নিজের হাতে মেহেন্দি ডিজাইন।।//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে নিজের হাতে মেহেন্দি ডিজাইন করে ভাগ করে নিলাম।



দেশের সবথেকে বড়ো উৎসব গুলির মধ্যে দূর্গাপূজা বা দুর্গোৎসব হলো একটি অন্যতম উৎসব। এই উৎসবটির উৎসাহ এবং উন্মাদনা বাঙালি হিন্দুদের মধ্যে একটু বেশিই থাকে। প্রতি বছরই দূর্গা মায়ের মর্ত্যধামে ফেরার অনন্দে সেজে ওঠে বাংলার প্রতিটি বাড়ি। বাংলার অনেক জায়গাতেই দূর্গা পূজার সেলিব্রেশন মহালয়ের পর থেকে শুরু হয়ে গেলেও এই পূজার আসল সেলিব্রেশন শুরু হয় মহা ষষ্ঠীর দিন থেকে।সকলকেই প্রথমে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানাই ।আজ মহাষষ্ঠী। আমার মনে হয় মেহেন্দি পড়তে অনেকেরই খুব ভালো লাগে। আর আমি প্রত্যেক বছরই পূজো উপলক্ষে মেহেন্দি পড়ি। এই বছর পুজাতেও এর ব্যতিক্রম হয়নি। আর আমি মেহেন্দি পড়তে খুব ভালোবাসি আর সেটা নিজের হাতে নিজে পড়তেই খুব ভালো লাগে ।তাই জন্য আজকে আমি পুজো উপলক্ষ্যে সেই মেহেন্দি ডিজাইন আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি ।আশা করি সকলের ভালো লাগবে।


WhatsApp Image 2022-10-01 at 11.56.48 PM (1).jpeg


উপকরণ



• একটি মেহেন্দি
•তুলো
• মেহেন্দি তেল

প্রথম ধাপ


• প্রথমে একটি কাবেরী মেহেন্দি নিয়ে নিয়েছি ।

WhatsApp Image 2022-10-02 at 12.01.41 AM.jpeg


দ্বিতীয় ধাপ


• যেহেতু আমি হাতের অনেকটা জায়গা জুড়ে মেহেন্দি করবো তাই হাতের নিচ থেকে গোল এঁকে নিলাম।

WhatsApp Image 2022-10-01 at 4.17.13 PM.jpeg


তৃতীয় ধাপ


• এরপর নিজের মতো করে ডিজাইন করলাম।

WhatsApp Image 2022-10-01 at 4.17.14 PM.jpeg


চতুর্থ ধাপ


• এরপর হাতের তালুতে ফুল এঁকে নিলাম।

WhatsApp Image 2022-10-01 at 4.17.14 PM (1).jpeg


পঞ্চম ধাপ


WhatsApp Image 2022-10-01 at 4.17.14 PM (2).jpeg


ষষ্ঠ ধাপ


• তারপর হাতের মাঝখানের অংশতে ছক কেটে নিলাম।

WhatsApp Image 2022-10-01 at 4.17.15 PM.jpeg


সপ্তম ধাপ


• যে জায়গাটা বক্স বক্স করেছি সেখানে ছোট ছোট ফুল করে দিলাম।

WhatsApp Image 2022-10-01 at 4.17.15 PM (1).jpeg


অষ্টম ধাপ


• হাতের আঙুলগুলোতে নিজের মতন করে ডিজাইন দিলাম।

WhatsApp Image 2022-10-01 at 4.17.15 PM (2).jpeg


নবম ধাপ


WhatsApp Image 2022-10-01 at 4.17.16 PM (1).jpeg


দশম ধাপ



• এইভাবে পাঁচটা আঙ্গুল কমপ্লিট করে নিলাম।
WhatsApp Image 2022-10-01 at 4.17.17 PM (1).jpeg


একাদশ ধাপ


• এরপর দু'ঘণ্টা মেহেন্দিটা শুকিয়ে নিয়েছিলাম।তারপর সরষের তেল দিয়ে উঠিয়ে দিয়েছিলাম।

