অপ্রাপ্তিও আমাদের জন্য আশীর্বাদ!
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্য থাকাটাই সবচেয়ে গুুরুত্বপূর্ণ! তো মাঝে মাঝে আমরা সুস্থ্য থাকতে পারি না। মাঝে মাঝে আমরা যা আশা করি সেরকমও হয় না। মনে হয় আমরা ভাল থাকবো কিন্তু ভালো থাকতে পারি না! এই যে আমাদের মাঝে ভালো না থাকার একটা অপ্রাপ্তি সেটা চলমান! আমাদের মন খারাপ হয়! কেন ভালো থাকতে পারি না? কেন হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম? জীবনের সব চাওয়া কি পূরণ হয়। কখনোই পূরণ হয় না। এই যে জীবনের এই বৈপ্যরীত্য এজন্যই আমাদের এতো অভিযোগ অভিমান! আপনি একটা জিনিস খেয়াল করলেই দেখবেন! সব মানুষই কোনো না কোনো কিছু চাই জীবনে।
কেউ ভালো একটা চাকরি চাই, কেউ ভালো একটা প্রতিষ্ঠানে পড়তে চাই, কেউ বাহিরে যেতে চাই, কেউ ভালোবাসার মানুষকে চাই! কিন্তু সব আশা পূরণ হয় না। মনে হয় আমাদের জীবনটাই বৃথা! কিন্তু এই যে অপ্রাপ্তি এটাও আমাদের জন্য বড় একটা শিক্ষা! কারণ আমরা দেরিতে হলেও বুঝতে পারি সেটা। আল্লাহ তায়ালা সেটাই করেন যেটা আপনার জন্য ভালো। আপনি হয়তো ভাবছেন এত কষ্ট করছি জীবনে এখনও শান্তির দেখা পাচ্ছি না। তাহলে সৃষ্টিকর্তা আমাকে দেয় না কেন? মনে রাখবে কষ্টের পরেই প্রকৃত সুখ রয়েছে। যথাসময়ে আপনার উপহার আপনি পেয়ে যাবেন। আর তখন বলবেন আপনার জীবনে অপ্রাপ্তিগুলো দরকার ছিল। নয়তো কোনো কিছুর পাওয়ার স্বাদ কখনো বুঝতে পারতেন না।
ধরুন, আপনি একজন স্টুডেন্ট। আপনার ইচ্ছে মেডিকেলে পড়াশোনা করার। সেজন্য দিনরাত অনেক পরিশ্রম করে পড়াশোনা করেছেন সেটা পাওয়ার জন্য। কিন্তু আপনার আশানুরূপ ফল আপনি পাননি! এজন্য আপনার মন খারাপ। পাড়া প্রতিবেশি নানা ধরনের কথা বলছে। এদিকে আপনি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পরীক্ষা দিলেন। আর সেখানে আপনি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছেন! আপনি হয়তো ভেবেছিলেন আপনার জীবন শেষ। আপনি একজন ইঞ্জিনিয়ার হওয়ার পর একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। আপনার অধীনে অনেক মানুষ কাজ করছে। আপনার এখানে কাজ করে অনেকেই জীবিকা নির্বাহ করছে। জীবনের একটা পর্যায়ে এসে বুঝতে পারলেন আপনার অপ্রাপ্তিটা দরকার ছিল। নয়তো আপনি আজ এতোদূর আসতে পারতেন না!
আপনি হয়তো একজনকে প্রচন্ড ভালোবেসেছিলেন। তার সাথে আপনার ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছিল। তাকে জীবনসঙ্গীনি করার চিন্তা করেছিলেন, তার সাথে আজীবন একসাথে থাকার প্লেন করেছিলেন! কিন্তু কোনো এক কারণে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে গেল। কিছুদিন পর জানতে পারলেন সে আরেকজনের প্রতি আসক্ত ছিল। আপনার যারা জন্য রাতের ঘুম নষ্ট করলেন সে আরেকজনের জন্য পাগল ছিল। জীবনের একটা পর্যায়ে এসে আপনি বুঝতে পারলেন সে মানুষটি ভুল ছিল আপনার জন্য। আপনাকে যে প্রচন্ড ভালোবাসে, আপনার দুঃসময়ে যে পাশে ছিল তার সাথেই এখন দিব্যি ভালো সময় কাটাচ্ছেন! এজন্য কিছু অপ্রাপ্তি আমাদের শেখায় যেগুলো আমাদের হওয়ার কথা ছিল না সেগুলো না হওয়াটাই ভালো ছিল আমাদের জন্য।
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।



