নাটক রিভিউ।। ধনী গরিবের লড়াই।। পর্ব-২
হ্যাল্লো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমার আজকের ব্লগের বিষয় হচ্ছে নাটক রিভিউ।নাটকের নাম হচ্ছে ধনী গরিবের লড়াই।আশা করি আমার আজকের নাটক রিভিউ ব্লগ টি আপনাদের ভালো লাগবে। ।চুলুন শুরু করি তাহলে।
নাটকটির গুরুত্ববহ তথ্যসমূহ:
নাটকের নাম: | ধনী গরিবের লড়াই |
---|---|
পর্ব নং: | ২ |
পরিচালক: | ঈগল টিম |
প্রযোজক: | কচি আহমেদ |
অভিনয়: | ইফতিখার ইফতি, জান্নাতুল মাওয়া, রাফি, মায়া মিম, সহেলী কাকন, জাহাঙ্গীর ,লিপু মামা, সুমন ,রেজা ,মনি ,বৃষ্টি ,জেরিন ,পারভেজ ,ওয়াহিদ রহমান ,সুমন পাটোয়ারী সহ আরো অনেকে |
নাটকটির দৈর্ঘ্য: | ২৭ মিনিট |
রচনা: | সোলায়মান |
সম্পাদনা: | অনিক ইসলাম |
ভাষা: | বাংলা |
দেশ: | বাংলাদেশ |
নাটকের নায়ক ইফতেখার ইফতি নাটকের মধ্যে
সোহাগ নামে পরিচিত আর নায়িকা জান্নাতুল মাওয়া রিমা নামে পরিচিত।
নাটকের এই পর্বের শুরুতেই দেখতে পারবেন সোহাগ রিমার সাথে দেখা করতে রাত্রিবেলা রিমার ঘরে প্রবেশ করে। রিমার পাশে বসে যখন মাথায় হাত দেয় তখন রিমা চিৎকার করে ওঠে। আর সোহাগ তার মুখ চেপে ধরে। তখন রিমার চাচাতো ভাই দরজায় এসে রিমাকে দরজা খুলতে বলে। তখন রিমার পাশে ঘুমিয়ে থাকা রিমার বড় বোনও জেগে যায়। তার আগেই সোহাগ ঘরের কোণে গিয়ে লুকিয়ে পড়ে। রিমার চাচাতো ভাই ঘরে ঢুকে জিজ্ঞাসা করে কিরে কি হয়েছে চিল্লাচ্ছিস কেন? রিমা বলে দুঃস্বপ্ন দেখেছি তাই আর রিমার চাচাতো ভাই ঘর থেকে ঘুরে চলে যায়।
পুরো রাতটা সোহাগ রিমার ঘরেই কাটিয়ে দেয়। সকালবেলা রিমা সোহাগকে ডেকে বলে আপনি চলে যান। কিন্তু সোহাগ বলে আগে তুমি আমাকে আই লাভ ইউ বলো তারপর চলে যাব। ঠিক তখনই রিমা বলে আপনাকে আমার বাবা এবং ভাইয়েরা মেরে ফেলবে চলে যান। সোহাগ আবার রিমাকে বলে তুমি আগে আমাকে ভালোবাসি বল। এটা শুনে রিমা যে তার ভাই এবং চাচাতো ভাইকে বলে যে সোহাগকে সে দেখেছে। এদিকে তৎক্ষণাৎ রিমার ভাই এবং তাহাতো ভাই সোহাগকে ধরতে যায়। আবার ও দিকে সোহাগের মা বাবাও ভীষণ টেনশন করছিল রাতে সোহাগ বাড়িতে না আসায়।
রিমার চাচাতো ভাই এবং বড় ভাই সোহাগকে ধরতে না পেরে তিনজনে আলোচনা করতে থাকে কিভাবে কি করা যায়। তখন রিমার চাচাতো ভাই এবং বড় ভাই ঠিক করল গ্রামের সব পোলাপানকে ধরে নিয়ে আসবে। আর তারা গ্রামের উদ্দেশ্যে রওনা হল। রাস্তায় সোহাগের দুই বন্ধুকে সোহাগের বোনকে বলতে শুনে যে তোমার ভাই সোহাগ মোড়লের মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছে। আর এই কথা মোড়লের বাড়ির লোকজন তথা রিমার চাচাতো ভাই এবং বড় ভাই শুনে ফেলে।
তখন রিমার বড় ভাই রতন এবং চাচাতো ভাই সুজন দুজনেই সোহাগের দুই বন্ধুকে ধাওয়া শুরু করে। আর এক পর্যায়ে রতন এবং সুজন সোহাগের দুই বন্ধুকে ধরে ফেলে। আর তাদের থেকে জেনে নেয় কোন ছেলে মোড়লের মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। তারপরেও সোহাগের দুই বন্ধুকে ধরে বেঁধে রাখে গাছে। আর লাঠি দিয়ে আচ্ছা করে ক্যালানি দেয়। তারপর রিমাকে ডেকে আনতে পাঠায় যে সোহাগের সাথে এই দুই ছেলে ছিল কিনা।
এদিকে মোড়লের বাড়িতে থমথমে পরিবেশ বিরাজ করছিলো। বড় মোড়লের বউ সব মহিলাদের ডেকে বলে সবাই যেন ঠিকঠাক ভাবে কাজ করে। কেননা মোড়ল বাড়িতে বর্তমান খারাপ অবস্থা। রিমা তখন নাস্তা করছিল। সেই সময় রিমার সোহাগের কথা মনে পড়ে যায়। যে সোহাগ তার জন্য নাস্তা নিয়ে যাইতে বলছিল তাকে। এমন সময় রিমা কে তার ভাবীরা বলে যে সোহাগের বন্ধুরা ধরা পড়েছে মোড়লদের হাতে অনেক মেরেছে। এ কথা শুনে রিমা ভয় পেয়ে যায়।
তারপর চুপ করে রিমা সোহাগের জন্য রুমে নাস্তা নিয়ে আসে। এসে সোহাগকে বলে আপনি তাড়াতাড়ি চলে যান নাস্তা খেয়ে,নইলে আপনার প্রাণ চলে যাবে। তখন সোহাগ বলে আমি মৃত্যুর ভয় করিনা আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে খাইয়ে দাও তাহলে নাস্তা খাব নইলে খাবো না। তখন রিমা সোহাগকে নাস্তা খাইয়ে দেয়। আর ঠিক এই সময়ই রিমার বড় বোন ঘরে প্রবেশ করে আর সোহাগকে দেখে ফেলে.............................