WhatsApp Image 2022-10-01 at 11.56.48 PM (1).jpeg

WhatsApp Image 2022-10-01 at 11.56.47 PM.jpeg

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

যে কোনো উৎসবে মেহেদি না পড়লে কেনো যেনো একটা খামতি থেকে যায়। মনে হয় কি যেন বাকি আছে কি যেন বাকি আছে। মেহেদী দিলে তার ষোল কলা পূর্ণ হয়। দিদি আপনার হাতের মেহেদি ডিজাইন টি অনেক ইউনিক হয়েছে। সেইসাথে মেহেদির কালার টি আপনার হাতে খুব সুন্দর ফুটে উঠেছে। বেশি গারো কালার হলে ভালো লাগেনা আপনার মেহেন্দি ডিজাইনের কালার টি আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ দিদি এত সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে দুর্গাপূজা অনেক বড় একটি উৎসব আর আপনাকে ষষ্ঠীর শুভেচ্ছা জানাই।আপনি আজকে খুবই সুন্দরভাবে হাতের ডিজাইন করেছেন। এই মেহেদি ডিজাইন আমার অনেক বেশি ভালো লেগেছে। খুবই সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করলেন।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু এই দুর্গাপূজা বড় একটি ধর্মীয় উৎসব এ সময় মানুষের আনন্দের সীমা থাকে না ।আর যে কোন উৎসবের সময় হাতে মেহেদী পড়তে আসলেই অনেক ভালো লাগে। আমরাও ছোটবেলার অনেক মেহেদী পরেছি ইদানিং খুব একটা পরা হয়না ।আপনি নিজের হাতে খুব সুন্দর করে মেহেদি ডিজাইন করেছেন আপু আমার তো দেখেই হাতে পড়তে ইচ্ছা করছে। আপনি তো খুব সুন্দর করে ডিজাইন করতে পারেন ,আপনার মেহেদির ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। নিজের হাতে নিজে নিজেই পড়েছেন তবে অনেক নিখুঁত হয়েছে ডিজাইনটি। কালারটাও কিন্তু দারুণ এসেছে আপু।

 2 years ago 

উৎসব উপলক্ষে হাতে খুব সুন্দর মেহেদির ডিজাইনার করেছেন আপু। বাঙালিরা উৎসব উপলক্ষে এমন ডিজাইন করে থাকে। কিন্তু মেহেন্দির তেল দেখার খুব ইচ্ছে ছিল আমি কখনো দেখিনি। আপনার হাতে বক্স করে ফুল করার ডিজাইন টা একটু বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আপনাকেও মহা ষষ্ঠী এবং সপ্তমীর শুভেচ্ছা। যেকোন বড় অনুষ্ঠানে মেয়েরা হাতে মেহেন্দি পড়তে ভালবাসে। আপনারও ব্যাতিক্রম হয়নি। আপনি অনেক সুন্দর করে নিজের হাতে নিজেই মেহেন্দি ডিজাইন করেছেন। অনেক সুন্দর হয়েছে। আমি পেন্সিল দিয়ে মেহেন্দি ডিজাইন আকতে পারি কিন্তু হাতে দেয়া অনেক কঠিন। ব্যালেন্সের বেপার আছে। ধন্যবাদ দিদি এত সুন্দর একটি মেহেন্দি ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার নিজের হাতের মেহেদি ডিজাইন টি দেখে অনেক ভালো লাগলো আপু। আপনি নিজের হাতে মেহেদী ডিজাইনটি অনেক সুন্দর ভাবে দেওয়ার পাশাপাশি অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল আপু

 2 years ago 

আপু আপনাদের পুজো উপলক্ষে হাতে মেহেদী পরেছেন এত সুন্দর করে। দারুণ হয়েছে এক কথায়।আপু তো দেখছি মেহেদী ডিজাইনার।আমার ইচ্ছে করছে আপনার হাতে মেহেদী পরি।অসাধারণ কারুকাজ করেছেন আপু।

 2 years ago 

বিভিন্ন উৎসবে আমারও মেহেদী পড়তে ভালো লাগে।তাছাড়া বাঙালি মেয়ে মানেই বিভিন্ন উৎসবে বিভিন্ন রকম ভাবে মেহেদী দেওয়া। যাই হোক আপু আপনার মেহেদীর নকশাটা দারুণ হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

ইদ পূজা এই ধরনের অনুষ্ঠানগুলোর আগে সচারাচর মেহেদী লাগানোর ধুম পরেই।
যদিও তেমন পারিনা তবে ইদের আগে মাঝে মাঝে ছোট ভাই-বোনদের দিয়ে দেই।
খুব সুন্দর করে মেহেদী দিয়েছেন নিজ হাতে।আকর্ষণীয় ছিল।শুভ কামনা জানাই।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 63464.16
ETH 3111.33
USDT 1.00
SBD 3.98