ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস।

in আমার বাংলা ব্লগ10 months ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17395266887802462959571363661460.jpg



সোর্স


"ভালোবাসা দিবস" বাঙ্গালীদের জন্য নাকি সরস্বতী পুজোর দিনটি ভালোবাসা দিবস হিসেবে পালিত হয়। ছোটবেলা থেকে জানতাম সরস্বতী দেবী বিদ্যার দেবী। পড়াশোনা ভালো করার জন্য বা শিক্ষার্থীর যেন পড়াশোনা ভালো হয় পরীক্ষায় ভালো নাম্বার আসে সেই জন্য নাকি বিদ্যার দেবী সরস্বতীকে পূজা করা হয়। কিন্তু বড় হয়ে জানতে পারলাম সরস্বতী পুজোর দিনটা যতটা না পড়াশোনার জন্য বা ভবিষ্যতে ভগবানের কৃপায় পড়াশোনা করে ভালো কিছু করার উদ্দেশ্যে সরস্বতী পূজা করে দিনটা পালন করা হয়, তার থেকে বেশি পালিত হয় বাঙ্গালীদের ভালোবাসা দিবস হিসেবে। আর তার সাথে ভ্যালেন্টাইন ডে অর্থাৎ ইংরেজিতে ১৪ই ফেব্রুয়ারি দিনটি নির্ধারিত রয়েছে ভালোবাসা দিবস উপলক্ষে। যদিও এই দিনটি আমাদের বাঙ্গালীদের জন্য পালন করার মত দিন ছিল না তবুও সময়ের সাথে সাথে আমরা বাঙালিরাও এই দিনটি পালন করে থাকি ভালোবাসা দিবস অর্থাৎ ভ্যালেন্টাইন ডে হিসেবে। আর এই দিনটি আসার আগে আসে আরও বেশ কয়েকটি দিন যেমন ৭ই ফেব্রুয়ারি রোজ ডে অর্থাৎ প্রিয় মানুষটিকে গোলাপ দেওয়ার দিন, ৮ই ফেব্রুয়ারি প্রপোজ ডে অর্থাৎ এই দিন প্রিয় মানুষটিকে মনের কথা বলার দিন, ৯ই ফেব্রুয়ারি চকলেট ডে, ১০ই ফেব্রুয়ারি টেডি ডে, অর্থাৎ ৯ এবং ১০ তারিখ প্রিয় মানুষটিকে চকলেট এবং টেডি নামক একটি নরম জাতীয় পুতুল উপহার হিসেবে দেওয়ার দিন।


১১ই ফেব্রুয়ারি প্রমিস ডে অর্থাৎ এই দিনটি একে অপরের সঙ্গে সুখে দুঃখে এমন কি চরমতম বিপদে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়ার দিন, ১২ ই ফেব্রুয়ারি হাগ ডে অর্থাৎ জড়িয়ে ধরা মানে আলিঙ্গন করার দিন, ১৩ ই ফেব্রুয়ারি কিস ডে অর্থাৎ এই দিন প্রিয় মানুষটির মুখে ভালোবাসার স্পর্শ দেওয়ার দিন এবং সর্বশেষ ১৪ ই ফেব্রুয়ারি আসে ভ্যালেন্টাইন ডে অর্থাৎ ভালোবাসা দিবস। কিন্তু এখানে আমার মনে হয় ভালোবাসা দেখানোর জন্য আলাদা করে কোন দিনের প্রয়োজন হয় না। কারণ আমরা চাইলে যে কোনদিন ভালোবাসার মানুষকে একটি গোলাপ বা চকলেট অথবা সুন্দর তার পছন্দমত একটি উপহার দিতেই পারি। এছাড়াও প্রিয় মানুষকে আলিঙ্গন করার বা ভালোবাসা প্রকাশ করার আলাদা করে দিনের প্রয়োজন হয় না, এটা একটি অনুভূতির ব্যাপার। আসলে আমরা যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকি তাহলে এই অনুভূতিগুলো যে কোন সময় যেকোনো দিন আসতে পারে। তাই এসব অনুভূতির জন্য বা প্রিয় মানুষকে ভালোবাসা প্রকাশ করার জন্য নির্দিষ্ট কোন দিনের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। ভালোবাসার মানুষ যদি কাছে থাকে সুখে দু:খে পাশে থাকে তাহলে সেটাই আমাদের জন্য অনেক বড় প্রতিশ্রুতি হয়ে দাঁড়ায়।


