আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭০

jokes Cover-1.png

আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।

আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।

আজকের বিষয়ঃ

শীতের গোসল নিয়ে মজার কোন জোকস বা অনুগল্প।

বিষয় নির্বাচনকারীঃ

@rex-sumon

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
  • কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
  • এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 23 days ago 

অনুগল্প:

শীতের সময় কার না আলসেমি কাজ করে স্নান করতে বলুন!তেমনি আমিও খুবই আলসেমি করতাম শীতের সময় স্নান করতে, তাই মাঝে মাঝেই সকালে উঠেই পুকুর থেকে এক বালতি জল ভরে উঠানে যেখানে রোদ বেশি সেখানে বসিয়ে রাখতাম ছোটবেলায়।তারপর স্থান পরিবর্তন করে মাঝে মাঝেই পরীক্ষা করতাম আঙ্গুল ডুবিয়ে জল কতটা গরম হয়েছে।এরপর কাঁপতে কাঁপতে স্নান করতে যেতাম, কখনো আবার মা উনানে জল গরম করে দিতো।তবে বেশি মজা হতো মামাবাড়ি শীতের সময় গেলে কারন সব মানুষ ওই সময় বাড়ির সামনে নদীতে ঘাট তৈরি করতো।আর ঘাট থেকে নদীতে স্নান করলে বেশি শীত লাগতো না অনেক মজা হতো।

 24 days ago 

সাজুঃ কীরে বন্ধু তুই এই শীতে ঘরের এক কোনায় বসে কাঁপতেছিস কেন?

সুজনঃ আর বলিস না বন্ধু মা গোসলের জন্য ডাকতাছে?তাই লুকিয়ে আছি।

সাজুঃ তাই বলে ঘরের কোণে লুকিয়ে আছোস কেন?

সুজনঃ আরেহ বন্ধু , কোণের মান ৯০ ডিগ্রি, তাতেই ঘরের কোণে এতো শীত।আর ঘরের মাঝখানে গেলে তো ১০ ডিগ্রি হবে আর গোসল খানাই গেলে তো ৫ ডিগ্রিতে মারাই যাব,,,,,

please visit my profile and like me

 22 days ago 

ভাই দারুন একটা গল্প শেয়ার করেছেন পড়ে অনেক মজা পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 22 days ago 

আপনাকে অনেক ধন্যবাদ

 24 days ago 

একবার এক বন্ধু শীতে গোসল করতে গিয়েছিল। সে পানি দেখেই ভেবেছিল, "এটা তো আমার শরীরের জন্য বিষ!"

তখন তার বন্ধু বলল, "কী করছ? ঠাণ্ডা পানি দিয়ে গোসল কর!"

সে বলল, "না, আমি তো বরফে ঢালতে যাচ্ছি।"

বন্ধু হেসে বলল, "তাহলে তো তুমি গোসল করছো না, বরং পেঙ্গুইনের মতো সাঁতার কাটছো!"

দুর্ঘটনাক্রমে সে সত্যিই পড়ে গেল এবং বলল, "এবার তো ঠাণ্ডা পানি কিন্তু গরম হয়ে গেল!"

এরপর তার বন্ধু বলল, "মনে রেখো, শীতে গোসল করার প্রথম আইন হলো—নিরাপদে সাঁতার কাটতে হবে!"

please visit my profile and like me

 24 days ago 

অনুগল্প:- শীতের শৈত্য প্রবাহ চলতেছে। সূর্যের আলো না পড়ার কারণে পুকুরের পানি অধিক ঠান্ডা। তাই কয়েকদিন যাবত দুজন বন্ধু, গোসল করতেছে না। এই দিকে তাদের বউ বেশ চিল্লাচিল্লি বকাবকি করতেছে গোসল করার জন্য কিন্তু তাদের গরম পানি করতে দিচ্ছে না। এই কারণে তাদের দুজনের বাসায় প্রায় সময় ঝামেলা হয়। দুজন বন্ধু সাবান আর গামছা নিয়ে আসছে গোসল করার জন্য। কিন্তু তারা ঠান্ডার কারণে পানিতে নামে না। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেলো কি করা যায় ভাবছে? বিকাল হতে হতে আবহাওয়ার তাপমাত্রা আরো কমতে লাগলো। দুজনে অনেক চিন্তা ভাবনা করতে করতে একটা বুদ্ধি বের করলো।

এক বন্ধু বললো আমাদের গ্রামের পাশে একটা লোহা তৈরি বা, উৎপাদন কারখানা আছে। যেখানে লোহা গলানো হয় সেখানে শুনেছি অনেক গরম থাকে। আমরা গিয়ে একেবারে যেখানে লোহা গলানো হয় ঐ জায়গায় দাঁড়াবো। যখন আমাদের শরীর থেকে ঘাম বের হবে তখন আমরা সাবান লাগিয়ে নিবো। তারপর গামছা দিয়ে সারা শরীর মুছে ফেলবো। আবার আমরা লোহা গলানো পাশে দাঁড়াবো যখন গাম বের হবে তখন আবার গামছা দিয়ে গাম মুছে ফেলবো। এইতো আমাদের গোসল হয়ে গেলো। তার কথা শুনে অন্য বন্ধু বললো, বেশ ভালো তো যাক ঠান্ডা থেকে বাঁচা যাবে।

please visit my profile and like me

 24 days ago 

স্যার - এই আজকে কারা গোসল করে আসিস নি ক্লাসে?

