RE: Incredible India monthly contest March #02 | My unforgettable incident of 2022
আপনার সাথে ঘটে যাওয়া 2022 সালের এই দুর্ঘটনাটি শুনে আমি সত্যিই শোকাহত। বন্ধুদের সাথে কতই না সুন্দর সময় কাটাতেন আপনারা! অথচ এক নিমিষে অসাবধানতার কারণে, কঠিন একটা দুর্ঘটনার সম্মুখীন হতে হলো। আসলে আমার জীবনে যতটা এক্সিডেন্ট দেখেছি সবচেয়ে বেশি এক্সিডেন্ট হলো এই বাইক এক্সিডেন্ট মারাত্মক। আপনি না হয় একটু কম আঘাত পেয়েছেন, কিন্তু আপনার বন্ধু তো গুরুতরার আঘাত পেয়েছে। বিষয়টি জানতে পেরে খুবই শোকাহত হলাম আমি।
আসলে জীবন মৃত্যু সবকিছু আল্লাহর হাতে,কোন উসিলায় আমাদেরকে মৃত্যু দিবেন, কোন উছিলায় আমাদেরকে আহত করবেন, আবার কোন উসিলায় আমাদের সুস্থতা দান করবেন। সবকিছুই আমাদের সৃষ্টিকর্তার লীলা খেলা। তবে সাবধানতা অবলম্বন করা আমাদের প্রতিটা মানুষেরই কর্তব্য। আমাদের জান প্রাণ বাঁচানো কর্তব্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে ২০২২ সালের অবিস্মরণীয় দিন সম্পর্কে আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
Thank you so much sir 😊