নাটকের এই পর্বকে নিয়ে আমার মন্তব্য:-
ঈগল টিমের নাটকগুলোতে তো বরাবরই কোন না কোন চমক থেকেই যায়। এই নাটকটি ও অসম্ভব সুন্দর।প্রেমে পড়লে মানুষ নাকি পাগল হয়ে যায় এটা শুধু শুনতাম কিন্তু নাটকেও তার প্রমাণ দেখলাম। কি করার নাটক তো নাটকই হয়। নাটকের নায়ক প্রেম পাওয়ার জন্য মরণ হাতে নিয়ে প্রেমিকার ঘরে দেখা করতে যায় রাত্রিবেলা।নাটকের এই দ্বিতীয় পর্বে মোড়ল বাড়ির পরিবার জেনে যায় মোড়ল বাড়ির মেয়েকে কোন ছেলে প্রেমের প্রস্তাব দিয়েছিল । আর তার সাথে থাকা দুই বন্ধুকেও ধরে ফেলে মোড়ল বাড়ির লোকেরা। দেখা যাক পরবর্তী পর্বগুলোতে আরো কি কি চমক দেখা যায়।
আশা করছি আমার আজকের এই লেখাটি বেশ ভালো লেগেছে আপনাদের। আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
ঈগল টিম এর নাটক গুলো আমার কাছে বেশ ভালো লাগে। এরা বেশিরভাগ নাটকেই পর্ব করে। আপনার নাটকটা সম্পূর্ণ পড়তে পড়তে শেষে এসে রিমার বোন নাস্তা খাওয়ানো দেখে যে কি বলবে এটা জানার অধির আগ্রহ জেগে গেল। আশা করছি পরবর্তী পর্ব খুব দ্রুতই শেয়ার করবেন ভাইয়া।
খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব চলে আসবে আপু, আপনার মন্তব্য কিন্তু অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।
ধনী গরীবের লড়াই নাটকটা আমি দেখেছি। আমি নাটকটা বেশ ভালো লাগে আমার কাছে। এই নাটকটা বেশ শিক্ষনীয়। নাটকের মধ্যে অনেক কিছু জানার এবং বুঝার রয়েছে। যাইহোক সুন্দর নাটকটা আমাদের মাঝে রিভিউ করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আপনার এত সুন্দর নাটক রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। যদিও এই নাটক এখনও দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে অনেকটা দেখা হয়ে গিয়েছে। নাটক দেখতে আমার কাছেও অনেক ভালো লাগে কিন্তু কিছু দিন ধরে সময়ের অভাবে দেখা হয়না। আপনি সম্পূর্ণ নাটক খুব সুন্দর ভাবে রিভিউ দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।
খুব সুন্দর একটা নাটক রিভিউ করেছেন আপনি। আমিও নাটক পড়তে পছন্দ করি। নাটক রিভিউ করতে পছন্দ করি। যাই হোক ভালোলাগার একটা নাটক আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন। অনেক সুন্দর হয়েছে রিভিউটা।
নাটকের রিভিউ যদি পড়া হয়, তাহলে নাটক আর দেখা লাগে না। কারণ রিভিউর মাধ্যমে নাটকের পুরো কাহিনীটা সুন্দরভাবে জেনে নেওয়া যায়। সবাই অল্প সময়ের মধ্যে এই নাটকটার রিভিউ পোস্ট পড়ে নাটকের পুরো কাহিনীটা জেনে নিতে পারবে। আশা করছি আপনি এরকম সুন্দর সুন্দর নাটকগুলো রিভিউ আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করে যাবেন। এটা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
অবশ্যই আমি চেষ্টা করব ভাইয়া ভালো ভালো নাটকগুলো রিভিউ করার জন্য। আপনার কমেন্ট কিন্তু দুর্দান্ত হয়েছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে।