আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। প্রথমে বলে রাখি,
মানুষ ভুলের উর্ধ্বে নয়, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আলোচনার বিষয়: বর্তমানে ভালো মনের মানুষ পাওয়া কঠিন |
বর্তমানে এমন একটা সময় এসেছে যেখানে একটা ভালো মনের মানুষ পাওয়া অনেক কঠিন। সকলের মনে দেখা যায় হিংসাতে ভরা থাকে। কে কার ক্ষতি করবে বা কি করলে ও কষ্ট পাবে। সব সময় মানুষের মনের মধ্যে একটা হিংসা কাজ করে। বর্তমানে মানুষ যেন মানুষের ভালো দেখতে পারেনা। আমাদের উচিত কারো খারাপ না চাওয়া। যদি কারো ভালো না চাইতে পারি তবে খারাপ চাও বাদ দেওয়া উচিত। তার কারণ একটা মানুষকে কষ্ট দেওয়া উচিত না সে হয়তো মুখের উপর কোন কথা না বলতে পারলেও মনে মনে অনেক বেশি কষ্ট পাবে। একটা মানুষের ভালো চাওয়া, পাওয়া একটা মানুষকে সাহায্য করা। এ সমস্ত কাজগুলা কিন্তু ছোট হলেও অনেক বড় একটা কাজ। তবে আমার কাছে একটা জিনিস মনে হয় যে এখনকার সময় ভালো মনের মানুষ খুঁজে পাওয়া অনেক বেশি কঠিন সবারই মনে মনে হয় যেন কোনো না কোনো হিংসাতে ভরা থাকে। আমাদের উচিত মানুষকে কষ্ট না দেওয়া কারো প্রতি হিংসা না করা বর্তমান সমাজে কিন্তু মানুষই মানুষের সবচেয়ে বড় শত্রু। সমাজটা যেন এমনই হয়ে গেছে একটা মানুষের ভালো কেউ সহ্য করতে পারে না। তবে আমাদের এটা করা উচিত না। তার কারণ আমাদের প্রত্যেকেরই একদিন মৃত্যুবরণ করতে হবে তাই দুনিয়াতে আর কত দিনে বাঁচতে পারব। সেজন্য প্রত্যেকের সাথে আমাদের ভালো আচরণ করা উচিত। একটা মানুষের যতই চাকরি থাক বা যাই থাক না কেন দিনশেষে সে যদি খারাপ মনের মানুষ হয় তাকে কিন্তু কেউ পছন্দ করেনা। তাই আমাদের উচিত আগে একজন ভালো মনের মানুষ হওয়া। একজন ভালো মনের মানুষ যেমন এলাকার পাড়া-প্রতিবেশীর গর্ব ঠিক তেমনি করে একজন ভালো মানুষ দেশের গর্ব। তাই আমাদের চেষ্টা করতে হবে একজন ভালো মনের মানুষ হওয়া।
বর্তমানে এমন একটা সময় হয়ে এসেছে যেখানে কোন একটা কাজ করতে চাইলে গোপন রাখাটাই শ্রেষ্ঠ। তার কারণ কোন একটা কাজ করতে চাইলে যদি পাঁচ কান করা যায় তাহলে অনেক মানুষ হিংসা করবে। তাই আমাদের যে কোন কিছু করতে চাইলে গোপন রাখাই শ্রেষ্ঠ বলে আমি মনে করি। তার কারণ হচ্ছে বর্তমান সময়ে একজন ভালো মনের বন্ধু তাও কিন্তু বেশ কঠিন। তার মনেও যে খারাপ কিছু মন্তব্য নাই এটা কিন্তু আমরা কেউ বুঝতে পারি না। কিন্তু অনেক সময় এমন একটা সময় চলে আসে তখন গিয়ে মনে হয় যে সেও হয়তো করো না কোন ভুল করে বসেছে। তবে ভুল করলে কাউকে ক্ষমা করে দেওয়া যায় কিন্তু কেউ যদি খারাপ মনের মানুষ হয় বা আপনার ভালো না চাই তার সাথে কখনোই সম্পর্ক রাখা যায় না। তাই আমাদের বন্ধু নির্বাচন করতে গেল অনেক ভেবেচিন্তে নির্বাচন করা উচিত। কারণ জীবনে চলার পথেও মানুষের দরকার আছে। ঠিক তেমনি ভাবে একজন ভালো মনের মানুষেরও দরকার আছে। তাই বর্তমান সময়ে এমন হয়ে গেছে একজন যে একটা ভালো মনের মানুষ পাওয়া বেশ কঠিন।
| বিষয় | জেনারেল রাইটিং |
| ফটোগ্রাফি ডিভাইস | realme note50 |
| লোকেশন | ঢাকা সাভার |
| ব্লগার | @sumiya23 |
| দেশ | বাংলাদেশ |
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

| পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। |

Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/ShimuShimu15963/status/199840334666883105?t=qu0SpagosSnplCkwVCBXsQ&s=19