📸 শখের ফটোগ্রাফি 📸
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। এই পোস্টটি হলো ফটোগ্রাফি পোস্ট৷ মূলত প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার। আর এই ফটোগ্রাফি গুলো অনেক আগেই করা। এগুলো মূলত ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করি। যদিও খুব ভালোভাবে ফটোগ্রাফি হয়তো করতে পারিনা, কিন্তু চেষ্টা করি যেমনটা পারি। আজকে আমি আপনাদের মাঝে কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো৷ যা আপনাদের ভালো লাগবে বলে আমি আশা করি। যাইহোক,আপনাদের সাথে শেয়ার করি চলুন, আমার আজকের ফটোগ্রাফিগুলো।
📸১নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
প্রথমে এখানে আপনারা খুবই সুন্দর একটি নয়নতারা ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন৷ এই ফুল যখন এখানে অবস্থান করে তখন এটিকে দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকে না৷ এই ফুলটি যখন এখানে অবস্থান করছিল তখন এর মধ্যে যে পাপড়িগুলো ছিল সেগুলো যেরকম সুন্দর ছিল৷ এর পাশাপাশি এখানে খুব সুন্দর ভাবে সবকিছু অবস্থান করছিল৷ এই পাপড়ি গুলোর মধ্যে যেভাবে এত সুন্দরভাবে বিভিন্ন রঙের অবস্থান দেখা যায় এবং এখানে যখন এর মধ্যে শিশিরবিন্দু অবস্থান করে তখন এর দিকে যেন সারাক্ষণই তাকিয়ে থাকতে ইচ্ছে করে৷ চারপাশের সাদা রঙের পাপড়িগুলোর মধ্যবর্তী স্থানকে যেভাবে এত সুন্দর ভাবে লাল রঙের একটি জিনিস দেখা যায় সেটির কারণে এটিকে আরো অনেক বেশি পরিমাণে দেখা যায়।
📸২নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এখন এখানে আপনারা যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি হলো বাগান বিলাস ফুল৷ এই বাগান বিলাস ফুল আমরা সকলেই দেখে থাকি৷ এগুলো অনেক সুন্দর হয়ে থাকে৷ এর সৌন্দর্য আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে৷ এখানে আজকের যে ফটোগ্রাফিটি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি তার মধ্যে যে পাপড়িগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবেই অবস্থান করছিল৷ এই পাপড়িগুলোর পাশাপাশি এখানে যেভাবে এত সুন্দর রংয়ের অবস্থান দেখা যায় তখন এর দিকে যেন তাকিয়ে থাকা যেন কোন উপায় থাকে না৷ এর মধ্যে ছোট ছোট যে সকল ফুলগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল৷ এই ফুলের কারণে এই বড় ফুলটিকে আরো অনেক বেশি সুন্দর দেখা যায়।
📸৩নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এখন এখানে আপনারা যে ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন সেটি হলো আমের ফটোগ্রাফি৷ এই আম এখন মাত্র গাছের মধ্যে এই অবস্থান করছে৷ এটি মুকুল থেকে বের হয়েছে৷ এটি ধীরে ধীরে বড় হচ্ছে৷ এই আমগুলো অনেক বেশি বড় হয়৷ একটি অন্তত এক থেকে দেড় কেজিও হয়ে থাকে৷ যা আমরা দেখেছিলাম অনেক আগে৷ তবে এগুলো যখন এই ছোট অবস্থায় দেখা যায় তখন এটি অনেক বেশি পরিমাণে মনোমুগ্ধকর হয়৷ অন্যান্য জায়গা থেকে এই আমগুলো একটু দেরিতে হলেও অন্যান্য সময়ের তুলনায় আজকে দেখলাম যে এটি অনেক তাড়াতাড়ি আম ধরে গিয়েছে৷ অন্যান্য মুকুলগুলো থেকেও আম অতি অল্প সময়ের মধ্যে বের হয়ে যাবে।
📸৪নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এখন এখানে আপনাদের মাঝে যে ফটোগ্রাফিটি শেয়ার করলাম সেটি হলো মিষ্টির ফটোগ্রাফি৷ এই মিষ্টি যখন আমি দেখি তখনই এর দিকে আমার চোখ পড়ে৷ এর ফটোগ্রাফি আমি তৎক্ষণাৎ করে নিয়েছিলাম৷ এটি যখন এখানে অবস্থান করছিল তখন এটিকে অনেক সুস্বাদু দেখা যাচ্ছিল৷ এটি খেতেও অনেক সুস্বাদু ছিল৷ আমি যখন এটি খাই তখন আমার কাছে অনেক ভালো লেগেছিল৷ এখানে যখন এটি অবস্থান করে তখন এটিকে খুব সুন্দরভাবে দেখা যায়৷ বাইরে একটি মোটা গ্লাস থাকার পরেও আমি চেষ্টা করেছি একেবারে ভালোভাবে ক্লিয়ার ভাবে এর ফটোগ্রাফিটি শেয়ার করার৷ যার ফলে আপনারা ভালোভাবে এটি দেখতে পারেন।
