প্রাকৃতিক দৃশ্য অংকন করলাম💗😱||১০% shy-fox 🦊🦊 by mahamuddipu
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা মুসলিম ভাই, বোনদের জনাই আসসালামু আলাইকুম, সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনদের জানাই আদাব, এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সকলেই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভাল আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছি, সুস্থ আছি।
আর্ট:(প্রাকৃতিক দৃশ্যের চিত্র অংকন)
আর্ট:(প্রাকৃতিক দৃশ্যের চিত্র অংকন)


| ক্রমিক নং | উপকরণ |
|---|---|
| ১. | পেন্সিল |
| ২. | রাবার |
| ৩ | ড্রইং খাতা |
| ৪. | কম্পাস |
| ৫. | ড্রইং টেপ |
| ৬. | কাল রঙ |
প্রথম স্টেপ:
প্রথম স্টেপ:

- প্রথমে একটি ড্রইং খাতা নিয়ে তার চারপাশে ড্রইং টেপ দিয়ে ফ্রেম তৈরী করে নিয়েছি।
দ্বিতীয় স্টেপ:
দ্বিতীয় স্টেপ:

- এ পর্যায়ে খাতার এক-তৃতীয়াংশে একটি লম্বা রেখা আঁকি।
তৃতীয় স্টেপ:
তৃতীয় স্টেপ:

- এ পর্যায়ে অংকিত লম্বা রেখার মাঝ বরাবর সূর্যের ন্যায় একটি অর্ধবৃও অংকন করি।
চতুর্থ স্টেপ:
চতুর্থ স্টেপ:

- এই ধাপে অংকিত রেখার উপর দূরের গাছপালা অংকন করে নিয়েছি।
পঞ্চম স্টেপ:
পঞ্চম স্টেপ:

- এই পর্যায়ে সূর্য ও সূর্যের পতিত আলোর অংশ বাদ দিয়ে সকল অংশে পেন্সিল দিয়ে হালকা গাঢ় করে নিয়েছি।
ষষ্ঠ স্টেপ:
ষষ্ঠ স্টেপ:

- এই পর্যায়ে অংকিত দূরের গাছপালা গুলোকে কালো কালি দিয়ে গাঢ় করে নিয়েছি।
সপ্তম স্টেপ:
সপ্তম স্টেপ:
![]() | ![]() |
|---|

![]() |
|---|

- এ পর্যায়ে পেন্সিল দিয়ে গাছের কিছু ডালপালা অংকন করে তা কালো কালির সাহায্যে গাঢ় করে নিয়েছি।
অষ্টম স্টেপ:
অষ্টম স্টেপ:
![]() | ![]() |
|---|

- এ পর্যায়ে অংকিত ডালের উপর কিছু পাখি অংকন করে সেগুলোকেও কালো কালি দিয়ে গাঢ় করে নিয়েছি।
নবম স্টেপ:
নবম স্টেপ:

- এ পর্যায়ে অংকিত চিত্রের উপর আমার স্টিমিট আইডির নাম লিখি।
এবং ফাইনালি আমার প্রাকৃতিক দৃশ্য অংকন করা কমপ্লিট, কেমন হয়েছে কমেন্ট করে জানান আশা করি সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট এবং আপভোট দিবেন। 💗সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ💗💗💗
ধন্যবাদ সবাইকে।
@mahamuddipu
| Photography | @mahamuddipu |
|---|---|
| Device | Vivo Y19 |
| Location | Link |

















.png)
.gif)


