🥦শীতের ফুল কপি দিয়ে শুটকি মাছের সবজি রেসিপি🥦 //১০-নাম্বারপ্রতিযোগিতা //১০% shy-fox লাজুক খ্যাকের জন্য
হ্যালো, বন্ধুরা
আসসালামু আলাইকুম☀️
আমি @𝕓𝕚𝕡𝕝𝕠𝕓25 বাংলাদেশ থেকে🇧🇩
নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন। আমি ও অনেক ভালো আছি।আজকে আমার বাংলার সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট টি আমি শুরু করতে যাচ্ছি। আজকে আমি ফুলকপি ও শুটকি মাছ এর সবজি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করবো।
☀️ তা হলে বন্ধুরা চলুন শুরুকরা যাক। ☀️
🥦🥬ধাপ:-১ 🥦🥬
এখানে আমি প্রথমে ফুলকপি কে ভালোভাবে কেটে নিয়েছি।
🥦🥬ধাপ:-২ 🥦🥬
আলু কে ভালোভাবে কেটে নিলাম তারপরে।
🥦🥬ধাপ:-৩ 🥦🥬
এবার সুন্দরভাবে টমেটোকে কেটে নিয়েছি।
🥦🥬ধাপ:৪🥦🥬
গাজর গুলোকে বেশ ভালোভাবে কেটে নিলাম।
🥦🥬ধাপ:-৫ 🥦🥬
এবার আমি শসা কেও কেটে নিয়েছি।
🥦🥬ধাপ:-৬ 🥦🥬
তারপরে আমি ধনেপাতা কে কুচি কুচি করে কেটে নিয়েছি।
🥦🥬ধাপ:-৭ 🥦🥬
তারপরে বেগুন ও আমি কেটে নিলাম।
🥦🥬ধাপ:-৮🥦🥬
এবারে আমি কিছুটা শুটকি নিয়েছি কিন্তু আপনারা এখানে চাইলে অন্য শুটকি নিতে পারেন।
🥦🥬ধাপ:-৯ 🥦🥬
এবারে কাঁচামরিচ পেঁয়াজ রসুন ও কিছু পরিমাণে আদা নিয়েছি।
🥦🥬ধাপ:-১০ 🥦🥬
এখানে মরিচ বেটে নিয়েছি।
🥦🥬ধাপ:-১১ 🥦🥬
এবার একটি পাতিলে করে ফুলকপি শসা আলু গাজর চুলায় বসিয়ে দিলাম।
🥦🥬ধাপ:-১২🥦🥬
এবার সকল মসলা দিয়ে দিলাম।
🥦🥬ধাপ:-১৩ 🥦🥬
এবার সোয়াবিন তেল দিলাম।
🥦🥬ধাপ:-১৪ 🥦🥬
অল্প কিছুক্ষণ পর এবার বেগুন টমেটো শুটকি ও ধনেপাতা দিয়ে দিলাম।
🥦🥬ধাপ:-১৫ 🥦🥬
কিছুক্ষণ পর এরকম হয়েছে।
🥦🥬ধাপ:-১৬ 🥦🥬
সবশেষে আমার এই শীতকালীন ফুলকপি ও শুটকি মাছের সবজি রেসিপি তৈরি হয়ে গেল।
🥦🐟ফুলকপি ওশুটকি মাছ সবজির উপকরণ 🥦🐟
উপাদান | পরিমাণ |
---|---|
ফুলকপি | ১-টি |
তেল | ১৫০ মিলি |
পেঁয়াজ | ১২৫ গ্রাম |
রসুন | ১ টা |
মরিচ | নিজেদের স্বাদমতো |
লবন | তিন চামচ |
হলুদ | দুই চামচ |
টমেটো | ৩ টি |
গাজর | দুই ২টি |
শসা | ৩টি |
তো আমার বাংলা ব্লগের বন্ধুরা এই ছিল আজকে ফুলকপি ও শুটকি মাছের সবজি তৈরি তারপর এখানেই শেষ করছি।
আপনারাও চাইলে এরকম রেসিপি তৈরি করে দেখতে পারেন। আর আমার এই রেসিপিটি আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন
💐আশা করি সবার ভালো লাগবে।ভালো থাকবেন সুস্থ্যথাকবেন।💐
শুভেচ্ছান্তে,
@biplob25
শীতের ফুলকপি দিয়ে শুটকি মাছের সবজি রেসিপি আপনি দারুন ভাবে রান্না করেছেন ভাইয়া। প্রয়োজনীয় উপকরণগুলো সঠিক ভাবে দিয়েছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনারা রান্নার ধরন খুবই ভালো। আপনার জন্য শুভকামনা রইল
ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
ফুলকপি হলো শীতকালীন সবজি গুলোর মধ্যে অন্যতম একটি সবজি। প্রতিযোগিতার অংশবিশেষ হিসেবে আপনি ফুলকপি বেছে নিয়েছেন এটি সত্যি অনেক চমৎকার।
ফুলকপি এবং শুটকি মাছের কম্বিনেশনে তৈরি করেছেন অসাধারণ প্রতিযোগিতার রেসিপি। সাথে অসাধারণ রাইটিং এবং অসাধারণ ফটোগ্রাফি সংযোজন।
প্রতিযোগিতায় সর্বোচ্চ স্থান অধিকার করূন সেই কামনা করি
আমার রেসিপিটি আপনি সময় দিয়ে দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
জি ভাই পুরো ব্লগ টি ঘুরে দেখার চেষ্টা করেছি। খুবই চমৎকার ছিল। তাই সুন্দর মন্তব্য না করে থাকতে পারলাম না।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
আলহামদুলিল্লাহ আপনি নিয়ম টা ফলো করেই কন্টেস্টে পার্টিসিপ্যান্ট করেছেন
|
খুব খারাপ লাগছে যে আমি ব্যাক্তি গত কাজের জন্য অংশগ্রহণ করতে পারি নাই
|আপনি খুব সুন্দর ভাবে আপনার শীতের রেসিপিটা শেয়ার করেছেন। অনেকেই আছে শুটকি টা খায় না। আবার অনেকের খুব পছন্দ। যাদের শুটকি পছন্দ তাদের জন্য এই রেসিপিটা খুব উপকারি হবে
আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট টি দেখার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আর আপনি আপনার ব্যক্তিগত কাজের জন্য পোস্ট করতে পারেননি এটি স্বাভাবিক পরবর্তী প্রতিযোগিতায় অবশ্যই যেন আপনি পার্টিসিপেট করতে পারেন এই কামনাই করি ধন্যবাদ আপনাকে।
শীতে ফুলকপি দিয়ে খুব সুন্দর একটি সবজি রেসিপি করেছেন তবে আমি জানতাম না সত্যি দিয়ে ফুলকপি খাওয়া যায়। আপনি অনেক সুন্দর করে তাতে তাতে আপনার প্রতি তৈরীর উপকরণ গুলো দিয়েছে। এবং আমাদের সাথে শেয়ার করেছেন। যাই হোক আমাদের সাথে এত সুন্দর একটা রেসিপি ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম মন্তব্য করার জন্য।
ফুলকপি দিয়ে শুটকি মাছের রেসিপি খুবই সুন্দর হয়েছে। দেখে খুব খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করলেন। আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
ফুলকপি দিয়ে সবজি রেসিপি খেতে খুবই মজা। আপনি খুবই সুন্দরভাবে রেসিপি তৈরি করেছেন এই রেসিপিটা দেখে আমার খুব খেতে ইচ্ছা করছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি দারুন একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। শুটকি মাছ আমার খুবই প্রিয়। তবে ফুলকপি দিয়ে শুটকি মাছ আমি কখনো খাইনি। নতুন একটি রেসিপি শিখলাম আজকে। মনে হচ্ছে খেতে ভালো হয়েছে। আমি অবশ্যই এই রেসিপিটি তৈরি করব একদিন। ধন্যবাদ আপনাকে দারুন রেসিপি শেয়ার করার জন্য।
ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনার পোষ্টের উপস্থাপনাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর একটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে আপনি আপনার রেসিপি।কে গার্নিশ করেছেন আমাদের কমিউনিটিতে অনেকেই রেসিপি পোস্ট করে খুব সাধারণভাবে। কিন্তু আপনি আপনার রেসিপিটা সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছেন। যেটা আমার কাছে ভালো লেগেছে। আপনি যে মাছটি ব্যবহার করেছেন রান্নায় সেই মাছের নাম কি? একটি বানান ভুল হয়েছে আপনার "সোয়াবিন" সঠিক বানান হবে সয়াবিন। ধন্যবাদ আপনাকে।
ভুলটি ভালো ভাবে ধরিয়ে দেওয়ায় দাদা আপনাকেও অনেক ধন্যবাদ।