আপনি একদম ঠিক বলেছেন আপু আমরা এমনিতে বসে বসে গরমের কারণে শুধু বৃষ্টির জন্য প্রার্থনা করি। কিন্তু কৃষকেরা এত কষ্ট করে ধান ফলায় সারাদিন পরিশ্রম করার পরেও তারা আবারও রোদ হওয়ার জন্য প্রার্থনা করে। কারণ বদ না হলে তাদের ধান শুকাতে অনেক বেশি সমস্যা হয় এমনকি অনেকের ধান অনেক নষ্ট হয়ে যায়। গ্রামের মানুষেরা তাদের ধানের আশায় বসে থাকে। আপনার কথাগুলো বেশ ভালো লাগলো আপু।
জ্বি আপু তাদের অনেক কষ্ট হয়।ধন্যবাদ।