প্রিয় খেলা ব্যাডমিন্টনের ব্যাট কিনলাম।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

গত কালকের ঘটনা । দুপুরে গোসল করে বিছানার উপর এসে বসলাম ।দুপুরের খাওয়া-দাওয়া তখনও করিনি । "আমার বাংলা ব্লগ" কমিউনিটির পোস্ট গুলো দেখছিলাম। হঠাৎ চোখে পড়ল @steem-for-future ভাইয়ের একটি পোস্ট। উনি পোস্ট করেছিলেন খাওয়া-দাওয়ার ব্যাপারে । হোটেলে বন্ধুদের সাথে গ্রিল খাচ্ছেন । সেটা দেখে আমার প্রচন্ড লোভ লাগছিল । যদিও আমি অনেকটা কন্ট্রোল করি খাবার-দাবারের ব্যাপারটা ,তারপরও চিন্তা হলো দুপুরে তো খাই নাই। বাইরে যেয়ে কিছু একটা খেয়ে আসা যায়। যেমন চিন্তা অমনি কাজ। ছোট ভাইদের কে ফোন দিলাম ওরা কিছু সময়ের মধ্যে বাইক নিয়ে চলে আসলো।

এরপর আমরা চিন্তা করলাম ,আমাদের বাড়ি থেকে দক্ষিণ দিকে একটা ভালো মার্কেট আছে । সেটা আমাদের বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে । বাইক নিয়ে যেতে বেশি সময় লাগবে না । এরপর আমরা রওনা দিলাম। রওনা দেয়ার পর আমার মাথায় একটা চিন্তা আসলো । কিছুদিন পর থেকে তো আমরা ব্যাডমিন্টন খেলা শুরু করব । যেহেতু আজকে মার্কেটের দিকে যাচ্ছি একটা ব্যাট কিনে নিয়ে আসতে হবে । আমার পরিচিত একটা মামার কাছে ফোন দিলাম। যার বাড়ি বাজারের পাশেই। সে আমাকে বলল তাদের দোকানে ভালো ভালো ব্যাট আনা হয়েছে কিছুদিন পূর্বে । আমি সেখান থেকে ইচ্ছা করলে নিতে পারি । তো আমাদের পরিকল্পনা অনুযায়ী গেলাম সেখানে। আমাদের যেতে বেশি একটা সময় লাগল না । সেখানে যেয়ে খেলাঘড়ের দোকানে প্রবেশ করলাম। দোকানে প্রবেশ করার পর আমার ওই মামা টা বলল তাদের দোকানে ৬ পিস খুবই ভালো মানের ব্যাট আনা হয়েছে । তো সেগুলো আমাকে দেখালো ।

1635242838457-01.jpeg

1635242801364-01.jpeg

1635242825978-01.jpeg

1635242862998-01.jpeg

আমি টিয়া কালারের ব্যাট টি পছন্দ করলাম। শুধু আমি না সবাই আমাকে টিয়া কালারের ব্যাট টি পছন্দ করে দিলো । এটা খুব সুন্দর দেখাচ্ছিল। এগুলোর অনলাইন মার্কেট প্রাইস দেখলাম ৩৬০০ টাকা । ৩ হাজার টাকা পর্যন্ত তারা বিক্রি করে । কিন্তু আমার নিজের কাছের লোক হওয়ায় ,তাদের ক্রয় করা দামে আর্থাৎ ২২০০ টাকায় দিয়ে দিল। আমার বেশ খুশি লাগছিল। প্রায় এক হাজার টাকা কমে ব্যাট টা পেয়ে গেলাম। ওই দোকান থেকে আমি আরো এক জোড়া স্পোর্টস টাইপের জুতা নিয়েছিলাম। জুতা জোড়ার কোয়ালিটিও অসাধারণ ছিল।

এরপর দোকানের সব পেমেন্ট ক্লিয়ার করে দিয়ে আমরা বেরিয়ে আসলাম । আমরা কিন্তু এখন পর্যন্ত দুপুরের খাবার খাইনি। এজন্য একটা রেস্টুরেন্টের দিকে গেলাম। চিন্তা করেছিলাম গ্রিল খাব । কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই বাজারে গ্রিল পাওয়া যায় না । এজন্য আমরা একটা বিরিয়ানির দোকানে গিয়ে তিনজন এর জন্য ৩ প্লেট বিরিয়ানি অর্ডার দিলাম। ওরা দুজন নিল খাসির মাংসের বিরিয়ানি । আর আমি নিলাম মুরগির মাংসের । মুরগির মাংসের বিরানি আমার কাছে বেশি ভালো লাগে। তো তিনজন ৩ প্লেট বিরিয়ানি খাওয়ার পর আমরা পাশেই একটা নদীর ধারে গিয়ে বসলাম । অনেকেই জানেন আমাদের বাড়ির পাশে পদ্মা নদী । কিন্তু আমরা যেই নদীর কাছে এখন গিয়েছিলাম , ওটা হল গড়াই নদী। এ নদীতে প্রায় সবসময়ই স্রোত থাকে । আমরা নদীর পাশেই একটা জায়গায় গিয়ে বসলাম আর একটা ছোট্ট স্প্রাইট কিনে নিলাম।

