৯৯ টাকায় অবিশ্বাস্য ভোজ!
আশিক আর আমি, দুজনেই খুব ভোজনরসিক। তাই নতুন কোনো খাবারের দোকানের খবর পেলেই আমাদের জিভে জল আসে। আজ বিকেলবেলাটাও এমন একটা দারুণ খবর দিয়েই শুরু হলো। বন্ধু আশিকের মুখ থেকেই শুনলাম সিরাজগঞ্জ শহরের একদম নতুন আর সুন্দর একটা রেস্টুরেন্ট, যার নাম Pizza Vibes। নামটা শুনেই পিৎজার গন্ধ যেন নাকে এলো, কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। আশিক জানালো যে সেখানে নাকি দুর্দান্ত এক অফার চলছে। শুনে তো আমি আর স্থির থাকতে পারলাম না!
অফারটা ছিল রীতিমতো অবিশ্বাস্য। মাত্র ৯৯ টাকায় একটা আস্ত বার্গার, সঙ্গে চারটি বারবিকিউ চিকেন উইংস, চারটি ক্রিসপি চিকেন উইংস, চারটি চিকেন মোমো এবং তার সাথে একটা গরম গরম সুপ! ভাবা যায়? আজকের এই বাজারদরের যুগেও এতগুলো আইটেম মাত্র ৯৯ টাকায়! শুনে মনে হলো যেন স্বপ্ন দেখছি! এমন লোভনীয় অফার জানার পরেও আর এক মুহূর্ত দেরি করার কোনো মানেই হয় না। আমরা দু'জন তড়িঘড়ি তৈরি হয়ে সোজা চলে গেলাম Pizza Vibes-এর উদ্দেশ্যে।
রেস্টুরেন্টে পৌঁছেই বুঝলাম, শুধু আমরা নই, আরও অনেকেই এই অফারের খবর জেনে গেছে। পুরো রেস্টুরেন্টটা লোকে লোকারণ্য, যেন একটা উৎসবের মেজাজ। এত ভিড়ের মধ্যেও আশিক আর আমি একটা সুন্দর টেবিল খুঁজে নিলাম। রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটা বেশ আধুনিক আর ঝকঝকে। হালকা আলোর ব্যবস্থা আর মিষ্টি একটা গন্ধ, সব মিলিয়ে বেশ আরামদায়ক একটা পরিবেশ। চারপাশের মানুষের কোলাহল আর খাবারের গন্ধ জানান দিচ্ছিল যে এখানকার খাবারগুলো নিশ্চয়ই খুব জনপ্রিয়।
আমরা গিয়েই অফারটা নিতে পারতাম, কিন্তু এতগুলো আইটেম আমরা দু'জন একসঙ্গে শেষ করতে পারব কি না, সেই নিয়ে একটু দ্বিধায় ছিলাম। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে অফারের সব আইটেম না নিয়ে বরং আমাদের পছন্দের কিছু আইটেম অর্ডার করব। আমরা অর্ডার করলাম দুটি বার্গার, এক প্লেট বারবিকিউ চিকেন উইংস এবং এক প্লেট ক্রিসপি চিকেন উইংস। বার্গারটা দুটো অর্ডার করার কারণ, বার্গার আমাদের দু'জনেরই খুব প্রিয়। আর উইংসগুলোর মধ্যে দুটো ফ্লেভারই চেখে দেখতে চাইলাম।
অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরেই আমাদের সামনে খাবারগুলো চলে এলো। প্রথম দেখাতেই চোখ জুড়িয়ে গেল। প্রত্যেকটা খাবার এত সুন্দরভাবে সাজানো ছিল যে দেখেই মন ভরে যায়। বার্গারগুলোর সস আর সবজির বিন্যাস ছিল নিখুঁত, চিকেন উইংসগুলো একদম সোনালী আর মচমচে, আর বারবিকিউ উইংসের ওপরের সসটা ঠিকরে পড়ছিল। খাবারের এমন চমৎকার উপস্থাপনা দেখেই বুঝলাম, শুধু দাম কম নয়, গুণগত মানের দিকেও তাদের নজর আছে।
