বকুল আর্টে একদিন।।
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (১২/ ১১/২০২৪) রোজ: মঙ্গলবার ।
💞শুভ রাত্রি💞
আজকে সকাল থেকে খুবই ব্যস্ত সময় পার করছি।। আসলে এত ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করেছি তা বলে বোঝাতে পারবো না। এই ব্যস্ততার মধ্য দিয়ে কিছুটা সময় বের করে পোস্ট লেখতে বসলাম।
আমি আজ আপনাদের মাঝে কি বিষয়ে পোস্ট শেয়ার করতে যাচ্ছি তাই ইতিমধ্যে আপনার আমার টাইটেল দেখে বুঝতে পেরেছেন। আসলেই আমি আজকে একটি আর্টের কৌশল নিয়ে আপনাদের মাঝে পোস্টটি শেয়ার করছি। এই তো কিছুদিন আগেই আমার এক ভাইয়া সে হচ্ছে ব্যাটালিয়নের চাকরি করে। কিছুদিনের জন্য বাসায় ছুটিতে এসেছিলেন। এসে আমাকে বলল সে একটা বাক্স নিয়ে যাবে সেটা রং করতে হবে এবং আর্ট করতে হবে। তাই আমি ভাবলাম বকুল আর্ট এটি নিয়ে যাওয়া যাক। আসলে এখানে এত সুন্দর করে আর্ট করা হয় তা সত্যিই অকল্পনীয়। তাছাড়া এটি আমি একটি নিজ চোখে না দেখলে বুঝতে পারতাম না। তো বাসা থেকে আমার মোটরসাইকেলে বের হলাম। প্রায় 15 মিনিটের মাথায় আমরা সেখানে পৌঁছে গেলাম। গিয়ে দেখি দোকান খোলা আছে তারপরে আমরা দুই তালায় চলে গেলাম। তারপর সেখানে গিয়ে উপরের ছবিটি আমি আমার ফোনে ধারণ করি। শুধু তাই নয় আমি সেখানে গিয়ে দেখলাম সেখানে খুব সুন্দর করে আর্ট করা হয়। তার উপরের ছবিটিতে ধারণ করলাম।
আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন আমাদের কাছে থেকে বাক্সটা রেখে দিয়ে বলল আমাদের পরের দিন যেতে। এরপরে পরের দিন ঠিক সকালে আমি আর আমার ভাইয়া যায়। তারপর গিয়ে দেখি আমাদের বাক্সটা রং করা শেষ হয়েছে। এখন শুধু আর্ট করা বাকি রয়েছে। আসলে আমার ভাইয়া হচ্ছে ব্যাটালিয়ান আনসার কর্মরত আছে। তাই বাক্সটা তার খুবই প্রয়োজন কারণ এ বাক্সতে করে সেখানে নিজের প্রয়োজনে জিনিসপত্রগুলো রাখা যায়। তো আমরা যা মাত্রই ঐখানে যে মামা ছিল তিনি বাক্সটা নিয়ে আসলো। এরপরে একদম আমাদের চোখের সামনে তিনি আর্ট করলেন। ঠিক ওই মুহূর্তে আমি উপরে ছবিটি আমি আমার ফোনে ধারণ করি। এরপরে আমরা দুই ভাই খুব মনোযোগ সহকারে দেখলাম। আসলে আমি একদম অবাক হয়েছিলাম যে হাতে করে এত সুন্দর ভাবে কিভাবে লেখা সম্ভব। তাছাড়া এটি যদি আমি নিজ চোখে না দেখতাম তাহলে হয়তো আমি কখনোই বিশ্বাস করতাম না। আসলে বিশ্বাস করতাম না এ কথাটা বললে ভুল হবে কেননা বিশ্বাস না করার কিছুই নেই। আসলে ওই মামার নাম হচ্ছে বকুল এরপরে মামার কাছ থেকে অনেক তথ্য জিজ্ঞেস করলাম। এরপরে মামা আমাকে বললো সে নাকি অনেক ছোটবেলা থেকেই এভাবে আর্ট করে থাকে। আসলে তাহলেই বুঝতে পারছেন এই বিষয়ে তার দক্ষতা কতটুকু। একদম সম্পূর্ণ যখন লেখা শেষ হলো তখন উপরে ছবিটি আমি আমার ফোনে ধারণ করলাম। আসলে দেখেই বুঝতে পারছেন লেখাটা কতটা সুন্দর হয়েছে। এর মানে বোঝা যায় কোন কাজ খুব মনোযোগ সহকারে করলে সেই কাজে একসময় সফলতা আসে এবং সৌন্দর্যতা বৃদ্ধি পায়।
আজ এখানেই শেষ করলাম পরবর্তীতে আরো নতুন কোনো পোস্ট শেয়ার করবো ইনশাআল্লাহ।
টেবিল ০১ | টেবিল ০২ |
---|---|
ডিভাইস | OPPO A15 |
পোস্ট তৈরি | @biplob89 |
Upvoted! Thank you for supporting witness @jswit.