You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৭১
অযত্নে অবহেলায় যদি তোমার,
ইচ্ছা গুলো যাই যদি মরে,
তবুও এগিয়ে যাও,
তুমি কঠোর পরিশ্রমের সাথে।
স্বপ্নগুলো ভেঙ্গে যায়,
অবহেলার কারণে।
এই অবহেলা কে দূর করো,
পরিশ্রমের মাধ্যমে।
স্বপ্নগুলো ভেঙ্গে যায় অযত্নের কারণে,
তাইতো এগিয়ে যাতে হবে শ্রমের মাধ্যমে।
পরিশ্রম করে যখনই তুমি হবে সফলতা,
সকলেই তখন সম্মান করবে এটাই যেন বাস্তবতা।
দারুণ লিখেছেন ভাই