ব্যর্থতা থেকে শেখার মানসিকতা

in আমার বাংলা ব্লগ27 days ago

failure-2721733_1280.jpg

From pixabay

কেমন আছেন সবাই? তো আশা করছি সবাই ভালো থাকার চেষ্টা করছেন। তো ভালো থাকাটা দিনকে দিন যেন কঠিন হয়ে যাচ্ছে। তার কারণ একটাই আমরা রবের কাছ থেকে অনেকদূরে সরে যায়। এজন্য আমাদের নীতি নৈতিকতা মেনে জীবনযাপন করা উচিত। তো মানুষের জীবনে শুধু যে সাফল্য থাকে বিষয়টা এমন হয়। সবকিছুর পজিটিভ ও নেগেটিভ দুটো দিকই আছে। তবে আমাদের সমস্যা বেশি হয় নেতিবাচক দিকটা নিয়েই। যেটা নিয়ে আসলে বেশি চিন্তা করাটা মোটেও ঠিক হয়নি। আর আমরা সেটাই করি বেশি। জীবনে ব্যর্থ হলে কোথাও আমরা একেবারে ভেঙে পরি। মনে হয় যে আমরা আর পারবো না। আমাকে দিয়ে আর হবে না। আমি একটা অকেজো জিনিস। নানান ধরনের নেগেটিভ চিন্তা আসতে থাকে মাথায়। আর এসব নেগিটিভিটির কারণে আমরা সামনের দিকে আগাতে পারি না।

মানুষের জীবন একটাই। এ জীবনে হাসি কান্না, দুঃখ-বেদনা থাকবেই। এগুলো জীবনের একটি অংশ। তবে জীবন কি থেমে থাকবে। আপনার জীবনে যত কষ্টই থাকুক না কেন সেটা যে সবসময় থাকবে ব্যাপারটা কিন্ত এমন না। আমাদের সমস্যা হল আমরা যখন কোনো কাজে ব্যর্থ হয় তখন একেবারে ভেঙে পরি আসলে। মনে হয় সব শেষ! কিন্তু আপনি যদি খেয়াল করেন যে ব্যক্তি সফল হয়েছে সে কিন্তু ব্যর্থ হয়েই সফল হয়েছে! ব্যর্থ হওয়া ছাড়া কেউ সফল হতে পারে না। ব্যর্থতা আপনার জীবনের জন্য শিক্ষা। ব্যর্থতা আপনার মনকে শক্ত করে, আপনার মাঝে উঠে দাড়াঁনোর স্পৃহা তৈরি করে। আর সেই স্পৃহার বলেই আপনি জীবনে সফলতা লাভ করতে পারেন, এগিয়ে যেতে পারেন।

বিখ্যাত ব্যক্তিদের দিকে তাকালেই দেখা যায় আসলে তারা জীবনে কতবার ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পরেই কিন্তু তারা সফল হয়েছিল। ব্যর্থতা তাদের কাছে একটা লার্নিং ছিল। কিভাবে নিজেকে আরও ডেভেলপ করা যায়, কিভাবে সফলতা লাভ করা যায়! বিখ্যাত ব্যক্তিরা সফল হয়েছিলেন তাদের জীবনের গল্প তাই বলে। সফলতা এমনি এমনি আসে না। হোচট খাবেন আপনি, পরে যাবেন। আবার আপনাকে উঠে দাড়াঁতে হবে। কারণ জীবনে যতবার ব্যর্থ হবেন ততোবারই আপনি কোনো না কোনে কিছু শিখবেন।!

আমার বাস্তব জীবনের কথায় যদি বলি না কেন। আমি এখন অবধি বহুবার ব্যর্থ হয়েছি কিন্তু কখনো হাল ছাড়েনি। প্রতিটি ব্যর্থতা থেকে এখনও শিখি! কিভাবে উঠে দাড়াঁতে হয়, সামনে এগিয়ে যেতে হয়! আসলে এখন অবধি যা বুঝলাম, আপনি মন থেকে যা পাওয়ার চেষ্টা করবেন সেটার দিকেই আপনি আগাতে থাকবেন। আপনার মন আপনাকে সেদিকে নিয়ে যাবে। এজন্য মনোবল হারাবেন না! মনে জোর রাখুন, আপনি পারবেন। ব্যর্থতা মানেই জীবন শেষ নয় বরং এটি আপনার জন্য শিক্ষা। ব্যর্থতা থেকে শেখার মানসিকতা রাখুন। তবে ই আপনি অনেকদূর এগিয়ে যেতে পারবেন।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।