বহুরূপী মানুষ।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ বহুরূপী মানুষ সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে এক একজন মানুষের রূপ সবসময় আলাদা ধরনের হয়ে থাকে। কারো মানুষের সাথে আপনি কখনো কারো মানুষের কোন মিল খুঁজে পাবেন না। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে তারা বহুরূপী মানুষ তাদেরকে কিন্তু কেউ কখনো পছন্দ করেনা এবং এই মানুষগুলোকে কিন্তু সহজে কেউ চিনতে পারে না। অর্থাৎ তারা সব সময় তাদের নিজেদের রং পরিবর্তন করতে থাকে এবং একটা সময়ে এসে তারা নিজেদেরকে এমন খারাপ দিকে নিয়ে যায় যাতে করে মানুষ তাদের ভালোবাসা তো দূরের কথা তাদের মুখ পর্যন্ত দেখতে চায় না। আসলে এই বহুরূপী মানুষের সংখ্যা বর্তমানে অনেক বেশি।
আমরা যদি মানুষের সাথে সব সময় ভালোভাবে বসবাস করার চেষ্টা করি এবং মানুষের সাথে প্রতিনিয়ত ভালো আচরণ করার চেষ্টা করি তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ আমাদেরকে মন থেকে অনেক বেশি ভালবাসবে। আসলে এই পৃথিবীতে মানুষের মন বোঝা কিন্তু বড় একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কেননা কার মন যে কোন সময়ে কি চায় তা কিন্তু কখনো আমরা বুঝতে পারি না। কিন্তু এই বহুরূপী মানুষদের জন্য কিন্তু সবসময় আমরা বিভিন্ন ধরনের সমস্যায় প্রতিনিয়ত পড়তে থাকি। আসলে তারা সবসময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং মানুষের ক্ষতি করে তারা এমন আচরণ করে যাতে করে তারা কোন কিছু করেনি এবং কোন কিছু তারা জানে না।
এজন্য আমরা সব সময় এই বহুরূপী মানুষদের থেকে দূরে সরে থাকার চেষ্টা করব এবং সুন্দরভাবে সামনের দিকে সবাই মিলে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আসলে এভাবে যদি আমরা সুন্দরভাবে জীবন কাটাতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে মানুষের মত মানুষ হতে পারব এবং আস্তে আস্তে করে সবাই মিলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই পৃথিবীতে শুধু যদি একজন মানুষ আরেকজন মানুষের ক্ষতি করার জন্য সবসময় চেষ্টা করতে থাকে তাহলে তারা জীবনে নিজেদের ভালো থাকার জন্য মোটেও সময় পাবে না এবং এর ফলে তারা যেমন অন্যকে খারাপ রাখবে ঠিক তেমনি তারাও জীবনে কখনো সুখী হতে পারবে না।
এজন্য আমরা সব সময় চেষ্টা করবো যাতে করে এই বহুরূপী মানুষদের থেকে দূরে সরে থাকা যায় এবং একটা ভালো মানুষ হিসেবে নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সবাই মিলে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে বড় হতে পারব এবং মানুষের মত মানুষ হতে পারব। এজন্য আমাদের সবাইকে অবশ্যই চেষ্টা করতে হবে যাতে করে আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি এবং মানুষকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি। কেননা এই বহুরূপী মানুষকে সবাই অনেক বেশি অপছন্দ করে এবং এই সমাজে তাদের কোন স্থান নেই। তাইতো ভালো মানুষ হতে হবে এবং জীবনে ভালো কাজ করতে হবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)