ভাইয়া আপনার প্রাকৃতিক-দৃশ্য-অংকনটি খুবই সুন্দর হয়েছে । আপনি খুবই নিখুঁতভাবে আর্টটি করেছেন। যার কারণে আর্ট এত চমৎকার লাগছে। তাছাড়া আর্ট এর প্রতিটি ধাপ শুরু থেকে শেষ পর্যন্ত আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
আমার অংকন করা চিত্র টি ধাপ গুলো পড়ে সুন্দর এবং গঠনমূলক মন্তব্য প্রদান করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনি খুব চমৎকার করে প্রাকৃতিক-দৃশ্য-অংকন টি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনারা প্রাকৃতিক দৃশ্যটি আমার খুব ভালো লেগেছে। প্রাকৃতিক দৃশ্য অংকন এর সবগুলো ধাপ চমৎকার করে উপস্থাপন করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
প্রাকৃতিক-দৃশ্য-অংকন করতে আমার অনেক ভালো লাগে। এজন্যই প্রাকৃতিক দৃশ্যের চিত্রটি অঙ্কন করেছি ভাই। ধন্যবাদ আপনাকে।
আপনার এত সুন্দর একটি অংকন দেখে আমার খুব ভালো লাগলো। যথেষ্ট সুন্দর একটি প্রকৃতির দৃশ্য অঙ্কন করেছেন। আশা করি আরও সুন্দর সুন্দর আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করবেন
আমি সর্বদা চেষ্টা করি সুন্দর সুন্দর বিষয়গুলো আপনাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য।
ভাই আপনার প্রাকৃতিক-দৃশ্য-অংকনটি ভালো লেগেছে আমার কাছে, খুবই দক্ষতার সাথে আপনি এই চিত্রাংকনটি আমাদের মাঝে শেয়ার করেছেন এ জন্য আরও বেশি ভাল লেগেছে। তবে আপনার সূর্যের রশ্মির প্রতিফলন যদি পানির সাথে বা পানির ঢেউয়ের সাথে মিলিয়ে একটু আঁকাবাঁকা করে দিতেন আরো বেশি ফুটে উঠত। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার অংকন করা চিত্র গুলো আমার কাছে অনেক ভালো লাগে ভাই। এরকমভাবে সব সময় উপদেশমূলক মন্তব্য প্রদান করে পাশে থাকবেন। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ভাই।
সত্যি আপনার প্রাকৃতিক দৃশ্য অঙ্কণটি আমার খুবই ভালো লেগেছে, দূরের পাহাড়ের দৃশ্য গুলো অনেক সুন্দর করে অঙ্কণ করেছেন, অনেক প্রশংসা নিও কাজ করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য।
দূরের পাহাড়ের দৃশ্য অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগলে আমার পোষ্টের সার্থকতা। ধন্যবাদ ভাই।
বাহ্ কী সুন্দর দৃশ্য। প্রাকৃতিক দৃশ্য দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনি খুব দক্ষতার সাথে এটি অঙ্কন করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার জন্য শুভকামনা রইলো।
ভাই আপনার এত সুন্দর প্রশংসামূলক মন্তব্য শুনে আমিও মুগ্ধ হয়ে গেছি। শুভেচ্ছা নিবেন সব সময়।
ভাই এটা সত্যি অনেক চমৎকার হয়েছে। মনে হচ্ছে কোন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি। তবে আমার কাছে মনে হয় যদি একটু জল রং ব্যবহার করা হতো আরো বিষয়টা ইউনিক দেখাতো। তার পরেও পেন্সিলের স্কেচ অনেক প্রফেশনাল এবং ভালো লাগার মত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা স্কেচ আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
জল রং করার বিষয়ে আমার তেমন একটা দক্ষতা কিংবা অভিজ্ঞতা নেই। তবে চেষ্টা করব অভিজ্ঞতাটি নিয়ে আসার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।
আপনার প্রচেষ্টা দেখে ভালো লাগলো। প্রাকৃতিক-দৃশ্য-অংকন টি আমার কাছে মোটামুটি ভালই লেগেছে। আপনি দারুণ দক্ষতায় সম্পূর্ণ করেছেন।প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনি যদি কালার কম্বিনেশন করতেন আরো সুন্দরভাবে ফুটে উঠত।
কালার কম্বিনেশন করার প্রয়োজনীয়তা রয়েছে বলে আমি মনে করি। চিত্র সুন্দর দেখানোর জন্য কালার কম্বিনেশন অনেক জরুরী। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন। আমি তো দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে যতটা অসাধারণ লেগেছে আপনার প্রাকৃতিক দৃশ্য অংকন। অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি দৃশ্য অংকন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
বাহ এতো বেশী ভালো লেগেছে আরো একটি চিত্র অঙ্কন করে শেয়ার করব। শুভেচ্ছা রইল আপু।
আপনি খুবই চমৎকার ভাবে একটি প্রাকৃতিক দৃশ্যের অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই অংকন দেখে আমি মুগ্ধ খুব চমৎকারভাবে আপনি এই অংকন আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এই অংকনের মধ্যে গাছের ডালে বসে থাকা পাখির দৃশ্যটি অনেক সুন্দর ছিল। চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
গ্রামের দিকে এরকম দৃশ্য দেখা যায় বাঁশের ডালে পাখি বসে থাকতে। এই আইডিয়াটা কাজে লাগিয়েই চিত্রটি অঙ্কন করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।