এরপর এলো আসল পালা খাওয়া! প্রথম কামড়েই বুঝলাম, খাবারের স্বাদ তার রূপের থেকেও অনেক বেশি অসাধারণ। বার্গারটা ছিল একদম নরম আর জুসি। ভেতরে দেওয়া চিকেন প্যাটিটা পুরোপুরি রান্না করা, কিন্তু একটুও শক্ত নয়, সস আর ভেতরের সবজির সঙ্গে মিশে এক দারুণ স্বাদ তৈরি করেছে। মনে হচ্ছিল যেন এর আগে এমন স্বাদের বার্গার কখনো খাইনি।
এরপর ধরলাম চিকেন উইংসগুলোকে। প্রথমে খেলাম ক্রিসপি চিকেন উইংস। নামেই ক্রিসপি, মুখে দেওয়া মাত্রই মচমচ শব্দ! বাইরের অংশটা যেমন খাস্তা, ভেতরের মাংসটা তেমনই নরম আর রসালো। একদম আদর্শ ফ্রাইড চিকেন উইংস যাকে বলে! তারপর চেখে দেখলাম বারবিকিউ চিকেন উইংস। আহ্! বারবিকিউ সসের সেই মিষ্টি আর টক স্বাদের সাথে মশলাদার মাংসের ফ্লেভারটা যেন জিভে লেগে রইল। এই দুটো উইংসের স্বাদের পার্থক্য ছিল এতটাই স্পষ্ট আর অনন্য যে, দুটোই মন ভরে উপভোগ করলাম।
সাধারণত কম দামের অফারে খাবারের মান কিছুটা হলেও খারাপ হয়, কিন্তু Pizza Vibes-এর ক্ষেত্রে এই ধারণাটা পুরোপুরি ভুল প্রমাণিত হলো। খাবারের স্বাদ, গন্ধ, আর পরিবেশন সব দিক দিয়েই তারা ছিল এক কথায় অসাধারণ। ৯৯ টাকার অফার মেন্যুর খাবারগুলোর মান যদি এমন হয়, তাহলে বোঝা যায় যে তারা খাবারের স্বাদ ও মান বজায় রাখার ব্যাপারে কতটা যত্নশীল।
আমি আর আশিক দু'জনেই খুব মজা করে আমাদের অর্ডার করা খাবারগুলো শেষ করলাম। খেতে খেতে আশিকও বারবার বলছিল, "দোস্ত, এই খাবারের স্বাদটা কিন্তু অন্যরকম! এই দামে এমন কোয়ালিটি সত্যিই দারুণ।" আমরা দু'জন তৃপ্তির ঢেকুর তুলে রেস্টুরেন্ট থেকে বের হলাম। শুধু পেট ভরে খাওয়া নয়, একটা দারুণ আড্ডা আর চমৎকার অভিজ্ঞতার স্মৃতি নিয়ে ফিরলাম। Pizza Vibes-এর এই দারুণ অফার আর তার সাথে খাবারের অসাধারণ স্বাদ সব মিলিয়ে আমাদের বিকেলটা একদম জমে গিয়েছিল। সিরাজগঞ্জ শহরে এমন একটা ভালো রেস্টুরেন্টের সন্ধান পেয়ে মনটা সত্যিই খুশি হলো। আমরা দু'জনই ঠিক করলাম, খুব তাড়াতাড়ি আবার আসব এই রেস্টুরেন্টে, হয়তো পরের বার অফারের মেনুটাও চেখে দেখা যেতে পারে।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
| মোবাইল | Samsung A33 (5G) |
|---|---|
| ধরণ | "৯৯ টাকায় অবিশ্বাস্য ভোজ!" |
| ক্যমেরা মডেল | A33 (48+8+5+2) |
| ক্যাপচার | @mohamad786 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |










X-Promotion
🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
৯৯ টাকায় যদি এরকম মজার খাবার খাওয়া যায় তাহলে তো কোন কথাই নেই। সত্যি ভাইয়া আমরা বাঙালিরা খাবার খেতে ভীষণ পছন্দ করি। আর কম দামে ভালো খাবার পেয়ে গেলে আনন্দই আলাদা।