আর্জেন্টিনার সেমি ফাইনাল নিশ্চিত করেই ঘুমাতে যাওয়া || ফিফা ওয়াল্ড কাপ ২০২২
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আশা করি সকলেই ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। অঘটন এর এই বিশ্বকাপে কত কিছুই না হলো। দেখতে দেখতে কোয়ার্টার ফাইনাল এসে গেলো। ২ টি ম্যাচ ইতি মধ্যে হয়েও গেছে। এখন যে পোস্ট লিখছি এখনো হচ্ছে একটি ম্যাচ। তো আজ কথা বলবো গতকালের ম্যাচ গুলো নিয়ে। আর বক বক না করে মূল পোস্ট এ ফিরে যাই চলুন।
ইতি মধ্যে আমার বিগত দুইটি পোস্ট দেখে অনেকেই বুঝে গেছেন যে আমি মেসি এবং আর্জেন্টিনাকে কতটা ভালোবাসি। এই ভালোবাসা ফুটবল খেলা বুঝার ও আগের থেকে। মেসির প্রতি সব সময় আলাদা একটা টান কাজ করে। টান না হয়ে পারে? মেসি ফ্যান বলে কথা। যাক তবে আমার নেইমার কেও খুব ভালো লাগে। তবে গতকাল রাতে ব্রাজিল বাদ পরে যায় তাই খুবই খারাপ লাগে বিষয়টা। ভেবেছিলাম দুই দল সেমিফাইনাল খেলবে কিন্তু তা আর হলো কই। যাক কি আর করা। ভাগ্য খারাপ তাদের। ট্যাক্টিস ভালো ছিলোনা ওদের কোচ এর। উলটা পালটা সাব করানো সহ আরো অনেক কিছুর কারনেই ব্রাজিল হেরেছে। তবে ক্রোয়েশিয়া ভালো খেলেছে এটাও বলতেই হয়। এই তো আর কিছু দিন পরেই বিশ্বকাপ এর এই আমেজ শেষ। যদিও ব্রাজিল চলে যাওয়াতে অর্ধেক আমেজ শেষ। অন্তত বাংলাদেশি ভক্ত দের জন্য। অনেকেই ভাবতে পারেন এই ছেলে তো আর্জেন্টিনা ফ্যান তবে কেনো ব্রাজিল এর গুণগান গাচ্ছে? আসলে ব্রাজিল দল নিয়ে আমার কোনো সমস্যা নাই। সমস্যা অবুঝ কিছু সাপোর্টার আছে ওদের তাদের নিয়ে। যেটা আর্জেন্টিনার ও আছে। তাই এসব নিয়ে প্যাচ না বাঝানোই ভালো।
গতকাল রাতে ছিলো কোয়ার্টার ফাইনাল এর হাই ভোল্টেজ দুইটি ম্যাচ। প্রথম ম্যাচ ছিলো ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া আর দ্বিতীয় ম্যাচ ছিলো আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস। বাংলাদেশী যারা তারা সবাই জানেন যে এই দুই ম্যাচ এর গুরুত্ব কত। কারণ আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট নিয়ে রীতিমত যুদ্ধ চলে এদেশে। আমি দুইটি ম্যাচই দেখেছি। প্রথম ম্যাচ ছিলো ব্রাজিল আর ক্রোয়েশিয়ার। প্রথম ম্যাচ এর সব কিছু ঠিক ঠাক ছিলো দুই দলই ভালো খেলেছে। প্রথমে ব্রাজিল নেইমার এর এক গোল এ এগিয়ে থাকলেও ক্রোয়েশিয়া সেটা শোধ করে দেয়। তারপর অতিরিক্ত সময় এর পর সেই খেলা গড়ায় টাইব্রেকার এ। এখানেই ব্রাজিল হেরে যায় ক্রোয়েশিয়ার কাছে। যদিও আমি মনে প্রানে চেয়েছিলাম যেনো ব্রাজিল জিতে আর সেমি ফাইনালে আর্জেন্টিনার সাথে খেলা পরে। ম্যাচ হেরে যাওয়ার পর নেইমার এর কান্না দেখে সত্যি খারাপ লাগে খুব। যারা ব্রাজিল কে ট্রল করছিলো ফেসবুকে বা মেসেঞ্জারে। আমি সেখানে আর্জেন্টিনার সাপোর্টার হয়েও ব্রাজিল এর হয়ে প্রতিবাদ করে গেছি।
২য় ম্যাচ আমাদের। মানে আর্জেন্টিনার। এবার খুব টেনশন এ ছিলাম। যদি ব্রাজিল এর মতন আর্জেন্টিনাও বাদ পরে যায়। তাহলে কি হবে। যাক টেনশন নিয়েই খেলা দেখা শুরু। উপরের ছবি গুলো দেখেই বুঝতে পেরেছেন আশা করি কতো মানুষ খেলা দেখেছে। আমাদের দোকানের সামনে যায়গা কম ছিলো। নাহলে আরো মানুষ থাকতো। প্রথমে দুই গোলে এগিয়ে শেষের দিকে আমরা গোল খেয়ে গেলাম। তাও দুইটা। সেই ড্র হলো। ম্যাচ গড়ালো টাইব্রেকার এ। কিন্তু ভাগ্য ভালো ছিলো। আমাদের বাজ পাখি এমি মার্টিনেজ বাচিয়ে দিলো। মনে পরে গেলো সেই ২০১৪ এর সেমিফাইনাল এর কথা। যেখানে রোমেরো সেবার নেদারল্যান্ড এর সাথে বাচিয়ে ছিলো টাইব্রেকার এ। এবার বাচালো মার্টিনেজ। পর পর দুইটি অসাধারন সেভ করেছে পেনাল্টি তে। শেষে লাওতারো মার্টিনেজ এর শট এ গোল হলেই শুরু হয়ে যায় আমাদের চিল্লা চিল্লি। কারণ আর্জেন্টিনা জিতে গেছে যে। দোকানের সামনে কত হই হুল্লর। সবাই সিলেব্রেট করছিলো আর্জেন্টিনার জয়।
মেসির হাসি মুখের এই ইন্টার্ভিউ দেখেই দোকান থেকে বাসায় গেলাম। ঘুমাতে ঘুমাতে ভোর ৫ টা বেজে গেছিলো। যাই হোক জিতে ঘুমিয়েছি। হাহাহা। শুভকামনা প্রিয় দল এর জন্য।
তো এই ছিলো আজকে। আশা করি ভালো লেগেছে আপনাদের। কেমন হলো জানাবেন।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

