||জেনারেল রাইটিং||জীবনে টাকার চেয়ে সুখ অনেক দামি||
হাই বন্ধুরা!
হাই
বন্ধুরা!আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। প্রথমে বলে রাখি,
মানুষ ভুলের উর্ধ্বে নয়, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজকে আমি ।আলোচনার বিষয়: জীবনে টাকার চেয়ে সুখ অনেক দামি |
|---|
আমাদের জীবনে টাকা পয়সার যে সুখ অনেক দামি। টাকা কখনো মানুষকে সুখ দিতে পারে না। জীবনে যদি টাকা-পয়সা বড় হতো তাহলে দুঃখ যাদের আছে তারা টাকা দিয়ে সুখ কিনে নিতে পারত। কিন্তু এটা কখনো সম্ভব না। তাই জীবনের টাকা-পয়সা চেয়ে সুখ অনেক বড়। জীবনে সুখ থাকলে টাকা পয়সার অভাব হয় না। আমার আরেকটা কথা বলতে চাই জীবনের টাকা পয়সারও দরকার আছে।কিন্তু আমাদের উচিত আগে সুখ খোঁজা। সুখ একটি একটি আল্লাহর দেওয়া নেয়ামত। জীবনে সুখের চেয়ে বড় আর কিছু হতে পারে না। একজন সুখী মানুষের মুখ দেখলেই বুঝা যায় সে আসলে সুখী আছে। আবার একজন দুঃখী মানুষকে দেখলেও বোঝা যায় সে দুঃখে আছে। তাই আমাদের জীবনে আগে উচিত সুখ খুঁজা। আমার সুখ চাইলেও পাওয়া যায় না। কারণ আল্লাহ তায়ালা যদি আমাদের কপালে সুখ না লেখে তাহলে কখনোই সুখ খুঁজে পাওয়া সম্ভব না। আবার দেখা যায় মানুষ টাকার পিছনে ছুটতে গিয়ে নিজের সুখ হারিয়ে ফেলে। যার দুঃখ সেই বোঝে আসলে সুখের মূল্য কত বেশি। আবার যার টাকা পয়সা নাই সে বোঝে টাকার মূল্য অনেক বেগিয়েসলে আমাদের জীবনটা এরকম হয়ে গেছে যে জিনিসটা নাই সেই জিনিসটা নিয়ে আফসোস করা। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের জীবনে চাওয়া পাওয়ার শেষ হবেনা। জীবনে সুখে থাকার মত শান্তি চেনো আর কোন কিছুতেই নেই। আমার একজন অসুস্থ ব্যক্তি বুঝতে পারে সুস্থতার মূল্য কত বেশি। একজন অসুস্থ ব্যক্তি যখন অসুস্থ হয়ে থাকে তখন সে মনে করে সুস্থ হতে পারলে জীবনে আর কোন কিছুর দরকার নেই। আবার যখন সেই ব্যক্তি সুস্থ হয়ে যাবে তখন সে মনে করবে জীবনে যদি আরো টাকা-পয়সা থাকতো তাহলে হয়তো ভালো হতো। তাই আমাদের জীবনের চাওয়া পাওয়ার কোন শেষ নাই।
জীবনের সুখ অনেক দামী একটি সম্পদ। সুখ জিনিসটা সবাই পায়না। যা কিনা টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। একটা মানুষ যখন অনেক বড় অশান্তিতে থাকে, তখন আসলে সে বুঝতে পারে জীবনে সুখের মূল্য কত বেশি। সুখ থাকলেই জীবনের সবকিছু করা সম্ভব। জীবনের সুখ না থাকলে কোন কিছুই জীবনে ভালো লাগেনা। যদি সুখ জিনিসটাই না থাকে তাহলে জীবনের কোন চাওয়া পাওয়া থাকবে না। কিন্তু এখন বর্তমানে আমরা সবাই সুখ বলতে টাকা পয়সা কেই চিনি। কিন্তু আসলে এটা একটা ভুল ধারণা। টাকা পয়সা সব সময় থাকে না মানুষের কাছে। জীবনে টাকার গুরুত্ব অনেক বেশি তবে টাকা কখনো প্রকৃত সুখ এনে দিতে পারে না। টাকা দিয়ে সবকিছু কেনা সম্ভব কিন্তু সে টাকা দিয়েই সুখে না সম্ভব নয়। জীবনে সুখের গুরুত্ব সেই বোঝে যার দুঃখ। দেখা যায় অনেক ধনী পরিবারের তাদের অনেক টাকা পয়সা আছে কিন্তু তাদের পারস্পরিক বন্ধন অটক নাই। তাদের দেখা যায় একে অপরের সাথে ভালো সম্পর্ক নাই। কিন্তু আবার একটা গরীব ফ্যামিলিতে টাকা-পয়সা না থাকলেও তাদের ভালোবাসা ও পারস্পরিক সম্পর্ক অনেক ভালো। এই দুটিকে এক করে দেখতে গেলে আমি বলব। সুখী পরিবারটাই অনেক বেশি দামি। জীবনে টাকা পয়সা বেশি দামি না সুখই অনেক দামি।
টাকা কখনো সুখ দিতে পারে না মানুষকে। আমাদের সমাজে কম বেশি সবারই টাকা আছে। কিন্তু সুখ কয়জনের আছে। দেখা যাবে প্রতিটা ফ্যামিলিতেই কোনো না কোনো কারণে অসুখী। কোন মানুষই চিরসুখী না। সব মানুষই কোনো না কোনো কারণে অসুখী। আমাদের কাউকেই চির সুখী করে দুনিয়াতে পাঠায় না। জীবনে টাকার গুরুত্ব অনেক বেশি তবে সুখের চেয়ে বেশি না। সুখের গুরুত্বই থাকার চেয়ে অনেক গুণ বেশি। তাই জীবনে টাকার চেয়ে সুখকে গুরুত্ব দেওয়া অনেক বেশি প্রয়োজন। টাকা একদিন না একদিন হয় মানুষের কিন্তু সুখ হারালে সেটা ফিরে পাওয়া অনেক কঠিন। আমাদের জীবনের সব সময় টাকাকে বড় চোখে না দেখে সুখকে বড় চোখে দেখা উচিত। অনেক ধনী পরিবার আছে যে গরিব পরিবারকে দেখে ভাবে তাদের টাকা পয়সা নাই কিভাবে সুখী আছে, কিন্তু আসলে টাকা পয়সা দিয়ে প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায় না। জীবনে সুখের মূল্যই অনেক বেশি।
