গ্রামের বিকেল মানেই যেন প্রাণের উৎসব। মাঠজুড়ে শিশুদের চিৎকার, বড়দের উৎসাহ, আর হাওয়ায় ভেসে আসে একটাই সুর গোল দাও। ঠিক এমনই এক প্রাণবন্ত বিকেলে, আমাদের প্রিয় আমবাগানে অনুষ্ঠিত হলো এক রোমাঞ্চকর ফুটবল ম্যাচ মুন্সিপাড়া বনাম মিয়াপাড়া।রোদ নরম, হাওয়া মিষ্টি, আর মাঠে দর্শকের ভিড় উপচে পড়েছে। বাঁশির শব্দে খেলা শুরু হতেই দুই দলের খেলোয়াড়দের চোখে দেখা গেল দৃঢ়তা আর আত্মবিশ্বাস। প্রথম থেকেই বলের দখল নিয়ে টানাটানি কেউ ছাড় দিতে রাজি নয়।
খেলার শুরুতেই মুন্সিপাড়ার পক্ষে হাফ-স্ট্রাইকার রাহিম একটি অসাধারণ শট নিয়ে সবাইকে চমকে দেন। গ্যালারিতে আনন্দের জোয়ার মুন্সিপাড়া জিন্দাবাদ! ধ্বনিতে মুখরিত পুরো আমবাগান।কিছুক্ষণ পর মিয়াপাড়ার তারকা খেলোয়াড় সোহেল এক দুর্দান্ত পাল্টা আক্রমণে গোল পরিশোধ করেন। স্কোর ১-১, উত্তেজনা চরমে!দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ আর প্রতিরক্ষায় একে অপরকে ছাপিয়ে যেতে থাকে। সময় গড়াতে থাকে, দর্শকের চোখে চোখে উদ্বেগ। ঠিক তখনই মুন্সিপাড়ার কাপ্তান নাহিদ বল পেয়ে এক নিখুঁত ড্রিবল করে জালের ভেতর পাঠিয়ে দেন আরেকটি গোল! মাঠ তখন যেন উৎসবের মেলায় পরিণত হলো!
শেষ বাঁশির শব্দ বাজতেই স্কোরবোর্ডে দেখা গেল মুন্সিপাড়া ২ মিয়াপাড়া ১। মুন্সিপাড়া জিতে নিল ম্যাচটি এক অনন্য লড়াইয়ের মধ্য দিয়ে। খেলোয়াড়রা একে অপরকে অভিনন্দন জানালেন, দর্শকরাও করতালিতে ভরিয়ে তুললেন আমবাগান।এ ম্যাচ শুধু একখানা খেলাই নয়, বরং এটি ছিল ঐক্য, বন্ধুত্ব আর আনন্দের এক প্রতীক। আমবাগানের মাঠ আজ শুধু ফুটবল নয়, হাসি আর ভালোবাসার গল্পও লিখে রাখল।
আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
| Device | Motorola g34 5g |
| Camera | 52 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |

আমার নাম মোঃ আবু বকর (সিদ্দিক) ।আমি একজন বাংলাদেশের নাগরিক।আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা।আমি জাতীয় বিশ্ববিদ্যালয়,রংপুর কারমাইকেল কলেজ এর(IHC)ডিপার্টমেন্ট থেকে অনার্স করতেছি।আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। সবথেকে বড় পরিচয় আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটির একজন সদস্য।আমি ২০২৪ সালের জুলাই মাসে এই প্লাটফর্মের সাথে যুক্ত হই। এই প্লাটফর্মের সাথে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি।বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে আমার।পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব।আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। ধন্যবাদ।
Vote@bangla.witness as witness

Set@rme as your proxy








X-promotion