THE DIARY GAME : August 5/ Wednesday/ 2020 ! steemCreated with Sketch.

in Steem Bangladesh4 years ago

শুরুতেই জানাচ্ছি সকল মুসলিম ভাইদের আসসালামুয়ালিকুম এবং অমুসলিম ভাইদের আদাব আশা করি সকলেই আল্লাহর রহমতে ভাল আছেন । তার ডাইরি গেম এ আজকে আমার চতুর্থ দিন। আজকের দিনের সকল কাজকর্মের সংক্ষিপ্ত বিবরণ আমি নিচে তুলে ধরছি আশা করি সাথেই থাকবেন। @Toufiq777 কে ধন্যবাদ আমাকে দ্য ডায়েরি গেম এ ইনভাইট করার জন্য।

PicsArt_080508.10.01.jpg

আজকে আমার দিন শুরু হয় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফজরের সালাত আদায় করার মাধ্যমে সালাত আদায়ের পর আমি আবার ঘুমিয়ে যাই কারন তখন আমার ঘুম সম্পূর্ণ হয়নি সময়মতো ঘুম থেকে উঠে আমি সকালের নাস্তা সম্পন্ন করি আজকে সকালের নাস্তায় ছিল পরোটা এবং ডিম সাথে ছিল ডাল আজকে নাস্তা টা বেশ ভালো হয়েছে এজন্য আলহামদুলিল্লাহ।

IMG_20200805_115103.jpg

সকালের নাস্তার পর আমি কিছুক্ষণ বিশ্রাম নেই এবং আমার ফোনে আমার প্রিয় একটি সিরিজ আর্তুগ্রুল দেখা শুরু করি সকালে কিছুক্ষণ পরে আমার ক্ষুধা লাগলে আম্মুকে বললে আম্মু আমাকে সেমাই ও রুটি দেয় আমিতো তৃপ্তিসহ খাই। তারপর আবার সিরিজটি দেখা শুরু করি।

IMG_20200805_160255.jpg

আজকে সকালে তেমন কোনো কাজ করা হয়নি তাই দুপুরে গোসলের পর সালাত আদায় করে দুপুরের খাবার খেয়ে আমি দোকানে চলে যাই। দোকানে গিয়ে বিকেল পর্যন্ত সেখানে সময় দিই এবং বিকেলে বাসায় ফিরি । বাসায় ফেরার সময় আবহাওয়া কিছুটা মেঘলা হাওয়ায় পরিবেশটা অনেক সুন্দর দেখাচ্ছিল তাই ফেরার পথে আমি প্রকৃতির একটি ছবি তুলে নি ছবিটি আমি নিচে দিয়ে দিলাম আশা করি সকলের পছন্দ হবে। প্রচন্ড গরমের কারণে চারিদিকে যেন আগুন পড়ছিল তাই এই মেঘলা ভাব সকলের মনে স্বস্তি দেয়।

IMG_20200805_163626.jpg

বাসায় ফিরে আসরের সালাত আদায় করি এরপর বিকেলের নাস্তার জন্য আমাকে বলে আম্মু আমাকে মিষ্টি দুধ ও মুড়ি বিকেলের নাস্তা হিসেবে দেয় এরপর আমি তা খেয়ে ফেলি। এটি অনেক সুস্বাদু খাবার ছিল । এরপর আমি আমার ফোনে আবার সিরিজটি দেখা শুরু করি কিছুক্ষণ পর আমার ঘুম চলে আসে তাই আমি ঘুমিয়ে পরি । ঘুম থেকে উঠে মাগরিবের সালাত আদায় করি এবং মাগরিবের পর কিছুক্ষণ ফেসবুকে সময় কাটাই। এরপর আমি এখন পোস্ট টি তৈরি করছি।

IMG_20200805_173336.jpg

এই ছিল আমার আজকের দিনের সকল কাজকর্মের সংক্ষিপ্ত বিবরণ। সকলে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি আপনাদের ভালো লেগেছে। এইখানে আমি আমার লেখা সম্পন্ন করছি আল্লাহ হাফেজ।

Asif Khan Nirob From #Bangladesh !
100% Powered Up!


© I took these pictures using my RN5 (Redmi note 5) pro Smartphone. All Of These Pictures Are Originally Taken By Myself.


Who Am I?


NAMEOCCUPATIONPLACELANGUAGE
DօռɢӄօռɢStudentBangladeshBangla

Hello everyone. I am Nirob. I live in Bangladesh. Currently I'm a student. With study I do blogging on hive. I also like to learn from peoples, So I am learning from everywhere where I can Gain knowledge. I always like to share many things on hive through writing articles here. I will be sharing more in future. To see my future blogs follow and stay tuned.

PicsArt_071807.36.480101.jpeg

TᕼᗩᑎK YOᑌ

@Dօռɢӄօռɢ

↖Get Me On Hive↗

Sort:  
 4 years ago (edited)

দুধ দিয়া মুড়ি খান আপনি৷ আজক বিকাল বেলা বাংলাদেশ এর সব এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন ছিলো৷ সুন্দর পোস্ট ভাই।

 4 years ago 

ভাই আপনার সকালের নাস্তা দেখে লোভ লেগে গেল।

You have been upvoted by @tarpan A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update on Steem Community and other writing challenges and contest such as The diary game

Also join LUCKY 10S