VOTE @bangla.witness as witness

OR
.png)






%20(800%20%C3%97%20250%20px).gif)

Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
খেলা নিয়ে খুব সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন। আসলে কালকে আর্জেন্টিনার এবং নেদারল্যান্ডের খেলা খুবই উত্তেজনা পূর্ণ হয়েছে। অনেক নাটকীয়তার পর অবশেষে আর্জেন্টিনা জয় লাভ করেছে। মেসির খেলা আমার কাছে খুবই ভালো লেগেছে। ফুটবল খেলা নিয়ে খুব সুন্দর অনুভূতি শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
জ্বি ভাইয়া একদম। খুব ভালো লেগেছিলো সেদিন এর খেলা।
গতকালের দুই ম্যাচেই অনেক উত্তেজনা পূর্ণ ছিল। দুটি ম্যাচই পেনাল্টি পর্যন্ত গড়িয়েছিল। তবে ব্রাজিলের হেরে যাবে কল্পণা করতে পারেনি। ম আমার প্রিয় দল আর্জেন্টিনাকে জানাচ্ছি অসংখ্য শুভ কামনা। আশা করছি এবার মেসির হাতে বিশ্বকাপ উঠবে।
হুম। আর পেনাল্টিতে গেলে খুবই টেনশন হয়।
আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেই ঘুমাতে যাওয়া ঠিক বলেছেন ভাইয়া। আমিও সেদিন সারারাত ঘুমাই নি রাত ৪:৩০ এ ঘুমিয়ে ছিলাম। ব্রাজিল দল একটু ভুলের কারনে জিততে পারেনি। খেলার মধ্যে হার দিত থাকবেই। আর্জেন্টিনার জন্য শুভ কামনা রইলো।
হ্যা ভাই। স্বাভাবিক বিষয়টা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে।
আপনার পোস্ট দেখেই বোঝা যায় আপনি আর্জেন্টিনার অনেক বড় একজন ভক্ত ঠিক আমার মতই। সত্যি বলতে সেদিন এর উত্তেজনা পূর্ণ এই ফুটবল ম্যাচ থেকে আমি রীতিমতো কান্না শুরু করে দিয়েছিলাম শেষ মুহূর্তে। ফুটবল যে মানুষের হৃদয়ে এতটা জায়গা করে নিতে পারে সেটা আমি সেদিনের ম্যাচ না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। তবে নিজের প্রিয় টিমের জন্য অনেক অনেক শুভকামনা রইল আশা করছি পরবর্তী ম্যাচগুলো তারা অনেক ভালো খেলবে এবং এবারের ফিফা ওয়ার্ল্ড কাপে তারাই চ্যাম্পিয়ন হবে বলে আমি আশা রাখি। সেই সাথে আপনি খুবই চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন খেলা দেখার মুহূর্তে আপনার সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
হ্যা ভাই। আর্জেন্টিনাকে খেলা বুঝার আগের থেকেই সাপোর্ট করি। আর খেলা বুঝার পর তো মেসিকে পেলাম। আরো বড় ভক্ত হয়ে গেলাম।
আমিও ওই রাতের দুইটা খেলাই দেখেছিলাম। দেখলাম ব্রাজিল অনেক ভালো খেলছিল। কিন্তু ভাগ্যেরও তো একটা বিষয় আছে। আপনার একটা কথা খুব ভালো লেগেছে আর্জেন্টিনার সাপোর্ট করি বলে ব্রাজিলকে ঘৃণা করা ঠিক না। আর ব্রাজিলের সাপোর্টার হয়েও আর্জেন্টিনাকে ঘৃণা করা ঠিক। আসলে খেলা গুলোকে শুধু আমাদের ইনজয় হিসেবে নেয়া উচিত। আপনার প্রিয় দল আর্জেন্টিনা জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
হুম ব্রাজিল অনেক ভালো খেলেছিলো। কিন্তু ভাগ্য সহায় হয়নি।