জেনারেল রাইটিং:- "সময় কখনো থেমে থাকে না"

in আমার বাংলা ব্লগ21 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

সময়! এই ছোট্ট কথাটার মধ্যে যেন লুকিয়ে আছে পুরো দুনিয়ার সবথেকে বড় রহস্য। সময়কে আমরা দেখতে পাই না, ছুঁতে পাই না, কিন্তু অনুভব করি প্রতি মুহূর্তে। ঘড়ির কাঁটা যেমন একটানা ঘুরে চলেছে, ঠিক তেমনি আমাদের জীবনটাও সময়ের তালে তালে এগিয়ে যাচ্ছে। এক মুহূর্তের জন্যও সময় কারো জন্য অপেক্ষা করে না, কারো কথা শোনে না। এই কথাটা যত সহজ, এর মানে ততটাই গভীর।

1000111424.jpg

সোর্স

আমাদের জীবনটা একটা নদীর মতো। নদী যেমন পাহাড় থেকে নেমে এসে সাগরে মিশে যায়, পথে সে কখনও বাঁক নেয়, কখনও জোরে ছোটে, আবার কোথাও শান্ত হয়ে বয়ে চলে, কিন্তু সে কখনওই থেমে থাকে না। সময়ও ঠিক সেইরকম। শৈশব, কৈশোর, যৌবন আর বার্ধক্য এইগুলো সময়ের একেকটা ধাপ। আমরা চাই বা না চাই, সময় তার নিজের গতিতে আমাদের এই ধাপগুলো পার করিয়ে নিয়ে যায়।আমরা অনেক সময় ভাবি, "আহা! যদি এই সুন্দর মুহূর্তটা এখানেই থেমে যেত!" অথবা, "যদি খারাপ সময়টা তাড়াতাড়ি চলে যেত!" কিন্তু সময় কারো ভালো লাগা বা খারাপ লাগার তোয়াক্কা করে না। সুখের দিনগুলো দেখতে দেখতে কখন যেন শেষ হয়ে যায়, আর দুঃখের দিনগুলোও একসময় কেটে যায়। সময় প্রমাণ করে দেয় যে, জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়।

এই যে সময় কারো জন্য থামে না, এর একটা দারুণ গুরুত্ব আছে। এই কারণেই আমরা কিছু করার সুযোগ পাই। ধরুন, আপনি কোনো কাজ ফেলে রাখলেন বা আলস্য করলেন, সময় কিন্তু আপনার জন্য দাঁড়িয়ে থাকবে না। সে চলে যাবে, আর তার সাথে চলে যাবে সেই সুযোগটাও। তাই জ্ঞানী লোকেরা বলেন, "সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।" অর্থাৎ, সঠিক সময়ে ছোট্ট একটা কাজ করে নিলে পরে বড় বিপদ থেকে বাঁচা যায়।আমাদের মতো ছাত্র-ছাত্রীদের জন্য সময়ের মূল্য সবথেকে বেশি। পড়াশোনা করার সময় যদি নষ্ট করে ফেলা হয়, তবে পরীক্ষার সময় সেই সময়ের অভাবটা খুব ভোগায়। ঠিকমতো খাওয়া-ঘুমের যেমন একটা সময় দরকার, তেমনি খেলার বা গল্পের বই পড়ারও একটা নির্দিষ্ট সময় থাকা ভালো। যে মানুষ সময়ের সঠিক ব্যবহার করতে পারে, সে জীবনে সফল হয়। কারণ, সময়ই তাকে সুযোগ দেয় নিজেকে তৈরি করার।

পৃথিবীতে এমন অনেক উদাহরণ আছে যেখানে মানুষ সময়কে কাজে লাগিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। আবার এমনও দেখা যায়, সামান্য সময়ের ভুল সিদ্ধান্তের কারণে বড় ক্ষতি হয়ে গেছে। তাই, সময়কে সম্মান করা মানে নিজেকে সম্মান করা। সময়কে ভালোভাবে ব্যবহার করা মানে নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলা।আমাদের মনে রাখতে হবে, গতকাল যা চলে গেছে, তা আর ফিরে আসবে না। আগামীকাল কী হবে, আমরা জানি না। আমাদের হাতে আছে শুধু আজকের এই মুহূর্তটা। এই মুহূর্তটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তবেই আমাদের জীবন সার্থক হবে। সময়ের কাজ সময়ে করা, কোনো কিছু ফেলে না রাখা, এইটুকুই সময়ের না থামা গতি থেকে আমাদের শেখার আছে।

সময় যেহেতু কারো জন্য থামে না, তাই আমাদেরও থেমে থাকলে চলবে না। জীবনের পথে চলতে চলতে হয়তো আমরা হোঁচট খাব, মন খারাপ হবে, কিন্তু ঘড়ির দিকে তাকালেই মনে হবে না! আর সময় নষ্ট নয়। উঠে দাঁড়াতে হবে, কারণ জীবন থেমে থাকার নাম নয়, এগিয়ে চলার নাম। সময় আমাদের এই শিক্ষাটাই দেয় যেভাবে সে নিজে অবিরাম বয়ে চলেছে, ঠিক সেভাবেই আমাদেরও সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে হবে। এটাই জীবন আর সময়ের সবচেয়ে বড় সত্যি।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Posted using SteemX

Sort:  
 21 days ago 
 21 days ago 

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 19 days ago 

এই যুগে নিজ গতিতে যে জিনিস গুলি চলে তার মধ্যে একটি হল সময় আমি মনে করি সবকিছুর উপরেই ভালো সময় কেননা সময় কেবলমাত্র তার নিজের গতিতেই সীমাবদ্ধ। যা কখনোই থেমে থাকে না আপন গতিতেই চলতে থাকে।