তাই প্রতিশ্রুতি দেওয়ার জন্য আলাদা করে দিনের প্রয়োজন হয় না। দিনশেষে কঠিনতম অসময়ে পাশে থাকলে এমনিতেই বোঝা যায় যে সে পাশে থাকতে চায়। তেমনি ভালোবাসার মানুষকে ভালোবাসার জন্য বা ভালোবাসা বোঝানোর জন্য কোন নির্দিষ্ট দিনের প্রয়োজন হয় না। কারণ কোন ব্যক্তি যদি অপর ব্যক্তিকে মন থেকে নিঃস্বার্থে ভালোবেসে থাকে তাহলে তার প্রতিটা আচরণে তার ভালোবাসা প্রকাশ পায়। এছাড়াও ভালোবাসার মানুষের জন্য প্রতিক্ষণই ভালোবাসার আর প্রতিদিনই ভ্যালেন্টাইন ডে। অনেক মানুষ আছে যারা সারা বছর অবহেলা করে এবং ভালোবাসার মানুষকে তার যোগ্য সম্মানটুকুও দেয় না। অথচ এই ফেব্রুয়ারি মাসের ভালোবাসার সপ্তাহ জুড়ে ভালোবাসার বিভিন্ন ধরন দেখিয়ে যায়, এবং প্রতিদিন উদযাপন করে আবার দিন ফুরিয়ে গেলে অবহেলা শুরু হয়ে যায়। এটাকে কোন ভাবেই ভালোবাসা বলা যায় না। আসলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই অবহেলার কারণে ভালোবাসা নষ্ট হয়ে যায়। আবার অনেকে দেখা যায় যারা সিঙ্গেল অর্থাৎ কোন প্রিয় ঘনিষ্ঠ বান্ধবী বা বন্ধু নেই তারা অনেক সময় বাবা-মায়ের বা অন্য কারো ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকে। যে তিনি হচ্ছে আমার ভালবাসার ব্যক্তি বা ভ্যালেন্টাইন।


এছাড়াও দেখা যায় বছরে একদিন মাদার্স ডে, ফাদার্স ডে অর্থাৎ মাতা এবং পিতা উপলক্ষে বিশেষ যে দিনটি ওই দিনে সোশ্যাল মিডিয়ায় সুন্দর করে ছবি পোস্ট করা হয়। কিন্তু শুধুমাত্র ওই একটা দিনের জন্যই তাদের ভালোবাসা বাইরের মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পায়। বাস্তবে বাড়িতে তাদের সাথে কতটা ভালো আচরণ করা হয় বা তাদেরকে কতটা ভালোবাসা হয় সেটা তো শুধুমাত্র তারাই ভালো জানেন। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাড়িতে তারা অবহেলাতেই বেশিরভাগ সময় কাটিয়ে যায়। এবং তাদের মনের মধ্যেও হাজার রকমের মান অভিমান ধীরে ধীরে জমতে থাকে, যা হয়তো একটু ভালোবাসা পেলেই ঠিক হয়ে যেত। কিন্তু এখনকার সমাজে ভালোবাসা মানেই শুধু দেখানো। আসলে আমাদের এই দেখানো ভালোবাসা থেকে দূরে সরে মন থেকে নিজের প্রিয় মানুষকে ভালোবাসা উচিত। আসলে ভালোবাসি বললেই হয় না ভালবাসার সঠিক অর্থ জানতে হয় বুঝতেও হয়। ভালোবাসা মনের একটি সুন্দর অনুভূতি যা বলে প্রকাশ করা যায় না। সোশ্যাল মিডিয়ার নকল ভালোবাসায় সময় নষ্ট না করে প্রিয় মানুষটির কথা শোনা, তাদের সাথে সুন্দর সময় কাটানো এবং তাদের গুরুত্ব দেওয়া উচিত। তাহলেই প্রিয় মানুষটির সাথে আমরাও ভালো থাকবো এবং আমাদের সম্পর্ক অনেক বেশি মজবুত হয়ে উঠবে। আর তার ফলে প্রতিটা দিনই হয়ে উঠবে ভ্যালেন্টাইন ডে আর প্রতিটা মুহূর্তই হয়ে উঠবে ভালোবাসার মুহূর্ত।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Sort:  
 10 months ago 

1000029862.jpg

1000029861.jpg

1000029860.jpg

 10 months ago 

আপনাকে জানাই ভ্যালেন্টাইন ডে শুভেচ্ছা। এই দিনটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি শুধু বন্ধু-বান্ধবীদের মধ্যে সীমাবদ্ধ নয়। মা-বাবা ভাই-বোন সবার প্রতি ভালোবাসা এবং আন্তরিকতা ভরে উঠুক প্রতিটি পরিবার পরিবারে। দিনটি পবিত্র ভালোবাসায় ভরে যাক এই কামনা করি। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।