কৃষকদের মনের কথা
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ২৮ ই নভেম্বর ২০২৫ ইং
বাংলাদেশের গ্রামের অলি গলিতে শোনা যায় কৃষকদের দুঃখ কষ্টের গল্প। ভোর থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে ফসল ফলালেও, সেই ফসলের ন্যায্য দাম তারা পাচ্ছে না। দেশের জনপ্রিয় ফসল আলুর দাম নেই, সোনালী ফসল ধানের দাম নেই, কৃষকদের পাশে দাঁড়ানোর মতো আজ আর কেউ নেই আমাদের দেশের মধ্যে। কৃষক জানে জমিতে বীজ ছড়ানো থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত প্রতিটি ধাপে রয়েছে অজস্র পরিশ্রম, সময় এবং টাকা। তাদের এই পরিশ্রম গুলো একপর্যায়ে গিয়ে একদম বৃথা হয়ে যায়।
আলুর ফলন এ দেশে অনেক ভালো হলেও বছর শেষে বাজারে আলুর দাম একদম শূন্য হয়ে যায়। আলুর স্কোর ভাড়া, গাড়ি ভাড়া, শ্রমিকের মজুরি এসব যোগ করলে আলু উৎপাদনেই যে কৃষক ক্ষতির মুখে পড়ছে, তা একজন কৃষকের জন্য খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। একেকজন কৃষক তাদের ঘরের সামনে আলুর বস্তা গুনে গুনে ভাবেন এগুলো বিক্রি করলে যে টাকা পাবেন, তা হয়তো শুধু বীজের দামই তুলতে পারবে না। কিন্তু দিন শেষে তারা ফলস্বরূপ শূন্য পেয়ে বসে আছেন।
ধানের চাষের ক্ষেত্রে ও বিষয় টা এক অবস্থা। সারা সিজনের পরিশ্রম শেষে যখন কৃষক ধান কাটেন, তখন তারা অনেক আশা নিয়ে মাঠে পরিশ্রম করেন। কিন্তু বাজারে এসে দেখেন ধানের দাম এত কম যে উৎপাদন খরচই উঠে না। সরকারিভাবে ধান কেনার ঘোষণা থাকলেও, অনেক কৃষক সেই সুবিধা পান না, আশেপাশের মানুষ তা ভোগ করে নেন। কৃষকদের সাথে প্রতারণা, বাজার সিন্ডিকেট, আর বাজার নিম্ন সব মিলিয়ে কৃষকই হয়ে যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ।
এই পরিস্থিতিতে আমাদের দেশের বেশিরভাগ কৃষক একদম নিঃসঙ্গ। তারা ভাবেন, এত কষ্ট করে চাষ করি কেন? তবুও কৃষকদের ভালোবাসা জমির প্রতি, তারা কখনোই তাদের হাল ছাড়ছেন না। তারা জানেন আমরা আবাদ না করলে দেশের মানুষ খেতে পারবে না। কিন্তু মনে মনে তাদের একটি প্রশ্ন থেকে যায়, আমরা এই কৃষক সমাজ কিভাবে লাভবান হবো? দেশের খাদ্য নিরাপত্তা কৃষকের ঘাম আর পরিশ্রমের ওপর দাঁড়িয়ে আছে, তবুও কৃষকই যেন সবচেয়ে অবহেলিত।
গ্রামের চায়ের দোকানে বসে কৃষকেরা যখন গল্প করেন, তখন তাদের কথায় স্পষ্ট রাগ, ক্ষোভ, অভিমান আর অসহায়ত্ব দেখতে পাওয়া যায়, তখন আসলেই আমার কাছে অনেক খারাপ লাগে। তারা চান কৃষি কাজ করে কিছুটা লাভ করতে। তারা চান না উপকার, চান না দান তারা শুধু চান তাদের ঘামের মূল্য। আলু আর ধানের সঠিক দাম পেলে কৃষকের ঘরে আলো ফিরবে, হাসি ফিরবে, আবার জমির প্রতি আগ্রহ বাড়বে। কিন্তু দাম না থাকলে কৃষির ভবিষ্যৎও ধীরে ধীরে অনিশ্চিত হয়ে পড়বে।
| Device | iPhone 11 |
|---|---|
| Camera | 11+11 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness




