নাটক রিভিউ: সুপার ওয়েডিং নাটক রিভিউ
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪ ইং
নাটকের গুরুত্বপূর্ণ তথ্য
নাটকের নাম | সুপার ওয়েডিং |
---|---|
ধরন | রোমান্টিক |
অভিনয়ে | মুশফিক ফারহান, সাদিয়া আয়মান, কচি খন্দকার, মুসাফির |
গল্প | পাপ্পু রাজ |
ডিরেক্টর | তৌফিকুল ইসলাম |
ভাষা | বাংলা |
দেশ | বাংলাদেশ |
দৈর্ঘ্য | একান্ন মিনিট |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী
মুশফিক ফারহান এবং তার বাবা ও ভাই সহ একটি মেয়ের বাড়িতে মেয়ে দেখতে যায়। আসলে মুশফিক ফারহানের ভাইয়ের জন্য মেয়েটি দেখতে যায় তারা।বেশ কিছুক্ষণ এর মধ্যে তারা মেয়ের বাসায় পৌছায়। মেয়ের বাড়িতে গিয়ে তাদের কে একটি রুমের মধ্যে বসতে এবং বিভিন্ন ধরনের নাস্তা খেতে দেয়।তারা সকলে মিলে নাস্তা গুলো খেয়ে শেষ করে। এরপর কিছুক্ষণ পর তাদের কে মেয়ে দেখানোর জন্য ছোট বোন সহ বড় বোন কে সাজিয়ে নিয়ে চলে আসে রুমের মধ্যে। তাদের দেখা দেখির ফাঁকে মুশফিক ফারহান ছোট বোন কে অনেক পছন্দ করে।মূলত তার পছন্দ হয়েছে ছোট বোন কে। ছোট বোন দেখতে বড় বোনের থেকে একটু বেশি সুন্দর। এরপর মুশফিক ফারহান ছোট বোন কে পটানোর জন্য বিভিন্ন ভাবে বুদ্ধি খাটায়। অবশেষে বিভিন্ন কলাকৌশলে বুদ্ধি খাটিয়ে মুশফিক ফারহান তার ছোট বোন কে পটিয়ে ফেলে।
এক পর্যায়ে মুশফিক ফারহান এবং তার বাবা ও ভাই কে মেয়ের বাসায় থাকতে হয়। এতে করে মুশফিক ফারহান অনেক বেশি খুশি হয়ে যায়। কেননা রাতের বেলা মুশফিক ফারহান তার ছোট বোনের সাথে অনেক ইনজয় করবে।তারা রাতের বেলা খুবই সুন্দর একটি রাত উপভোগ করে। সকাল বেলা তাঁরা মেয়ের পরিবার থেকে বিদায় নিয়ে চলে আসে।একদা মুশফিক ফারহান এর বাবা বাসায় এসে তার বড় ছেলের সাথে তার ছোট মেয়ের বিয়ের প্রস্তাব দেয় এবং ছোট ছেলের সাথে বড় মেয়ের বিয়ের প্রস্তাব দেয়।এটা শুনে মুশফিক ফারহান মাথা একদম পাগল হয়ে যায়। কেননা সে অনেক কষ্ট করে ছোট মেয়ে কে পটিয়ে ছিল। এক পর্যায়ে মুশফিক ফারহান ও তার বড় ভাইয়ের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়।বড় ভাই ছোট বোন কে বিবাহ করতে চায়, কিন্তু মুশফিক ফারহান আগে থেকেই তাকে পছন্দ করে রেখেছিল।
পরবর্তীতে তারা দুজন বোন বিপাকের মধ্যে পড়ে যায়। ছোট বোন মুশফিক ফারহান এর বড় ভাই কে বিয়ে করার জন্য রাজি নয়। কিন্তু অপরদিকে মুশফিক ফারহানের বড় ভাই ছোট বোন কে বিয়ে করার জন্য পাগল। অপরদিকে মুশফিক ফারহান ছোট বোন কে বিয়ে করার জন্য পাগল। এভাবেই চলছে তাদের দ্বিধাদ্বন্দ্ব। পরবর্তীতে ছোট বোন মুশফিক ফারহানের বড় ভাই কে বিয়ে করতে রাজি হয়ে যায় এবং অপরদিকে মুশফিক ফারহান বড় বোন কে বিয়ে করতে রাজি হয়ে যায়। এখন সব কিছু দ্বিধাদ্বন্দ্ব ভেঙ্গে মেয়ের পরিবার এক সঙ্গে দুজন মেয়ের বিয়ের আয়োজন করে এবং দুজন মেয়ে এক সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । এরপর একটি গানের মাধ্যমে নাকটির সমাপ্তি ঘটে।
বি দ্র: নাটকের স্ক্রনশট গুলো ইউটিউব থেকে নিয়েছি
নাটকটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। তবে এরকম গল্পের নাটক এর আগে কোনদিন দেখা হয়নি । নাটকের গল্প টি একদম ইউনিক একটি গল্প। সমাজের মধ্যে এক সঙ্গে দুজন মেয়ের বিবাহ হলেও কিন্তু তা কখনো তা দুজন ভাইয়ের সাথে হয় না। কিন্তু নাটকটির মধ্যে দেখা গিয়েছে দুজন ভাইয়ের সাথে দুজন বোনের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। এখানে আরো একটি মজার বিষয় হলো বড় ভাই এর সাথে ছোট বোনের বিবাহ হয়েছিল। অপরদিকে ছোট ভাই মুশফিক ফারহানের সাথে বড় বোনের বিবাহ হয়েছে। এরকম ঘটনা সমাজের মধ্যে খুবই কম পরিমাণে ঘটে। মুশফিক ফারহান বড় বোন এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে অনেক বেশি খুশি ছিল।নাকটি অনেক বেশি মজার ছিল। চাইলে আপনারা দেখতে পারেন।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
