সুকুনার ড্রয়িং
আমার বড়দের সকলকে প্রণাম জানাই ।আজকে আমি আঁকতে চলেছি আরেকটি এনিমে drawing.এটির নাম হল সুকুনা। যেটি একটি ডেমন ক্যারেক্টার। তারমানে রাক্ষস character। যেটির মধ্যে একটি খারাপ আত্মা ঢুকে আছে। মানে একদিক নরমাল ,আবার অন্য দিক রাক্ষস। দুটি রূপ। একটি হলো যেই আগের ড্রয়িং এঁকেছিলাম, অর্থাৎ গোজো সেটির বন্ধু অর্থাৎ গোজোর বন্ধু শুকুনা ।আর আমার সব থেকে ভালো লাগে গোজোকে এবং পরবর্তীকালে আমি এর ড্রইং বানাবো ।আর আমার সব স্টিমিট পোস্টগুলোর মধ্যে কোন প্যাস্টেল কালার ড্রইং করিনি। তাই সেটা করব।
যাইহোক তোমরা তো জানোই যে আমার বাইক এর মধ্যে z900 খুব ভালো লাগে। তাই আমি আমার সাইকেলে ওর লোগো এবং কাওয়াসাকির লোগো এঁকেছি ।আর আমি একটি বোতল লাগিয়েছিলাম সাইকেলে। যাতে আওয়াজ হয়। তারপর আমার বাবা ওই বোতলটাকে খুলে দেয়।
যাইহোক সেই বোতলটা লাগানোর পর ভালোই মোটরসাইকেলের মতন আওয়াজ হচ্ছিল। ঠিক আমার পছন্দের বাইকটির মতন। তাই আমার ওটি খুলতে ইচ্ছে করছিল না ।কারণ মজা লাগছিল। আর পাড়ায় বেরোলেই সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। আর বাকি আমার বন্ধুরা বলছিল ঠিক KTM এর মতন আওয়াজ হচ্ছে। কিন্তু আমার KTM বাইকগুলি ভাল্লাগেনা ।কারণ এই বাইকগুলো যারা চালায় তাদের চুলগুলো রং করা ঠিক বাবুই পাখির বাসার মতন দেখতে এবং মুরগির মাথায় সেই লাল রঙের অংশটির মতন দেখতে। আর হিরোর মতন সাজতে গিয়ে জিরোর মতন সেজে ওঠে ।
লিংক
প্রত্যেকদিনের মত আজকেও আমি আমার ছবি আঁকার ভিডিও আমার চ্যানেল থেকে পোস্ট করেছি। এবার ধাপে ধাপে আমি পুরো আঁকাটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে উপরের লিংকে গিয়ে ভিডিওটি দেখতে পারেন।
প্রথম ধাপ
প্রথমে আমি সুকুনার মুখটা এঁকে নিচ্ছি। হালকা হালকা করে মুখের জায়গাটা করে নিয়ে চোখের অংশটা করছি।
দ্বিতীয় ধাপ
এখানে সুকুনার মুখ পুরোপুরি রেডি করে নিয়েছি। সাথে ওর চুলগুলো আঁকা শুরু করেছি।
তৃতীয় ধাপ
তারপর ওর গলার দিকটা এবং বাকি ওর মুখের ডিজাইনগুলো করে নিচ্ছি।
চতুর্থ ধাপ
কালো কালি দিয়ে সুকুনার আউটলাইন করে নিলাম। তারপর রবার দিয়ে পেন্সিলের দাগগুলো মুছে দিলাম।
পঞ্চম ধাপ
এবার স্কিন কালার করছি আর ব্ল্যাক কালারের মার্কার ব্যবহার করছি।।
ষষ্ঠ ধাপ
এবার আমি পিংক কালার ব্যবহার করে চুলের রং করলাম।।
ফাইনাল
এভাবেই আমার আরও একটা পছন্দের ক্যারেক্টারে ছবি আমি একে নিলাম। আসলে আমার সামনে পরীক্ষা। তাহলে সাতদিন বাকি আছে মোটামুটি। তাই আমি পোস্ট করতে পারছি না সেরকম ভাবে। এ কারণে গত দুইদিনও পোস্ট করতে পারিনি।
আজকে মনে হচ্ছে একটা অন্যরকম ছবি তুমি একেছ। প্রত্যেক দিনের মতো আজকে ছবি আঁকাটা ও সুন্দর হয়েছে। এভাবেই একের পর এক ছবি আঁকতে থাকো।
খুব সুন্দর আরো একটি আর্ট আমরা দেখতে পেলাম ইতিমধ্যে আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে সেগুলো সাজিয়ে লিখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে মনে হচ্ছে যে আমিও আঁকতে পারবো তবে আমার মনে হয় আট করা অতটাও সহজ নয়।