Koliza porota

in #food8 years ago

যে আরাম লাগছে খাইয়া। তে তার মজা.... না খাইলে মিস... একজনের রিভিউ দেখিয়া আজকে একবার গেছিলাম। বাতাস একটু বেশি থাকায় চুলার আগুনে তুড়া বেঙ্গা করছে। তাওয়া গরম করতে টাইম লাগি গেছে বেশি। সার্ভ করছইন ২৫ মিনিট পরে। কিন্তু খাইয়া খুব মজা পাইছি। খাইতা ছাইলে সন্ধ্যা পরে একবার সময় করি যাইবা গিয়া।
আরেখান কথা, দেরি অইসে করি ৫ টেকা ডিস্কাউন্ট ফাইসি। অলাউ বালা, খারাপ কিতা....
image

কলিজা পরোটা
দাম ৭৫ টাকা
প্লেইস: হাট্রিমা টিম টিম
হাউজিং এস্টেট গেইট।
রিকমেন্ডেড।