ভালোবাসা দিবসে আমার কিছু কথা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

হ্যালো আমার প্রিয় আমার বাংলা ব্লগপরিবার আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু আপনাদের সবার প্রাণঢালা ভালোবাসা নিয়ে বেশ ভালো আছি। আর ভালো আছি বলেই এই ভালোবাসা দিবসের দিনও আপনাদের ছেড়ে থাকতে পারলাম না। কারন আমিও যে, আপনাদের সবাইকে আমার অন্তরের গভীর থেকে অনেক ভালোবেসে ফেলেছি। আসলে ভালোবাসা এমন একটি জিনিস কে কখন কিভাবে ভালোবাসারি মায়ায় পড়ে যায় তা কেউ জানে না।

HAPPY.png

source

ভালোবাসা দিবসে আমার কিছু কথা

দেখতে দেখতে আবারও চলে এলো আরও একটি নতুন বছর। আর তার মধ্যে আবার নতুন করে ভালোবাসার একটি মাস যেই মাসকে সবাই ভালোবাসা হিসেবে উদযাপন করে। ভালোবাসা কিন্তু একরকম নয়। আমার দৃষ্টিতে ভালোবাসা অনেক রকম। আসলে ভালোবাসা এমন একটি জিনিস যা মহান আল্লাহ্ রাব্বুল আলামিন থেকেই সৃষ্টি হয়েছে। তিনিই প্রথমে আমাদেরকে ভালোবেসে পৃথিবীতে সৃষ্টি করেছেন।

ভালোবাসা হচ্ছে সাত রঙের মতো। আর তাই ভালোবাসাকে অনেক রঙে সাজানো যায়। যেমন এমনও দেখা যায় অনেক মানুষ আছে যে, তার ভালোবাসাগুলোকে পরিবারকে ঘিরে এমনভাবে সাজাতে চায়। কিন্তু বাস্তবিকতা বা পারিপার্শ্বিকতার কারনে সেই ব্যাক্তি হেরে যায়।

ভালোবাসা হলো একটি বন্ধন। একটি মায়া একটি অনুভব বা অনুভুতি। সবমিলিয়ে এই একটি ভালোবাসা একএকজনের কাছে একএক রকম। আমি মনে করি পৃথিবীর প্রতিটা মানুষের মনে ভালোবাসা রয়েছে একএকজনের মনে একএকরকম ভালোবাসা। আর ভালোবাসা কিন্তু একজনের বা একদিনের বা এক মূহূর্তের জন্য নয়। ভালোবাসা সবার জন্য হাজার বছরের এক সৃষ্টি। আর প্রত্যেকে তাদের ভালোবাসাগুলোকে একএকরকম ভাবে প্রকাশ করে থাকে।

তবে আমার মনে হয় ভালোবাসা হলো মা-বাবা থেকে শুরু করে পরিবার পরিজন আত্নীয়-স্বজন ও বন্ধু বান্ধব সবার জন্যই। আমি একদিন আমার যে কোন প্রিয় মানুষকে ভালোবাসলাম, তা প্রকাশ করলাম। আর বাকি বছর তাকে কষ্ট দিলাম। তাহলে ঐ একদিনের ভালোবাসা কেমন হলো? তাই আমার দৃষ্টিতে ভালোবাসা বছরের প্রতিদিনি ও প্রতি মূহূর্তের।

ভালোবাসার নেই কোন সময় জ্ঞান। নেই কোন স্থান কাল পাত্র ভেদাবেদ। ভালোবাসার সৃষ্টি হতে পারে যে কোন জায়গায় যে কোন সময়ে। অনেকে ভাবে তার জীবন সঙ্গীর কোন রোমান্টিকতা নেই। হয়তো সে তার ভালোবাসা সুন্দর করে প্রকাশ করতে পারে না। তাই বলে কি ঐ মানুষটি ভালোবাসতে জানে না? আসলে তা নয় সেই মানুষটি তার মনে অফুরন্ত ভালোবাসা থাকতেও সে ভালোবাসা বোঝাতে পারে না।

যদিও আমার কাছে ভালোবাসার কোন দিনক্ষন নেই। তবুও পরিশেষে আমি আমার মনের সবটুকু ভালোবাসা আমার প্রিয় পরিবার, আমার বাংলা ব্লগকে উজার করে দিলাম। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা আমার ইউজার নাম @mahfuzanila আমমি পছন্দ করি ঘোরাঘুরি ও ভ্রমন ছবি আঁকা, বিভি ন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে দারুণ পছন্দ করি। আর বেশী পছন্দ করি মজার রেসিপি করতে,মন খারাপ থাকলে গান শুনতে ও গান গাইতে ঘুরতে যেতে আর সবচেয়ে বেশী ঘুমাতে।

❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 2 years ago 

ভালোবাসা দিবস সম্পর্কে আপনার লেখা গুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে আপনি অত্যন্ত সুন্দর ভাবে গুছিয়ে পুরো বিষয়টি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি বলতে আমাদের ভালোবাসা হওয়া উচিত আমাদের পিতা-মাতা সহ আমাদের সকল আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশীদের উপর। আর এই ভালোবাসা শুধুমাত্র মুখে প্রকাশ করার মধ্যে দিয়ে সীমাবদ্ধ থাকলে হবে না সেটা আমাদের আচার-আচরণ, ব্যবহার এবং কাজের মধ্য দিয়ে প্রমাণিত করতে হবে। যাহোক অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago (edited)

ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি মন্তব্য করার জন্য।