জেনারেল রাইটিং - আবেগ নিয়ন্ত্রণ

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ।


man-5987447_1280.jpg

Image by Piyapong Saydaung from Pixabay

জীবনে চলার পথে আমরা নানারকম বিষয়ের মুখোমুখি হই। কখনও সেটা হয় আনন্দের, কখনও তা হয় দুঃখের, বিষাদের, হতাশার, কখনও তা হয় ক্রোধের, রাগের। এহেন সময়ে আমরা আবেগের বশবর্তী হয়ে যাই। তখন, বেশির ভাগ মানুষই ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। যার খুব বাজে প্রভাব পড়ে আমাদের জীবনে।

এই জন্যই আমাদেরকে আবেগ নিয়ন্ত্রণের বিষয় খেয়াল রাখতে হবে। কারণ আমরা যদি তখন আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারি, যেমনটা আমি উপরে লিখেছি, তাহলে আমাদের সেই ভুল সিদ্ধান্ত আমাদেরকে একদমই ডুবিয়ে দিতে পারে। আবেগ নিয়ন্ত্রণ সহজ কোনো কাজ নয়। নানাবিধ কারণে আমরা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। সেখান থেকেই আমাদের ভুল সিদ্ধান্ত আসে।

বহু তারকা, রাজনীতিবিদ, এমনকি বুদ্ধিজীবীরাও নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। সাধারণ মানুষের কথা তো আছেই। আবেগের প্রভাব যখন তীব্র হয়, তখন আমাদের বিবেকও সঠিক ভাবে কাজ করতে পারেনা। আর আমরা দেখি এমন কিছু কাজ, যা আমাদের কল্পনাকেও হার মানায়। আমরা তাকে ব্যাখ্যা করি অবিশ্বাস্য হিসাবে। অনেকেই এটাকে রিস্ক হিসাবে দেখাতে চায়। কিন্তু, সেখানেও আবেগের নিয়ন্ত্রণই বেশি থাকে। সেই আবেগটি কাজ করে নিজেকে সুপিরিয়র হিসাবে দেখানোর চেষ্টা হিসাবে। কখনও নিজেকে অর্থব ভেবে অনেকেই হতাশায় ধাবিত হয় এবং ভঙ্গুর আবেগ তাকে গ্রাস করে ফেলে। ফলে, সে আরও পশ্চাতে গমন করে।

কিছু কিছু আবেগের ফলাফল নিজেদের জীবনের বাহিরে গিয়ে অন্যদেরকেও প্রভাবিত করে। যেমন একজন রাজনৈতিক নেতার আবেগের ফলে ভুল সিদ্ধান্তের কারণে পুরো জাতি বিপদের মধ্যে পড়তে পারে। একজন তারেখার আবেগ তাওতো সিদ্ধান্ত একটি জেনারেশন কে ধ্বংসের মুখে নিয়ে যেতে পারে।

এমন একটি বিষয়, বাহ্যিকভাবে যার কোন অস্তিত্ব নেই। অর্থাৎ আমরা আবেগ দেখতে পাই না, শুনতে পাই না, অনুভবও করতে পারি না। তবুও আমরা আবেগে দ্বারা নিয়ন্ত্রিত হই। আবেগ কখনো কখনো এতটাই শক্তিশালী হয় যেটা আমাদের বিবেকের চেয়েও বেশি প্রভাব বিস্তার করে। বলা ভালো মানুষের জীবনে, সকল প্রকার ভুল সিদ্ধান্ত এই আবেগের বশীভূত হয়েই নেওয়া। তাই যারা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে তারা আর সাধারণ মানুষের পর্যায়ে থাকে না। তা হয়ে যায় মহা মানব।


banner-abbVD.png

333333.png