাত ইমরোজ তিশা
- মারজুক রাসেল
এখানে বিষু বাড়িওয়ালার কাছে এসে বলে। আমার দুটি ভাগ নিয়ে আসবে এখানে। তো বাড়িওয়ালা বলেন নিজেই তো ঠিকমতো ভাড়া দাও না তোমার ভাগ্নিদের নিয়ে আসি তখন ভাড়া দিবে কে। বিষু তখন বলেন ভাড়া নিয়ে টেনশন করবেন না সময় মত দিয়ে দিব। তারপর বাড়িওয়ালা বলে আচ্ছা ঠিক আছে তবে টাকার পরিমান কিন্তু বাড়িয়ে দিবে।
একথা আবার শোনার পর বিষু দৌড়ে মন্টু এবং কেসলু কে বলতে যায়। আর বলে বাসা ভাড়া দিতে রাজি হয়েছে। তবে সময় মত টাকা দেওয়া লাগবে।ওদের বলেও তোমাদের দুজনের কাছে চেয়ে বেশি টাকা চাই।তারপর মন্টু এবং কেসলু ভেবেচিন্তে বলো আচ্ছা ঠিক আছে দিব। মন্টু মনে মনে বলে আগে তো চুরি করে থাকতাম এখন তো ঠিকভাবে থাকতে পারবো টাকা বেশি নিলেও সমস্যা নাই। এ কথা বলার পর মন্টু বলে আচ্ছা ঠিক আছে আমরা রাজি আছি। তবে বাড়িওয়ালার সাথে আমাদের কথা বলিয়ে দেওয়া লাগবে।এখানে বিষু ওদের দুজনকে বাড়িওয়ালার সাথে কথা বলিয়ে দেয়। ওরা ঠিকভাবে কথা বলতে না বলতেই উনাকে চলে যেতে বলেন। কারণ বিষু ওদের কাছ থেকে টাকা বেশি চেয়েছে।
এখানে মন্টু এবং কেসলু বিছানার উপর শুয়ে ছিল তারপর হঠাৎ বিষু এলো আর তাদের দুজনকে বলল।তোরা দুজন টাকা দিস ৮০০ করে আর আমি দিই ৯০০ টাকা করে।তাহলে হিসাব অনুযায়ী আমার বেডে শোয়া উচিত তাহলে তোরা কেন বেডে ঘুমাবি। এভাবে তারা কথা কাটাকাটি করতে থাকে। শেষমেষ মন্টু বলেন আমাদের যদি বেডে ঘুমাতে না দেন,তাহলে আমি বাড়িওয়ালাকে বলে দিব আমি আপনার ভাগ্নি হইনা।
রাস্তা দিয়ে মন্টু হেঁটে যাচ্ছিল হঠাৎ ও যে লোকের কথা শুনে মিছিল করেছিল তার সাথে দেখা। উনার নাম ছিল অন্তু ।তো মন্টু বলে আরে অন্তু ভাই কেমন আছেন। তারপর তাকে মিছিলের কথা বলতে থাকে। আর অন্তু কথা এড়িয়ে যাই কারণ তার পাশে তার গার্লফ্রেন্ড ছিল। এসব কথা তাকে বলবে না এজন্য কথা এড়িয়ে যাই। আর মন্টু কিছুতেই এ কথা বুঝতে ছিল না। পরবর্তীতে অন্ত রিক্সা থেকে নেমে যাওয়ার পর একটু পাশে নিয়ে গিয়ে মন্টুকে বলে ও আমার গার্লফ্রেন্ড হয় ওর সামনে কেন এগুলা বলছি।
এখানে একজন অপরিচিত লোক এসে মন্টুকে বলেন যে এখন কম টাকায় পাসপোর্ট করে দেওয়া হচ্ছে। ও পাসপোর্ট করবে কিনা জিজ্ঞেস করে তো মন্টু বলেন আমি আরো কম টাকায় পাসপোর্ট করতে পারব তুই জানস। অন্তু ভাই আছে ও আমাকে অনেক কম টাকায় পাসপোর্ট করে দিবে বললে। এসব কথা বলেও উনার সাথে ঝামেলা তৈরি করে এবং লোকটি বলে তোকে আজকে বাড়ি থেকে বের করে ছাড়বো
মন্টু ঝামেলা করার পর অন্তুর কাছে চলে যাই। যাওয়ার পর মন্টু আরো ঝামেলা তৈরি করে এবং এগুলো বাড়িওয়ালা শুনে যায়। বাড়িওয়ালা বিষুকে বলে। তুমি নিজেই তো বাড়ি ভাড়া দিতে পারো না আবার তোমাদের ভাগ্নিদের নিয়ে এসেছো। আবার তারা বাসায় এসে নানান রকম ঝামেলা তৈরি করছ।
মোশারফ করিমের নাটক মানে অসাধারণ। ৪২০ তৃতীয় পর্ব নাটকটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই পর্বে সবচেয়ে ফুটে উঠেছে বিষুর চরিত্রের কথা। আশা করি পরবর্তী পর্বগুলো অনেক বেশি সুন্দর হবে।
মোশারফ করিমের নাটক গুলো আমি সবসময় অনেক বেশি পছন্দ করি কারণ এটা সবসময়ই আমাদের অনেক আনন্দ দিয়ে থাকে। যাই হোক আপনি রিভিউটা অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন যেটা দেখে খুবই ভালো লাগলো।
আমারও ভালো লাগে মোশারফ এর অভিনয়
আমাদের সকলের প্রিয় অভিনেতা মোশারফ করিম। তার অভিনয় আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আর তার অভিনীত অনেকগুলো নাটক আমি দেখেছি। মোশারফ করিমের অন্যান্য নাটকের মধ্যে এটা অন্যতম। সে নাটক আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন। বেশ ভালো লাগলো ভিডিও দেখে। আশা করি পরবর্তী পর্ব আমাদের মাঝে আবারও রিভিউ করে দেখাবেন।
নাটক টা দেখবেন, ভালো লাগবে।