1635242879481-01.jpeg

1635242904472-01.jpeg

1635242918311-01.jpeg

ওখানে বসে নিশ্চিন্তে বিশ্রাম নিয়ে নিলাম। আর ওই পানি খেলাম । এরপর আমাদের চলে আসার পালা। তো আসার সময় আমরা চিন্তা করলাম অচেনা রাস্তা দিয়ে আজকে যাবো । এরপর বাইক স্টার্ট করে আমরা অচেনা একটা রাস্তা ধরে এগোতে থাকলাম । অনেক দূর আসার পর চিন্তা করলাম গুগল ম্যাপ দেখতে হবে । কিন্তু পরে আর গুগল ম্যাপ দেখলাম না। ম্যাপ দেখলে তো আর অচেনা রাস্তায় আসার মজাটা পেলাম না। অনেকক্ষণ ঘুরাঘুরির পর একটা পরিচিত রাস্তায় এসে উঠলাম। পরিচিত রাস্তা দেখে ভাল লাগল। তারপর সোজা বাড়ীর দিকে। যদিও অনেক ঘুরাঘুরি করতে হয়েছে , কিন্তু সময় টা ভালো ছিল।

1635242957140-01.jpeg

1635242977566-01.jpeg

বাড়িতে এসে ব্যাট আর জুতা বাড়িতে রেখে বাজারে চলে গেলাম । বাজারে গিয়ে দেখলাম বাজারে বসে সবাই আড্ডা দিচ্ছে। ওখানে অনেক সময় পর্যন্ত সবার সাথে সময় কাটালাম ।প্রায় দুই ঘণ্টা বাজারে ছিলাম। বাজারে গেলে মন মানসিকতা ভালো হয়ে যায় । সবাই পরিচিত। পরিচিতদের সাথে দেখা হয় ,কথা হয় । এরপর রাত যখন প্রায় আটটা বেজে গেল ওই সময় একটা দোকানে গিয়ে তিন প্যাকেট বিস্কুট কিনে বাড়ির দিকে চলে আসলাম। এরপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে প্রতিদিনের মতো আমার কাজে বসে গেলাম । এটাই ছিল আমার গত কালকের সুন্দর সময়ের গল্প।


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

শীতকাল তো চলে আসলো ভাইয়া।আমিও কিনবো ব্যাডমিন্টন। আমার খুব প্রিয় খেলা এটি।শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

শীতকাল তো এসেই পড়েছে ভাই। আপনার ব্যাডমিন্টন টা অনেক সুন্দর হয়েছে। তবে কালো কালারেরটা আমার কাছে ভালো লেগেছিল। টিয়া কালারটাও ভালো ছিল। ১০০০ টাকা কমে পেয়েছিলেন অবশ্য। শেষে গড়াই নদীর পাশে ছবিগুলো অসাধারণ হয়েছিল ভাই। তবে আপনার জন্য খারাপও লাগছে মুরগীর গ্রীল খাওয়া হলোনা 😐

 2 years ago 

আমারও সবসময় কালো কালারের যে কোন জিনিস পছন্দ হয়। কিন্তু এই কালারটা ইউনিট লাগছিল আর রাতে কালো কালার থেকে এই কালারটা বেশি ফুটে উঠবে এই জন্য নিয়ে নিলাম।।

 2 years ago 

যাক ভাই সুন্দর হয়ছে ওইটাও।

 2 years ago 

আমরা মাত্র মাঠ ঠিক করেছি সবাই ব্যাট কেনার অপেক্ষায়। আপনার ব্যাট কেনা দেখে খুবই ভালো লাগলে সাথে সুন্দর একটি মুহুর্ত কাটিয়েছেন।

