প্রকৃতি যখন নতুন সাজে সজ্জিত।

"আমার বাংলা ব্লগ" কমিউনিটর প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মহান সৃষ্টিকর্তা আমাকেও ভালো রেখেছেন। আজকে আমি "প্রকৃতি যখন নতুন সাজে সজ্জিত" শিরোনামে প্রকৃতির নতুন রুপ নিয়ে লিখতে এসেছি।আশা করি আপনাদের কাছে আমার আজকের লেখাটি ভালো লাগবে।

IMG_20251223_152933_390.jpg

বাংলাদেশ ছয় ঋতুর দেশ হিসেবে পরিচিত।ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতি তার রুপ পরিবর্তন করে।ছয় ঋতুর মধ্যে শীতকাল একটি গুরুত্বপূর্ণ ঋতু।ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষের শারীরিক ও মানসিক অবস্থারও পরিবর্তন ঘটে।এমনকি মানুষের চিন্তার পরিবর্ত‌ও দেখা যায়।তেমনি, প্রকৃতির মাঝেও নানান রকমের পরিবর্তন ঘটতে থাকে। বিশেষ করে শীতকালে প্রকৃতির রুপের সৌন্দর্য এমনভাবে ফুটে ওঠে যে,প্রকৃতির সৌন্দর্যের মুগ্ধতা চতুর্দিকে ছড়িয়ে পড়ে।মানুষ তাঁদের মনের সতেজতা ফিরিয়ে আনতে বারবার প্রকৃতির প্রেমে পড়ে। চারিদিকে ফুল ফলে ভরে ওঠে।গাছিরা শীতের আগমনে আনন্দিত হয়ে খেজুর গাছের রস সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়েন।

মায়েরা চতুর্দিকে পিঠা পুলি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন।ঝিরিঝিরি বাতাসে সরিষা ফুল তার রুপের সৌন্দর্যে আকৃষ্ট করে তোলে।গাঁদা ফুলের ঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। চন্দ্রমল্লিকা আকাশের তারার মতো ফুটে ওঠে। গোলাপ যেন বারবার হাতছানি দিয়ে ডাকতে থাকে।হলুদ ও লাল রংয়ের কমলা দেখে চাষীর হৃদয় নাচতে থাকে।বর‌ই ফুলে মৌমাছিরা গুনগুন করে গাইতে থাকে। মানুষের জ্ঞানের বাইরে এমন আরো কতশত সৌন্দর্য প্রকৃতির মাঝে রয়েছে তার হিসেব নেই।এক কথায় বলতে হয় এ যেন প্রকৃতি একজন নব বধূর মতো নতুন সাজে সজ্জিত হয়েছে।

"প্রকৃতি যখন নতুন সাজে সজ্জিত"আমি তখন আবেগাপ্লুত।আমি আমার মনের সমস্ত আবেগ আর ভালোবাসা দিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চায়।যেন প্রকৃতির মাঝেই আমার সমস্ত সুখ লুকিয়ে রয়েছে।তাইতো আমি কাজের ফাঁকে ফাঁকে প্রকৃতির সাথে কথা বলি। শেষ বয়সে অব্দি প্রকৃতির সাথেই থাকতে চায়।

প্রিয় বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। নতুন কোন পোস্টে আবারো দেখা হবে।