উত্তরে ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ৯৯ জন বলল গোসল করিনি স্যার।
এই অবস্থা দেখে স্যার আবার প্রশ্ন করলো গতকাল কারা গোসল করিস নি?
এইবার উত্তরেও শিক্ষার্থীরা ৯৮ জন বলল তারা গোসল করেনি।

এবার আবারও স্যার প্রশ্ন করলেন গত তিনদিন কারা গোসল করিস নি ?

এবার উত্তরে ৯৬ জন শিক্ষার্থী দাঁড়িয়ে পড়ল।

স্যার এবার শেষ প্রশ্ন করলেন গত সাতদিন কারা গোসল করিস নি?

এবার উত্তরে ৯০ জন শিক্ষার্থী দাঁড়িয়ে পড়লো।

ক্লাসের এই অবস্থা দেখে স্যার ওয়ার্নিং দিল আগামীকাল ক্লাসে যারা গোসল করে আসবেনা তাদের ক্লাস করতে দেওয়া হবেনা।

বিঃদ্রঃ এটা সত্যি ঘটনা আমাদের নবম শ্রেনীর সময়টার,সবাই লয়াল তো তাই মিথ্যা কথা বলিনি আমরা কেউ।😁😁🤪

please visit my profile and like me

 24 days ago 

এক্কা আর নেক্কা জমজ দুই ভাই বসে আছে। এক্কা হেসেই যাচ্ছে অন্যদিকে নেক্কা কেঁদেই যাচ্ছে।

বাবা: কীরে এক্কা তোরা একজন হাসছিস অন্যজন কাঁদছিস কেন?

এক্কা: বাবা আম্মু এই কনকনে শীতে আমি মনে করে, নেক্কাকেই দুইবার গোসল করিয়ে দিয়েছে,হা হা হা।😂🤣

 22 days ago 

হাহাহা গল্পটা পড়ে বেশ মজা পেলাম ভাই। জমজ দুই ভাই হলে এরকমটা হওয়া স্বাভাবিক ব্যাপার। এক্কা তো বসে বসে সেই মজা নিচ্ছে 😎

 24 days ago 

একবার এক লোক শীতে গোসল করতে গেল। পানির ঠাণ্ডা দেখে সে চিৎকার করে বলল, "আরে, এই পানি তো মরার জন্য যথেষ্ট ঠাণ্ডা!"

বন্ধু বলল, "বলো কি? এত ঠাণ্ডা! তাহলে তো তাড়াতাড়ি বেরিয়ে আসো!"

লোকটা বলল, "না, না! বেরিয়ে আসলে আবার ঠাণ্ডা লাগবে। তাই, আমি এখানেই থাকবো। গোসলের চেয়ে ঠাণ্ডা জলেই ভাল।"

বন্ধু হেসে বলল, "তো তুমি গোসল করবে না? তাহলে তো তোমার গন্ধ শীতের মতোই থাকবে!"

লোকটা বলল, "শীতের গন্ধ মানে তো বিশেষ কিছু না, এটা তো আমার নিজস্ব ব্র্যান্ড!"

 24 days ago 

রানা: বলো তো পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণি কোনটি?

রাণী : পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণি হচ্ছে গরু।

রানা: গরু কীভাবে সবচেয়ে চালাক প্রাণি হয়? ব্যাখ্যা করো

রাণী : ব্যাখ্যা তো আরো সহজ! বাংলা দ্বিতীয় পত্রে প্রবাদ আছে- অতি চালাকের গলায় দড়ি। বেশির ভাগ গরুর গলায় দড়ি থাকে। সুতরাং গরুই সবচেয়ে চালাক প্রাণি।

please visit my profile and like me

 24 days ago 

শীতের গোসল করার বিষয় টা অন্যের কাছে মজার বিষয় হতে পারে, কিন্তু যিনি কনকনে শীতে গরম পানির ব্যবস্থা ছাড়া গোসল করেন, তার জন্য কিন্তু বেশ কঠিন একটা বিষয়!

দেখা যাক কারো কি মজার অভিজ্ঞতা আছে।

please visit my profile and like me

 22 days ago 

আসলেই ভাই শীতে গোসল করার বিষয়টা অনেক কঠিন।

please visit my profile and like me