নিজে ভালো হলে জগৎ ভালো এ কথা সত্য নয়
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন এটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো ভ্রমণ। ভ্রমন করতে আমি বেশ পছন্দ করি। যদিও ব্যস্ততার কারনে সময় হয়ে উঠে না কোথাও বেড়াতে যাওয়ার। তবুও এরই ফাঁকে যতটুকু সময় পাই তখনই চেষ্টা করি কোথাও না কোথা বেড়াতে যাওয়ার। কারন ভ্রমন করলে যেমন মনটা শান্ত হয়ে যায় তেমন করে ভ্রমন করলে আবার প্রকৃতির কাছ থেকে অনেক কিছুই শেখা যায়। আর এই জন্যই আমাদের সবার উচিত মাঝে মাঝে ভ্রমনে বেড়িয়ে পড়া। আর তাই তো ভাবছি আমার ভ্রমনের ইতিহাস গুলো আপনাদের মাঝে শেয়ার করবো।

সেই ছেলেবেলা হতেই শুনে আসছি যে নিজে ভালো তো জগৎ ভালো। কিন্তু এখন যখন বড় হলাম তখন তো দেখি পৃথিবীতে যে যত ভালো মানুষ তার কষ্ট ততো বেশী। সমাজে এমন কিছু মানুষ আমরা দেখি যে যারা কখনওই অন্যের ভালো দেখতে পারে না। পারে না অন্য কে উপরে উঠতে দেখতে। আমরা সমাজের চারদিকে তাকালে দেখবো যে সমাজের যে সকল মানুষ গুলো ভালো, নম্র ভদ্র, কারো ক্ষতি করে না। তারাই বেশ বিপদে পড়ে যায়। তারা অনেক সময় নিজের প্রাপ্য থেকে বঞ্চিত হয়। আজকাল তো সমাজের নিয়মই পরিবর্তন হয়ে গেছে।
সমাজের ক্ষমতাবান মানুষ গুলোর জন্য ভদ্র মানুষ গুলো কোন ভাবেই ভালো থাকতে পারে না। একজন ভালো মানুষ যদি কোন ভাবে উন্নতি করে, তখন তাকে নীচে টেনে নামানোর জন্য সমাজের ক্ষমতাবান মানুষ গুলো ব্যাস্ত হয়ে পড়ে। কি করে তার ক্ষতি করবে সেই চিন্তায় সারাক্ষণ ব্যাস্ত হয়ে পড়ে। যারা নম্র ভদ্র তারা কখনই চায় না যে অন্যের সাথে ঝগড়ায় যেতে। চায় না নিজেকে কোন ঝামেলায় জড়িত করতে। তাই তো তারা সবক্ষেত্রে নীরবতা অবলম্বন করে। শান্তির মাঝে জীবন চালাতে চায়।
কিন্তু সমাজে আজকাল ভালো মানুষের কোন দাম নেই। ভালো মানুষ গুলো সব জায়গা হতে বঞ্চিত হচ্ছে। তাদের ভালো মানুষের সুযোগ নিয়ে সমাজের অন্যান্য মানুষ গুলো ফায়দা লুটছে। হাতিয়ে নিচ্ছে নিজেদের ভালো থাকার অনেক কিছু। আর মাঝখান হতে সমাজের ভালো মানুষ গুলোকে পড়তে হচেছ নানা রকমের বড় বড় বিপদে। পড়তে হচেছ অপমান। আমরা যারা ভাবী যে আমি যদি ভালো থাকি তাহলে কেউ আমার কোন ক্ষতি করতে পারবে না। আরে না রে ভাই সে পুরো ঘুরে বালি। এমন টা কখনওই হওয়ার নয়। কারন সমাজে ভালো মানুষ গুলোরই কষ্ট বেশী।
আজকাল কোথাও ভালো মানুষের দাম নেই। নেই ঘরে শান্তি। আবার নেই বাহিরে শান্তি। আজকাল মানুষ গুলো সমাজের খারাপ মানুষের তাবেদারী করায় ব্যাস্ত। আর ভালো মানুষ গুলো পদে পদে লাঞ্চিত। তাদের ভালো মানুষীকে কেউ প্রাধান্য দেয় না। দেয় না তাদের কে কোন দামও। ভালো মানুষ গুলো কোথাও তাদের নিজেদের ন্যায পাওনার জন্য দাঁড়াতে পারে না। তাদের কে কেউ মূল্য দিতে চায় না। কারন তারা ভালো মানুষ। আর ভালো মানুষ তো আর ক্ষমতাবান মানুষের মত মানুষের উপর হায়নার মত ঝাপিঁয়ে পড়তে পারেনা। পারে না মানুষ কে দুটো শক্ত কথা শোনাতে। তাহলে বলেন তো নিজে ভালো হলে জগ্য ভালো হলো কি করে?
জানিনা আমার আজকের ভ্রমন পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
পোস্ট বিবরণ
| শ্রেণী | জেনারেল |
|---|---|
| ক্যামেরা | Vivo y22s |
| পোস্ট তৈরি | @kawsar7731 |
| লোকেশন | ঢাকা , বাংলাদেশ |
পরিচিতি
আমি কাউছার আহমেদ। আমার ইউজার নাম @kawsar7731। আমি পেশায় একজন চাকুরী জীবি। ঘুরে বেড়াতে আর প্রিয় মানুষের সাথে হাসি মুখে কথা বলতে আমি বেশ পছন্দ করি। তবে সেই সাথে বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে এবং গল্প করতে। নতুন কে আবিস্কার করা এবং নতুন কে নিয়ে এগিয়ে চলতেও আমি বেশ পছন্দ করি।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy



