টান টান উত্তেজনার নির্বাচন। || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ16 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ২২শে কার্তিক | ১৪৩১ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | হেমন্ত-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000096953.png

Canva দিয়ে তৈরি



পোস্টের ক্যাপশন দেখে হয়তো অনেকেই আন্দাজ করতে পেরেছেন আসলে কোন নির্বাচন নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি মূলত মোড়লদের নির্বাচন নিয়ে কথা বলতে চাচ্ছি এখানে মোড়ল বলতে যুক্তরাষ্ট্রকে বুঝিয়েছি। তবে যেহেতু কমিউনিটিতে নির্বাচন নিয়ে কোন কিছু শেয়ার করার বিষয়ে কিছু নিয়ম কানুন আছে সেহেতু আমি সরাসরি নির্বাচন নিয়ে কিছু বলছি না তবে যুক্তরাষ্ট্রের নির্বাচন যেহেতু সারা পৃথিবীর উপরে কিছুটা প্রভাব পড়ে বা যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কে হবে আর কোন দেশগুলোর সুবিধা হবে সে বিষয়গুলো নিয়ে কিছু কথা বলাই যায়। সারা বিশ্ব যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে চেয়ে থাকে কারণ যুক্তরাষ্ট্র বর্তমানে পৃথিবীর মোড়লদের মধ্যে অন্যতম। বিশ্বের ক্ষমতাশালী দেশগুলোদের মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম তাছাড়া বিশ্বের যে কোন সিদ্ধান্তের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে মতবিনিময় করতে হয় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে মোড়ল বলা যায়।

গতকালকে যুক্তরাষ্ট্রের ৪৭ তম নির্বাচন শেষ হয়েছে তবে নির্বাচনের আনুষ্ঠানিকতা এখনো শেষ হয়নি মূলত রাষ্ট্রীয়ভাবে কে প্রধানমন্ত্রী হয়েছে সেটা এখনো প্রকাশ করা হয়নি তবে ভোট এবং ইলেক্ট্ররালের এদিক থেকে ডোনাল্ড ট্রাম্প অনেক এগিয়ে সেহেতু সে প্রধানমন্ত্রী হবে এটা অসম্ভবের কিছুই নয়। আমার জানামতে সর্বশেষ তথ্য অনুযায়ী কমলা হ্যারিস এ পর্যন্ত ২২৬ টি ইলেক্টোরাল এবং ডোনাল্ড ট্রাম্প ২৯৫ ইলেক্টোরাল ভোট পেয়েছে। আমি মূলত রাজনৈতিক বিষয়গুলো নিয়ে খুব একটা মাথা ঘামায় না অর্থাৎ রাজনীতিতে কোন দল কি করলো সে বিষয়টি কখনোই দেখার চেষ্টা করি না তবে হঠাৎ এই বছর যুক্তরাষ্ট্রের নির্বাচনের আপডেট বারবার গ্রহণ করেছিলাম। আমি কোন দলের সাপোর্ট করেছিলাম সেটা মুখ্য বিষয় নয় মূলত যে দল জিতলে পৃথিবী এবং অন্যান্য দেশের মানুষ স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে এমন একটা দল জেতার আশা করেছিলাম।



যখন দুজন প্রার্থী নির্বাচনের জন্য ভোট গ্রহণের পূর্ব মুহূর্তে ভোটারদের দ্বারপ্রান্তে যায় তখন ভোটাররা এমন একজনকে সিলেক্ট করে যে ক্ষমতায় আসলে সাধারণ মানুষ সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে। তেমনি যুক্তরাষ্ট্রের নির্বাচন আসলে যুক্তরাষ্ট্রের মানুষও এমনটাই শান্তি চায় তবে যেহেতু যুক্তরাষ্ট্রের নির্বাচন পুরো বিশ্বের উপরে কিছুটা প্রভাব ফেলে তাই এই নির্বাচনে ভিন্ন মোড় নেয়। একশ্রেণীর মানুষ আছে যারা চায় পৃথিবীতে কোন যুদ্ধ থাকবে না কোন শত্রুতা থাকবে না যার যার কাজের মাধ্যমে শান্তিপূর্ণভাবে প্রতিটা মানুষ নিজের জীবন যাপন করবে। আবার একশ্রেণীর মানুষ আছে যারা চায় দুটি দেশের মধ্যে সংঘাত বেঁধে যাক আর সেই সংঘাত বেধে যাওয়ার কারণে তারা যেন নিজেদের স্বার্থ হাসিল করতে পারে। এক কথায় স্বার্থবাদী মন মানসিকতা। নির্বাচনের কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি যদি ক্ষমতায় আসেন সে ক্ষেত্রে মধ্যপ্রাচীরের যুদ্ধ এবং রাশিয়ায় ইউক্রেন যুদ্ধের বিষয়টা নিয়ে দেখবেন অর্থাৎ যুদ্ধে বন্ধের চেষ্টা করবেন সে ক্ষেত্রে সব দেশের মানুষই কমবেশি ডোনাল্ড ট্রাম্প কে সাপোর্ট করেছে।



যুক্তরাষ্ট্র এমন একটা দেশ যে দেশে পৃথিবীর প্রতিটা অঞ্চলের লোক বাস করে বাংলাদেশ বলেন ভারত বলেন বা পাকিস্তান বলেন সব দেশের নাগরিক যুক্তরাষ্ট্রে আছে। সেক্ষেত্রে তাদের ভোটগুলো সব সময় এমন একজনকে দেওয়ার চেষ্টা করবে যাকে ভোট দেওয়ার পরবর্তী সময়ে পৃথিবীর মধ্যে লেগে থাকা সব ধরনের যুদ্ধ বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে আমার খুব বেশি জ্ঞান নেই তবে সামান্য এই জ্ঞান থেকে যতটুকু মনে হয় হয়তো ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতের ঘোষণা দিয়েছিলেন যার কারণে যুক্তরাষ্ট্রের মানুষ তাকে একটু বাড়তি সাপোর্ট দিয়েছে। কারণ প্রতিটা দেশের স্বাভাবিক মানুষ চায় শান্তি ফিরে আসুক। আর যুদ্ধ কখনই কোন দেশের জন্য শান্তি বয়ে আনতে পারে না।



যাই হোক আমার নিজের জ্ঞানে যতটুকু মনে হয়েছে সেই আঙ্গিকে কিছু কথা উল্লেখ করেছি হয়তো অনেকের কাছে ভালো লাগবে আবার অনেকের কাছে কথাগুলো একটু খারাপ লাগতে পারে। সবার সাথেই মতামতের মিল ঘটবে এমনটা নয় কারো কারো সাথে মতামতের দ্বিমত ঘটতে পারে। তবে এর আগে ইউটিউবে একটি ভিডিও থেকে দেখেছিলাম যদি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয় সেক্ষেত্রে ক্রিপ্টোমার্কেটে ব্যাপক পরিবর্তন আসবে। ভোটের দিন যখন ডোনাল্ড ট্রাম্প এগিয়েছিল তখন থেকেই ক্রিপ্টো মার্কেটে কিছুটা সবুজ সংকেত দিয়েছিল। এই ধরুন বিটকয়েন এখন বেশ ভালো অবস্থানে আছে। ধীরে ধীরে প্রতিটা কয়েনের যদি দাম বাড়ে সেক্ষেত্রে স্টিমের দাম বাড়লে আমরা কিছুটা হলেও সুবিধা ভোগ করতে পারব। যাইহোক সবশেষে একটি কথাই বলতে চাই সামান্য জ্ঞান থেকে কয়েকটি কথা লিখেছি ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।



🔚সমাপ্তি🔚


এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


20231121_224724-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 14 days ago 

ঐটা রাষ্ট্রপতি হবে ভাই। বুধবার সকাল থেকেই আমি গুগলে ফলাফল দেখছিলাম। আমি নিজেও খুব করে চাইছিলাম ট্রাম্প যেন জিতে যায়। তাহলে ক্রিপ্টোতে ভালো কিছু দেখতে পারব। তবে কমলা হ‍্যারিস ভালো লড়াই করেছে বলতে হয়।

 11 days ago 

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সারাবিশ্বের মধ্যে ব্যাপক উত্তেজনা ছিলো। আগেই ভেবেছিলাম এবার ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচিত হবে এবং শেষ পর্যন্ত সেটাই হলো। তবে কমলা হ্যারিস নিঃসন্দেহে দারুণ ফাইট করেছে।