মানুষের মন কখনো ভরে না।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মানুষের মন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


person-5956897_1280.jpg



লিংক


এই পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাই। আর এই মানুষদের মধ্যে এমন কিছু কিছু মানুষ আছে যাদের আপনি যত কিছুই দিয়ে থাকেন না কেন তাদের মন কিন্তু আপনি কখনো ভরতে পারবেন না। অর্থাৎ আপনি এই মানুষদেরকে যত কিছুই দেওয়ার চেষ্টা করো না কেন অথবা আপনার সর্বস্ব উজার করে দিলেও আপনি এদের মন কখনো ভরাতে পারবেন না। এই মানুষগুলো অনেকটা খারাপ প্রকৃতির হয়ে থাকে এবং আমরা সবসময় এই মানুষগুলোর থেকে দূরে থাকার চেষ্টা করব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যারা এই লোভী প্রকৃতির মানুষ তাদের জীবনে কখনো ভালো কিছু হয় না এবং সারা জীবন তারা বিভিন্ন দিক দিয়ে সমস্যার মধ্যে জীবন যাপন করতে থাকে।


আসলে একটা জিনিস আমরা সব সময় দেখতে পাই যে এই মানুষগুলো আমাদের আশপাশ দিয়ে ঘোরাফেরা করার চেষ্টা করে এবং আমাদের দৈনন্দিন জীবনে জিনিস গুলো দেখে তারা অনেক বেশি হিংসে চলে যায়। কেননা যে জিনিসটা তাদের কাছে আছে এবং আমাদের কাছে আছে এটি দেখলেও এদের অনেকটা হিংসা হয়। তারা মনে করে যে জিনিসটা তাদের কাছে আছে সেই জিনিসটা এই পৃথিবীতে আর কারো কাছে যেন না থাকে। আসলে এই পৃথিবীতে এই ধরনের মানুষগুলো জীবনে কখনো সুখী জীবন উপভোগ করতে পারে না। অর্থাৎ সারা জীবন তাদের শুধুমাত্র চাই চাই আর চাই। এর বাইরে আর তারা কোন কিছু কখনো বোঝে না এবং কোন ধরনের মানুষ কোন বিপদে পড়লে তারা কখনো তাদের সাহায্য করে না।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি সবাই মিলেমিশে থাকতে পারি তাহলে কিন্তু এই পৃথিবীতে আমরা সুখ শান্তি বিরাজ করতে পারব। অর্থ তোমাদের পাশের মানুষটি যদি কোন ধরনের সমস্যায় পড়ে তাহলে তাদের সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব এবং তাদের প্রয়োজনীয় জিনিস দিয়ে তাদের সাহায্য করার ফলে তারা অনেক সুন্দর জীবন যাপন করতে পারবে। কিন্তু লোভী মানুষের মত শুধুমাত্র যদি আমরা আমাদের নিজেদের মনটাকে ভরানোর জন্য অন্যকে কষ্ট দিয়ে তার থেকে সর্বস্ব কেড়ে নিয়ে আসি তাহলে কিন্তু এই জীবনে আমরা কখনো অন্য কিছু সুখ শান্তি উপভোগ করতে পারবো না এবং আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের মত হয়ে তারাও খারাপ জীবন উপভোগ করবে।


আসলে এই শ্রেণীর লোক সব সময় চাইতে চাইতে তারাও নিজেরা জীবনে একটু সুখের সময় উপভোগ করতে পারে না। আমার মনে হয় এই জন্য এই মানুষগুলোর আচার-আচরণ পরিবর্তন করা অবশ্যই দরকার। আসলে এইভাবে চাইতে চাইতে অর্থাৎ তাদের নিজেদের মন ভরতে ভরতে একটা সময় তাদের জীবনে অনেক কিছু হয়ে যাবে কিন্তু সেই জিনিসগুলো উপভোগ করার মত সময় আর তাদের হাতে থাকবে না। এজন্য আমরা সব সময় কি করে সামনের দিকে এগিয়ে যাব এবং মানুষকে সাহায্য করবো এই জিনিসটা নিয়ে সবসময় চিন্তাভাবনা করার চেষ্টা করব। আর এভাবে যদি আমরা চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই একদিন আমরা ভালো একটা সময় অতিবাহিত করতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।