ব্যাডমিন্টন আমার অনেক পছন্দের একটি খেলা😍😍😍

 2 years ago 

আমারও ব্যাডমিন্টন সবচেয়ে ফেভারিট খেলা।

 2 years ago 

বাহ ভাইয়া শীতকাল যে এসেই গেছে, তাই বলে সবার আগেই কিনে নিলেন। দেখে লোভ লেগে গেল। যদিও আমার কাছে ব্যাডমিন্টনের ব্যাট আছে, খালি ফ্লাওয়ারটা কিনতে হবে।
তাহলে আমি ও আর দেরি করবো না, প্রতিবারই বাসার ছাদের উপর বাসার সবাই মিলে খেলা হয়।
এই সময়টা খুবি আনন্দের আমাদের জন্য।
নদীর পাড়ের ছবি গুলো অসাধারণ। পড়ন্ত বিকেল, নদী মাত্রিক দেশের সৌন্দর্য ফুটে উঠেছে।। অনেক ধন্যবাদ ভাইয়া,,, এত সুন্দরভাবে পোষ্ট টি আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

গত তিন বছর আমি ব্যাডমিন্টন খেলতে পারি নাই। আমি যেখানে থাকতাম তার আশেপাশে তেমন কোনো ব্যাডমিন্টন এর মাঠ ছিল না। তাছাড়া খেলার তেমন একটা সুযোগ ছিল না। এজনে এবার আমি খুব এক্সাইটেড।

 2 years ago 

শীত চলে আসছে ব্যাডমিন্টন খেলার প্রস্তুতি নিচ্ছে ভাইয়া। বিরিয়ানি আমারো ভালো লাগে কিন্তু অতো বাহিরে যেতে পারি, ঘুরতে পারিনা। কত সুন্দর ঘোড়েন আপনি। নদীর নির্মল বাতাস গায়ে মাখতে নিশ্চয় ভালো লাগছিল। যাইহোক ফটোগ্রাফি অনেক সুন্দন হয়েছে।

 2 years ago 

আমি ঘুরতে ভালোবাসি।

 2 years ago 

ভাইয়া গড়াই নদীর পাড়ের জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। বিকেলের দিকে ওইখানে বসে যদি একটু আড্ডা দেওয়া যেতো তাহলে ব্যাপারটা একদম জমে যেতো।
আপনি যে কোনদিন এমন করতে করতে হারাই যান!😉

 2 years ago 

হাহাহা।। হারিয়ে গেলে তো ভালই হয়। নতুন একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে।

 2 years ago 

এমন করতে করতে কোনদিন যে লোকালয় হারিয়ে ফেলেন আল্লাহ জানে।

 2 years ago 

ব্যাডমিন্টন আমারও পছন্দের একটি খেলা। শীতের আগমন ঘটছে আর ব্যাডমিন্টন খেলার প্রতি সবারই আগ্রহ বাড়ছে। সাধারণত আমাদের দেশে ব্যাডমিন্টন শীতের দিনে খেলা হয়। আপনার কাটানো সুন্দর সময় গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনি শীত আগমনের শুরুতেই ব্যাডমিন্টন খেলার প্রস্তুতি নিয়ে নিয়েছেন। খুবই ভালো লেগেছে আপনার ব্যাডমিন্টন খেলার র‍্যাকেট কিনার গল্প। অনেক সুস্বাদুর বিরিয়ানিও খেয়েছেন সবমিলিয়ে সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। এতো সুন্দর মুহুর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার গতকালকের সুন্দর গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম খুবই ভালো লাগলো ধন্যবাদ জানাচ্ছি স্টিম ফিউচার ভাইকে।কারণ তার পেস্ট দেখে বাইরে খাওয়ার ইচ্ছে হচ্ছিল। এবং ছোট ভাইদের ফোন দিয়ে ঢেকে বাইকে পরিচিত দোকানে ব্যাডমিন্টনের ব্যাট কিনা এবং পরবর্তীতে মুরগি ও খাসির বিরানি খেয়ে নদীর তীরে আড্ডা দিয়ে অচেনা পথে বাড়িতে রওনা দেওয়া। এবং বাজারে আড্ডা দেয়া। আসলেই স গল্প টি অসাধারণ হয়েছে। খুব সুন্দর লাগল।♥♥

 2 years ago 

আরে বাহ্। রাতের বেলা ব্যাডমিন্টন বাবা খেলে মাঝে মাঝে শীত কালে। আগে বাবার সাথে দেখতে যেতাম। ভালো লাগলো আপনার সুন্দর ব্যাট টা দেখে। আর বোনকে এদিকে রেখে ভরপেট বিরিয়ানি খাওয়া হচ্ছে ! 🤔 আমার খুব পছন্দ চিকেন বিরিয়ানি।

 2 years ago 

গত তিন বছর আমি ব্যাডমিন্টন খেলতে পারি নাই। এজন্য এবার আমি খুব এক্সাইটেড।

Coin Marketplace

STEEM 0.36
TRX 0.12
JST 0.040
BTC 70846.59
ETH 3567.69
USDT 1.00
SBD 4.79