https://twitter.com/Riyad121710/status/1776177902473896291?t=o4fzCq3rFCJYjGNkKgCFng&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমার কাছে ফারহানের নাটকগুলো দেখতে সবথেকে বেশি ভালো লাগে। আর আমি যখন সময় পাই, তখনই ফারহানের নাটক গুলো দেখে থাকি। সুপার ওয়েডিং নাটকটা আমার এখনো পর্যন্ত দেখা হয়নি। তবে নাটকটার পুরো কাহিনী আমার কাছে অসাধারণ লেগেছে। বিশেষ করে বড় ভাইয়ের সাথে ছোট বোনের এবং ছোট ভাইয়ের সাথে বড় বোনের বিয়েটা বেশি সুন্দর ছিল। আর এরকম বিষয় তো একেবারেই দেখা যায় না বাস্তবে। যদিও দেখা যায় তবে অনেক বেশি কম। সময় পেলে নাটকটা আমি দেখব।
আপনার মতো আমার কাছে ও মুশফিক ফারহানের নাটক গুলো বেশ ভালোই লাগে।তার অভিনয়ের মধ্যে একটি অন্যরকম আর্ট থাকে। সুপার ওয়েডিং নাটকের গল্প টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।তারা খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নাটকটি উপস্থাপন করেছে।
খুব সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। সুপার ওয়েডিং নাটকটি দেখা হয়নি। তবে আপনার পোষ্টের মাধ্যমে নাটকটি দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। সময় করে নাটকটা একদিন দেখার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
নাটক টি দারুন লেগেছে আমার কাছে। চাইলে আপনি সময় করে দেখতে পারেন। আশা করছি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে।
একটা সময় ফারহানের ভীষণ ভক্ত ছিলাম।এখন তেমন একটা ভালো লাগে না। অতিরিক্ত এক্সাইটেড হয়ে অভিনয় করে। কিন্তু তার নাটকগুলো বেশ বাস্তবসম্মত। নাটকটি আসলেই মজার ছিল। এরকম দেখা যায় না যে, একই পরিবারের দুই ভাই বিয়ে করতেছে। অনেক সুন্দর ভাবে আপনি রিভিউ করেছেন নাটকটি।শুভেচ্ছা রইল আপনার জন্য।
আমি এখনো মুশফিক ফারহানের একজন বিশাল বড় ভক্ত।তার প্রতিটি নাটক হতে অনেক কিছু শিখার রয়েছে।আর সুপার ওয়েডিং নাটকের গল্প টি একটি ইউনিক গল্প ছিল।
এই নাটকটি ভাবছি দেখবো কিন্তু সময় বের করতে পারিনি তাই দেখা হয়নি। তবে আপনার রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। অনেক সময় রিভিউ পড়লেই নাটক দেখা হয়ে যায়। সত্যিই খুব সুন্দর একটি নাটক। দুই বোনের এক ঘরে বিয়ে হতে দেখেছি কিন্তু এভাবে কখনো দেখা হয়নি। সম্পূর্ণ নাটকের রিভিউ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।
আপনি হয়তো আপনার সময়ের অভাবে এই নাটকটি দেখতে পারেন নি। তবে আপনি সময় করে এই নাটকটি দেখার চেষ্টা করবেন, আশা করছি আপনার কাছে ও অনেক বেশি ভালো লাগবে।
আপনি সবসময় আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর কিছু নাটকের রিভিউ শেয়ার করে আসছেন৷ আজকেও খুবই সুন্দর একটি নাটক এর রিভিউ শেয়ার করেছেন৷ আজকের এই নাটক আপনার কাছ থেকে দেখতে পেরে খুবই ভালো লাগছে৷ আসলে এই নাটকটি সম্পর্কে অনেক কিছুই ধারনা পেয়ে গেলাম এবং নাটকটি আমি ডাউনলোড করে রেখেছি দেখে নেওয়ার জন্য৷ আজকের আপনার রিভিউ থেকে ধারণা নিয়ে নাটকটি দেখার সময় অনেক ভালোই লাগবে৷ অসংখ্য ধন্যবাদ৷