📸৫নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এখন এখানে আপনারা খুবই সুন্দর একটি ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন৷ এই ফটোগ্রাফির মধ্যে যে জিনিসটি আমি শেয়ার করার চেষ্টা করেছি সেটি হলো টমেটো৷ এই টমেটো যখন এখানে গাছের মধ্যে অবস্থান করছিল তখন এটি খুব সুন্দর ভাবে এখানে অবস্থান করছিলে৷ এই টমেটো যখন এখানে অবস্থান করে তখন এর মধ্যে অনেক ভালোভাবেই সবকিছু দেখা যাচ্ছিল৷ এটি একেবারে সবুজ রঙের ছিল৷ এটি অনেকটা বড় আকৃতি ছিল৷ এটিকে যেন মনে হচ্ছিল আপেল৷ তবে এটি যখন আমি এখানে ভালোভাবে দেখি তখন এর মধ্যবর্তী মধ্যে যে ভিন্ন ভিন্ন জিনিস গুলো দেখা যায় সেগুলো অনেক সুন্দর ছিল৷ এই টমেটোর গায়ে যেভাবে এত সুন্দর কিছু বিষয় দেখা যায় তখন এর দিকে তাকিয়ে থাকা ছাড়া যেন কোন উপায় থাকে না।
📸৬নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এখন এখানে আপনারা খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন৷ এই প্রাকৃতিক দৃশ্য আপনাদের অনেক বেশি মুগ্ধ করবে বলে আমি মনে করি৷ এখানে এই ফটোগ্রাফি যখন আপনার এখান থেকে দেখে নিবেন তখন এখান থেকে সবকিছু খুব ভালোভাবে আপনারা দেখে নিতে পারবেন৷ একই সাথে এখানে এই প্রাকৃতিক দৃশ্যের মধ্যে যেভাবে সূর্যের অবস্থান দেখা যায় এবং চারপাশের যেভাবে এই সুন্দর আলো ছিল সেটি খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল৷ এই সুন্দর পরিবেশের কারণে এটিকে দেখে অনেক বেশি মনোমুগ্ধকর দেখা যায়৷ আমি যখন এটিকে এখানে দেখি তখনই এর ফটোগ্রাফি করে নিই এবং আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।
📸৭নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এখন এখানে আপনারা খুবই সুন্দর একটি ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন৷ এখানে যে ফুলের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এটি খুব ভালোভাবে এখানে অবস্থান করছিল৷ এর ফুল যখন আমি এখানে দেখি তখনই ভেবে নিলাম আমি এর ফটোগ্রাফি শেয়ার করি৷ এর ফটোগ্রাফি করার মধ্যেও যেন একটি আলাদা ভালোলাগা থাকে৷ কারণ এটি যখন আমরা খালি চোখে দেখি তখন এটিকে যেরকম সুন্দর দেখা যায় ফটোগ্রাফি করার পরে যেন এর সৌন্দর্য আরো একটু বেশি বৃদ্ধি পেয়েছে৷ এর মধ্যে যেভাবে পাপড়িগুলো ছিল সেগুলোর মধ্যে একেবারে ভিন্ন ভিন্ন কিছু বিষয় দেখা যায়৷ এখানে অনেকগুলো ভিন্ন ভিন্ন রঙের কারণে অনেক বেশি সুন্দর দেখা যায়৷ এখানে অনেকগুলো ফুল যখন একসাথে অবস্থান করে তখন আরো অনেক বেশি সুন্দর দেখা যায়৷ ফলে আজকের এই ফটোগ্রাফিটি আমি আজকে শেয়ার করলাম।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | ফটোগ্রাফি |
|---|---|
| ফটোগ্রাফার | @bijoy1 |
| ডিভাইস | Samsung Galaxy M34 5g |
| লোকেশন | ফেনী,বাংলাদেশ |
আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹













বাহ আপনি তো দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা বরাবরই ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগে।ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
অনেক খুশি হলাম আপনার কাছ থেকে এত অসাধারণ একটি মন্তব্য পড়ে।
https://x.com/i/status/1999689794922905638
https://x.com/i/status/1999067435501330769
https://x.com/i/status/1999067289623339368
https://x.com/i/status/1999067283705172050
https://x.com/i/status/1999067044168528001