মাটির মানুষদের হাতে জন্ম নেয় সোনালী ফসলের হাসি
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ০৯ ই নভেম্বর ২০২৫ ইং
বাংলার মাটি যেমন উর্বর, তেমনি উর্বর এই দেশের মানুষের পরিশ্রমও। ভোরের প্রথম আলো ফুটতেই যখন শহরের মানুষ ঘুমের রাজ্যে রাজ্য ছেড়ে কাজে চলে যায়, তখন গ্রামের কৃষক চলে যায় ফসলের মাঠে কাজ করার জন্য। হাতে কোদাল, কাঁধে লাঙল আর হৃদয়ে এক অদম্য বিশ্বাস নিয়ে তিনি পা বাড়ান মাঠের দিকে আর সাথে অনেক স্বপ্ন। তার ঘামে ভেজা শরীর, রোদে পোড়া মুখ আর মাটির গন্ধে মিশে থাকে এক অদ্ভুত সৌরভ যা শুধু পরিশ্রমের ফলেই সম্ভব। পরিশ্রমের মাঝেই সকল স্বপ্ন বাস্তবায়ন করা হয় কৃষকদের। পরিশ্রমী প্রতিটি কৃষক অল্প সময়ের মধ্যে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে।
ধানক্ষেতের সবুজ শ্যামল সমাহার, গমের সোনালী রঙ কিংবা সবজিক্ষেতের সতেজতা সবই গড়ে ওঠে কৃষকের হাতে, কৃষকরা নিখুঁত ভাবে সব কিছু গড়ে তোলেন। প্রতিদিন সূর্যের তাপে পোড়া মাঠে কাজ করে তারা, বৃষ্টির ভেজা কাদা মাটিতে বীজ বোনে, আবার খরার দিনে চোখে জল নিয়েও ফসল বাঁচানোর চেষ্টা করে, সব কিছু মিলিয়ে কৃষকদের মাঝে রয়েছে অসীম পরিশ্রম আর বুকে অনেক স্বপ্ন। তবুও তাদের মুখে একটিবারও অভিযোগ শোনা যায় না। কারণ কৃষক জানেন এই মাটিই তার জীবনের স্বপ্ন, এই মাটিই তার ফসলের জন্মভূমি।
যখন ফসল পাকে, তখন সেই দৃশ্য যেন এক জীবন্ত প্রতীক। সোনালী ধান গাছগুলো বাতাসে দুলে উঠে হাসে, আর কৃষকের চোখে ভরে ওঠে তৃপ্তির আলো। সেই হাসি শুধু তার নয়, পুরো জাতির। কারণ এই কৃষকই দেশের অন্নদাতা, তার হাতে গড়ে ওঠে সবার জীবনের খাদ্যভাণ্ডার।আসলে আমাদের দেশের অনেক কৃষকদের প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষি।আর যারা এই কৃষি কাজ করে থাকে তারা আসলেই অনেক পরিশ্রমী। পরিশ্রম ছাড়া কৃষি খাতে কোনো সফলতা নেই।যে কৃষক যত বেশি পরিশ্রম করতে পারবেন সে তত তাড়াতাড়ি সফলতা অর্জন করতে সক্ষম হবে।
তবু বাস্তবতা কখনো নির্মম। ফসল ফলিয়েও ন্যায্য দাম না পেয়ে কৃষক অনেক সময় দিশেহারা হয়ে পড়েন। তবুও তিনি হাল ছাড়েন না। আবার বীজ বোনেন, আবার স্বপ্ন দেখেন। কারণ তিনি জানেন একদিন মাটির বুকেই জন্ম নেবে নতুন আশার আলো, নতুন জীবনের সোনালী হাসি। আসলে আমাদের দেশে কিছু কিছু ক্ষেত্রে কৃষকের তেমন একটা মুল্য দেয়া হয় না।বাস্তব অর্থে কৃষকেরা আমাদের দেশের রাজা, কেননা তাদের চাষ করা ফসল খেয়ে আমরা সকলেই জীবন যাপন করছি।
কৃষকের পরিশ্রম, তার ঘামের বিনিময়ে যে ধান, গম, সবজি, ফল আমাদের ঘরে আসে, সেটাই প্রকৃত সম্পদ। তাই আমাদের উচিত তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সহানুভূতি দেখানো। কারণ, এই মাটির মানুষদের হাতেই জন্ম নেয় জীবনের রঙ, সোনালী ফসলের হাসি, আর এক টুকরো বাংলাদেশের ভবিষ্যৎ।
| Device | iPhone 11 |
|---|---|
| Camera | 11+11 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness








