DIY (এসো নিজে করি) খবরের কাগজের উপর দুইজন নৃত্য শিল্পীর পেন্টিং🎨 ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সাথে নিয়ে আসলাম আমার একটা সুন্দর হাতের দৃশ্য। এই রকম ছোট ছোট দৃশ্যগুলো আঁকতে আমার খুব ভালো লাগে। সেই দৃশ্যগুলো আপনাদের সাথে ভাগ করে নিতেও খুব ভালো লাগে। এভাবে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আঁকার চেষ্টা করি আমি। আশা করি আরো অনেক সুন্দর সুন্দর হাতের কাজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারবো।

1635358284377.jpg

আঁকার উপকরণ :

• আঁকার বই
• পোস্টার রং
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পেন্সিল
• রাবার

IMG_20211025_142920.jpg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি একটা আকার বই নিয়ে নি। সেই বইটা উপরে কিছু লেখা ছিল। তারপর সেই লেখা গুলোর উপরে পেন্সিল দিয়ে সুন্দরভাবে দুটো মানুষ এঁকে নেই। তখন মানুষ গুলোকে দেখতে অন্যরকম মনে হয়।

IMG_20211025_142947.jpg

IMG_20211025_143003.jpg

IMG_20211025_143027.jpg

ধাপ ২ :

তারপর এক পাশ থেকে সুন্দরভাবে লাল রং করে নি। অন্য পাশ থেকে কমলা কালার রং করে নেই। তখন দুটো কালার সুন্দরভাবে মিলিয়ে নি।

IMG_20211025_143205.jpg

IMG_20211025_143224.jpg

ধাপ ৩ :

তারপর সেই মানুষগুলোকে কালো রং দিয়ে সুন্দরভাবে আঁকতে থাকি। এইভাবে পাহাত সুন্দরভাবে রং করে নি। তখন মানুষ গুলোকে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211025_143242.jpg

IMG_20211025_143310.jpg

IMG_20211025_143347.jpg

IMG_20211025_143420.jpg

ধাপ ৪ :

তারপর মানুষটার মাথার উপরে সুন্দর ভাবে ঝাঁকি রং করে নি। তারপর হাতের একটা ঝুড়ি ও সুন্দরভাবে রং করে নি। তারপর মানুষ গুলোর একটা পোশাক সাদা রং করে নিই।

IMG_20211025_143450.jpg

IMG_20211025_143517.jpg

ধাপ ৫ :

তারপর জামার সাদা রং করার পরে কালো রং দিয়ে সুন্দর কিছু ফুল রং নেই। তারপর মাথার উপরে ঝুড়ি গুলো সুন্দর ভাবে রং করে নি। তারপর মানুষগুলোর চারপাশে কিছু ফুল রং করে নি। তখন মানুষ গুলোকে আরো সুন্দর লাগে।

IMG_20211025_143542.jpg

IMG_20211025_143613.jpg

IMG_20211025_143653.jpg

ধাপ ৬ :

এভাবেই অনেক সুন্দর একটা ছবি এঁকে নেই। এই মানুষগুলো আর্ট তা দেখতে অনেক সুন্দর লাগে। এই ছবিটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আশা করব আপনাদের খুব ভাল লাগবে এই ছবিটা।

IMG_20211025_143805.jpg

IMG_20211025_143930.jpg

1635358284377.jpg

1635358273444.jpg

1635358257644.jpg

খবরের কাগজে করা পেন্টিং সহ আমার একটি সেলফি

1635358241085.jpg

ধন্যবাদ সবাইকে

Sort:  

আপু অনবদ্য এসো নিজে করি পোস্ট তৈরী করেছেন। যা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। কাগজের ওপর যেভাবে দুজন নিত্য শিল্পী তৈরি করেছেন মাথা খারাপ হওয়ার মতো। আপনার প্রশংসা করতেই হয়। শুভেচ্ছা ও অভিনন্দন অবিরাম।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

বাহ অসাধারণ। অসাধারণ প্রতিভা আপনার বলা চলে। খবরের কাগজের উপরে এতো সুন্দর করে দুইটি নৃত‍্যরত মেয়ের চিএ একেছেন কী বলব। খুবই সুন্দর হয়েছে।

 2 years ago 

বাহ কি দারুন ভাবে আর্টটি করেছেন আপনি অসম্ভব সুন্দর হয়েছে খবরের কাগজ দিয়ে আপনি এত সুন্দর আর্ট করতে পারেন দেখে আমি সত্যিই অবাক। প্রতিটা ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

খবরের কাগজ এর উপর আপনি অনেক দারুন একটি পেন্টিং করেছেন আমার খুবই ভালো লেগেছে।খুব নিখুত ভাবে শেষ করেছেন এবং ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ওয়াও আপু আপনার আর্টটি একেবারে অন্যরকম হয়েছে। খুবই সুন্দর করে আর্ট করেছেন। খবরের কাগজের উপর যে এত সুন্দর আর্ট করা যায় তা আপনার এই ছবিটি না দেখলে জানতে পারতাম না। আপনার জন্য শুভকামনা।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

সত্যি আপু মুগ্ধ হয়ে গেলাম। খবরের কাগজের ওপর দুইজন নিত্যশিল্পীর চিত্র অঙ্কন করেছেন। এত দক্ষতা নিয়ে প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দেখার মত ছিল। আপনার জন্য শুভকামনা রইল আপু। অনেক ভাল ছিল

অসাধারণ হয়েছে আপু আপনার পেইন্টিং টি।নৃত্য শিল্পীদের আর্ট গুলোতে 3D ভাব ফুটে উঠেছে।আমি প্রথমে মনে করেছিলাম এটি কোন বইয়ের কভার পেজ।একদম ইউনিক হয়েছে আপনার পোস্টটি।আর্ট এর স্টাইলটাও দারুণ ছিল।শুভকামনা রইলো আপু আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

আপনার পেন্টিং আমার কাছে খুবই ভালো লেগেছে৷ এককথা অসাধারণ হয়েছে৷

আপনার পেন্টিং ফটোগুলোও ভালো হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপু আপনি অনেক দক্ষতার সাথে এই খবরের কাগজের উপরে পেন্টিং অঙ্কন করেছেন। এটি আমার কাছে একদম নতুন মনে হয়েছে এবং খুবই সুন্দর হয়েছে। আপনার দক্ষতার অনেক প্রশংসা করতে হবে। আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা দেখে আমরা সহজে এটা বুঝতে পেরেছি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.033
BTC 63994.25
ETH 3062.19
USDT 1.00
SBD 3.94