||আপনার এলাকার যেকোনো একটি নদী অথবা বিল নিয়ে লিখুন||
আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির পক্ষ থেকে একটি সুন্দর ও চমৎকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করি সকলে অংশগ্রহণ করার চেষ্টা করবেন।
আমরা যারা এই কমিউনিটিতে কাজ করি সকলের বাড়ি বাংলাদেশে৷ বাংলাদেশ নদীমাতৃক দেশ। আমাদের দেশে ছোট-বড় নদী এবং বিল রয়েছে। বাংলাদেশের প্রায় জেলাতেই নদী এবং বিল রয়েছে। আপনার এলাকার যেকোনো নদী অথবা বিল সম্পর্কে এখানে লিখতে পারেন।আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে সেইসব নদী এবং বিল সম্পর্কে জানতে চাই। নদী এবং বিল নিয়ে আপনার জীবনে মজার কোন ঘটনা থাকলেও শেয়ার করতে পারবেন।
আপনার এলাকার যেকোনো একটি নদী অথবা বিল নিয়ে লিখুন।
কমপক্ষে ৩০০ শব্দের একটি পোস্ট তৈরি করতে হবে।
কোন প্রকার চুরি বা কপিরাইট ইমেজ ব্যবহার গ্রহণযোগ্য হবে না।
বাংলা ও ইংরেজি ভাষায় পোস্ট লিখতে পারবেন।
প্রতিযোগিতার পোস্টটিকে আপভোট করুন, মন্তব্য করুন এবং রিস্টিম করুন।
পোস্টে #steemexclusive, #sft-river ট্যাগ ব্যবহার করতে হবে।
পোস্ট অবশ্যই টুইটারে টুইট করতে হবে৷ ট্যাগ - $steem #steemit #steem #sft @steemit
3 জন ব্যক্তিকে মেনশন করতে হবে৷ অবশ্যই অন্য কমিউনিটির একটিভ মেম্বার হতে হবে।
মোট সংখ্যা | স্টীম পরিমান |
---|---|
১ম পুরষ্কার | ১২ স্টীম |
২য় পুরষ্কার | ৮ স্টীম |
৩য় পুরষ্কার | ৫ স্টীম |
৪র্থ পুরষ্কার | ৩ স্টীম |
৫ম পুরষ্কার | ২ স্টীম |
২৩-০৮-২০২৩ থেকে ৩০-০৮-২০২৩ তারিখ দুপুর ১২ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।
স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির এডমিন ও মডারেটর প্রতিযোগিদের সকল পোস্ট দেখবে এবং যারা প্রতিযোগিতার সকল নিয়ম-কানুন মেনে পোস্ট করবে তাদের বিজয়ী বলে ঘোষিত করবে।
- বিজয়ীদের পুরষ্কার ৩০ আগষ্ট রাত ৯ টার হ্যাংআউটে ঘোষণা দেওয়া হবে।
Support us by delegating STEEM POWER.
20 sp | 50 sp | 100 sp | 250 sp | 500 sp |
---|
আমার অংশগ্রহণের পোস্ট লিংক....
https://steemit.com/hive-131369/@rimon03/6qxzu5-or-or-or-or
দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার বিষয়টি সহজ হয়েছে। সবাই এ প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করতে পারবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিযোগিতাটি আয়োজন করার জন্য।
ধন্যবাদ আপু
সেলিম ভাই এইবার আরো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। আমি এখন থেকে ছবি সংগ্রহ করে রাখতেছি ইনশাআল্লাহ আমার এলাকার তিলাইনদী নিয়ে পোস্ট করব। এই নদীতে আমি কত বোয়াল মাছ ধরেছি সেইগুলো নিয়ে পোস্ট উপস্থাপন করব।
This contest has been included in the daily Active Contest List
Follow & Resteem for more updates.
#ContestAlerts #winwithsteem
বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই কমবেশি নদ-নদী দেখা যায়। আর এই নদ নদী গুলো কখনো ভারা থাকে আবার কখনো শুকনো।এই নদ নদী নিয়ে আমার জীবনের অনেক মজার ঘটনা রয়েছে যেগুলো আমি এই কনটেস্টে আপনাদের সামনে তুলে ধরব। সুন্দর একটি কনটেস্ট এর আয়োজন করেছেন অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করব ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ ভাই
প্রতিযোগিতার জন্য খুবই সুন্দর একটি বিষয়বস্তু নির্বাচন করেছেন। আশা করি সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাইয়া। কনটেস্টি খুবই সহজ তাই আমার বিশ্বাস এই কমিউনিটির সকল মেম্বার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আমি নিজেও আমার সর্বোচ্চ দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
ধন্যবাদ স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি কে এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আমি আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীটি নিয়ে অবশ্যই লিখব এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আশা করি সকল নিয়ম মেনেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারব। প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এমন সকলের জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে
আমার অংশগ্রহণ-
https://steemit.com/hive-131369/@rumana12/3jvdxe-or-or
আমার অংশ গ্রহন : https://steemit.com/hive-131369/@pea07/6bcqx3