| বিষয় | জীবনে টাকার চেয়ে সুখ অনেক দামি |
|---|---|
| লোকেশন | ঢাকা সাভার |
| ব্লগার | @sumiya23 |
| দেশ | বাংলাদেশ |
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
| পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। |
|---|



আজকের টাস্ক সম্পূর্ণ

জীবনের প্রকৃত সম্পদ সুখ, যা টাকা দিয়ে কেনা যায় না। অর্থের প্রয়োজন আছে, তবে তা কখনো শান্তি ও ভালোবাসার বিকল্প হতে পারে না। পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা, আর মানসিক শান্তিই আসল সুখের চাবিকাঠি।যাইহোক দারুণ লিখেছেন আপু।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
জীবনে সবকিছুর চাইতে সুখ অনেক দামী। যা কিনা টাকা দিয়ে কেনা যায় না।টাকা ছাড়া জীবনের কোন কাজ ই সহজ হয়না।তা সত্ত্বেও সুখ খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার লেখাতে খুব সুন্দর ভাবে বিষয়টি তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। ।
জি আপু জীবনে সুখের চেয়ে বড় আর কিছু হতে পারে না। ধন্যবাদ আপনাকে।
আমিও আপনার সাথে একেবারে একমত আপু। জীবনের সবথেকে দামি সম্পদ হলো সুখ। টাকা ইনকাম করা যায় কিন্তু সুখ না থাকলে তা খুঁজেও পাওয়া যায় না। যদি সুখের চেয়ে টাকা-পয়সা বড় হতো তাহলে ধনী ব্যক্তিদের জীবনে কখনো দুঃখই আসতো না। তারা সব সময় টাকা পয়সা দিয়ে সুখ কিনে রাখতেন। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপু। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার এই কথার সাথে আমি নিজেও পুরোপুরি ভাবে একমত। জীবনে টাকার থেকেও সুখ বেশি দরকার। তবে জীবনে চলার জন্য জন্য টাকা থাকাও খুব জরুরী। টাকা যার থাকবে তার সম্মানও থাকে বর্তমানে। কিন্তু শুধু টাকা পয়সা আয় করলেই হবে না, অবশ্যই নিজেকে সুখে রাখারও চেষ্টা করতে হবে। টাকা প্রকৃত ভাবে সুখ দিতে পারে না এটা একদম ঠিক। শুধু টাকার পেছনে সময় নষ্ট করলে হবে না, নিজেকে সুখী রাখার জন্য চেষ্টা করতে হবে।
আজকে আপনি সুন্দর একটি টপিক নিয়ে ব্লগ লিখেছেন। আসলে টাকা পয়সার চেয়ে সুখ অনেক দামি। সুখ যদি টাকা কেনা যেত তাহলে বড়লোকরা অনেক সুখী হতো। গরিবরা সব সময় দুঃখী থেকে যেতো। তবে যারা আল্লাহ তায়ালার উপর সন্তুষ্টি রেখে, জীবন যাপন করেন। তারাই প্রকৃতপক্ষে সুখী। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি ব্লগ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জীবনে চলতে গেলে প্রতিটি মানুষেরই টাকা পয়সার প্রয়োজন আছে। কিন্তু টাকা পয়সা-ই সবকিছু নয়। নিঃসন্দেহে টাকার চেয়ে সুখ অনেক দামী। বরং সুখ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামী জিনিস। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু জীবনের টাকা চেয়ে সুখ অনেক দামি। তবে চলার পথে আমাদের টাকার প্রয়োজন। এবং অনেক টাকাওয়ালা লোক আছে তারা রাত্রেবেলা ঘুমোতে পারে না। আর গরিব লোক রাতে খুব আরামে ঘুমাতে পারে। আর টাকা থাকলে মানুষ সুখী হয় না। তাই জীবনে টাকা চেয়ে সুখ বেশি দামি। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো।
এই সময়ে মানুষের টাকা থাকাটা অত্যন্ত জরুরি৷ যাদের কাছে টাকা রয়েছে তারা যেন এই পৃথিবীর অনেক বড় কিছু৷ আর যাদের কাছে তারা টাকা নেই তাদেরকে মানুষ হিসেবে গণ্য করা হয় না৷ তবে এই ক্ষেত্রে শুধু টাকা থাকলেই হবে না জীবনের সুখটাও অনেক বড় একটা বিষয়৷ কারণ যাদের কাছে বিপুল পরিমাণ টাকা রয়েছে তাদের অনেকের মধ্যে কোন ধরনের সুখ নেই৷ আর যাদের কাছে খুবই সীমিত পরিমাণ টাকা থাকে তারা যেন অনেক সুখের মালিক হয়ে থাকে৷ আজকের আপনার সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে৷