RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭০
অনুগল্প:- শীতের শৈত্য প্রবাহ চলতেছে। সূর্যের আলো না পড়ার কারণে পুকুরের পানি অধিক ঠান্ডা। তাই কয়েকদিন যাবত দুজন বন্ধু, গোসল করতেছে না। এই দিকে তাদের বউ বেশ চিল্লাচিল্লি বকাবকি করতেছে গোসল করার জন্য কিন্তু তাদের গরম পানি করতে দিচ্ছে না। এই কারণে তাদের দুজনের বাসায় প্রায় সময় ঝামেলা হয়। দুজন বন্ধু সাবান আর গামছা নিয়ে আসছে গোসল করার জন্য। কিন্তু তারা ঠান্ডার কারণে পানিতে নামে না। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেলো কি করা যায় ভাবছে? বিকাল হতে হতে আবহাওয়ার তাপমাত্রা আরো কমতে লাগলো। দুজনে অনেক চিন্তা ভাবনা করতে করতে একটা বুদ্ধি বের করলো।
এক বন্ধু বললো আমাদের গ্রামের পাশে একটা লোহা তৈরি বা, উৎপাদন কারখানা আছে। যেখানে লোহা গলানো হয় সেখানে শুনেছি অনেক গরম থাকে। আমরা গিয়ে একেবারে যেখানে লোহা গলানো হয় ঐ জায়গায় দাঁড়াবো। যখন আমাদের শরীর থেকে ঘাম বের হবে তখন আমরা সাবান লাগিয়ে নিবো। তারপর গামছা দিয়ে সারা শরীর মুছে ফেলবো। আবার আমরা লোহা গলানো পাশে দাঁড়াবো যখন গাম বের হবে তখন আবার গামছা দিয়ে গাম মুছে ফেলবো। এইতো আমাদের গোসল হয়ে গেলো। তার কথা শুনে অন্য বন্ধু বললো, বেশ ভালো তো যাক ঠান্ডা থেকে বাঁচা যাবে।
please visit my profile and like me