You should think twice before lending money.10 % payout for @beautycreativity

in Beauty of Creativity2 years ago

helping-1357922__480.webp

SRC

আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভাল আছি। সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগিং। আজকে আপনাদের সামনে মানুষকে উপকার করার বিষয় সম্পর্কে অবগত করতে চাই। আসলে আমরা অনেকেই আছে যাদের উপকারের হাত অনেক বড়। কেউ কোনো বিপদে পড়লে কিংবা কেউ কোন সমস্যায় পড়লে সবার আগে আপনি হয়তো সেই সমস্যার সমাধান করার জন্য সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েন। কিংবা কেউ যদি আর্থিক কোনো সমস্যায় পড়ে হয়তো আপনি সবার আগে গিয়ে তাকে অর্থ অথবা বুদ্ধি দিয়ে সহায়তা করে থাকেন। অর্থাৎ আপনি হতে পারেন একজন বড় মাপের মানুষকে সাহায্যকারী অথবা বড় মনের মানুষ। এটা খুবই একটা ভালো লক্ষণ বলে আমি মনে করি।

কিন্তু সমাজে কিছু কিছু মানুষ আছে যে সকল মানুষ গুলো আপনার এই সাহায্যের হাত কে যেন দুমড়ে-মুচড়ে দেয়। অর্থাৎ আপনি যে অন্তর দিয়ে তাদেরকে সাহায্য করার মানসিকতা তৈরি করেন কিছু কিছু মানুষ রয়েছে যে সকল মানুষ গুলো আপনার সেই মন মানসিকতা গুলোকে নষ্ট করে দেয় এবং কাউকে সাহায্য করার প্রতি আগ্রহ টুকু পর্যন্ত আর থাকেনা।

money-652560__480.webp
SRC

আমার বাস্তব জীবনে যদি একটি ঘটনা বলতে চাই তাহলে সত্যিই অনেক দুঃখ লাগে এবং মনটা অনেক খারাপ হয়ে যায়। দেশী সিদ পূরবী আমার গ্রামের বাড়ি থেকে স্বাগত ভাই বেড়াতে আসে । প্রকৃতপক্ষে সে আমার প্রতিবেশী দুলাভাই হিসেবে পরিচিত। আমি আমার পরিচিত সেই দুলাভাই এর সাথে অনেকক্ষণ সময় কাটাই এবং তাদের সব সময় পাশে থাকার চেষ্টা করি। যেকোনো প্রয়োজনে আমি তাদের সাথে সময় কাটাই এবং যথাসাধ্য চেষ্টা করি সব সময়ই তাদের মন জয় করে থাকার এবং তাদের বিপদে-আপদে পাশে থাকার।

realtor-3261160__480.webp

SRC

কিন্তু বেশ কিছুদিন পর তাদের বাসা পরিবর্তন করা নিয়ে বিশাল একটা সমস্যার সম্মুখীন হতে হয়। এবং এই সমস্যাকে অপেক্ষা করে সে আমার কাছে আসে এবং তার বাসা পরিবর্তন করার বিষয়টি আপনাকে অবগত করে এবং আমাদের মাঝে একটি টাকা বিনিময় এর ঘটনা ঘটে। অর্থাৎ তাদের ভাষা পরিবর্তন করার জন্য কিছু টাকা প্রয়োজন ছিল যেগুলো তাদের কাছে ছিলনা এবং সে আমাকে বিষয়টি সম্পর্কে অবগত করলে আমি তাদেরকে টাকা দিয়ে সাহায্য করার জন্য অবগত করেছিলাম। এবং এরই মধ্যে আমরা যাই হোক আমাদের সমস্যার সমাধান করেছিলাম এবং ঘটণাটি ছিল প্রায় ছয় মাস আগের।।

money-837375__480.jpg

SRC

কিন্তু বেশ কিছুদিন যাবত আমার পকেটের অবস্থা ভালো ছিল না। যাই হোক আমি আমার সংকট দূর এবং আমিও বাসা পরিবর্তন করে ফেলি। বাসা পরিবর্তন করার ফলে আমাদেরকে বাড়তি অর্থ গুনতে হয় এবং আমি কিছুটা সমস্যায় পড়ি অর্থের।

তবে বিষয়টি আমি আমার সেই পারা তো দুলাভাইকে যখন অবগত করলাম তখন সে আমার উপর রাগান্বিত হল এবং খুব দ্রুত সে আমার টাকা পরিশোধ করার চেষ্টা করছিল। আমার প্রতি তার কিসের এত অনুরাগ আমি বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক অবশেষে রাত বারোটার সময় আমাকে ফোন করে ডাকা হল এবং আমার সমস্ত টাকা পরিশোধ করে দেওয়া হল। তবে বিষয়টি এলোমেলোভাবে হয়েছিল। সে ক্ষেত্রে আমি কি করতে পারি কিছুই বুঝে উঠতে পারছিলাম না।

capital-3205562__480.webp

SRC

আসলে এখন আমার মনে হচ্ছে কাউকে টাকা ধার দেওয়া কিংবা মানুষের উপকার করা সত্যিই একটা বোকামি কাজ। কেননা আমি যেখানে তাকে টাকা দিয়ে উপকার করলাম এবং প্রায়ই যখন ছয় মাস পরে আমার ধার দেওয়া টাকাগুলো ফেরত পাইলাম তখন আমাদের মধ্যকার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। সে ক্ষেত্রে একটা বিষয় আমার ভালো হতো যদি আমি তাকে টাকা ধার না দিতাম তাহলে হয়ত এখনো আমাদের সেই সম্পর্কটা আগের মত টিকে থাকত। সুতরাং উপরোক্ত বিষয়টি আমার মনে কর ভাবে নারাজী সে এখন আমি খুবই খারাপ একটা সময় পার করছি। আসলে এখন আমার মনে হচ্ছে আমি কাউকে উপকার করি অনেক বড় একটা ভুল করেছি। আসলে কাউকে উপকার করা কিংবা কাউকে টাকা ধার দেওয়া অপরাধ কিছু নেই। আসলে আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে পারলে আমরা এ বিষয় থেকে বেরিয়ে আসতে পারি।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaGZGHykMb9Ly3tnz6Ry5CgD18hg21dpJk2CFBm5Z6kJyeuFD148wXcjBvqAGX...HugJ2J54AbfC7YuBe3dYpJ7DazhXozc73VuoifbNudfwtLhcLWtNfmzi3JdiHv17ptYnn6f8bgsNLoHkz24hf52SoJaWh7HaPPtjW5JJbQGifHZ8VdXxQ4SfkS.png

উপদেশ / advice

Before lending money to anyone, we must think carefully and lend money. Because they ruin the friendship. So first of all, if we can keep our relationship in order and move on in the society, then our success. So lending money to someone must be a little thought-provoking.One thing, to benefit someone but not to blame. Everything is our mentality

Sort:  
 2 years ago 

আপনার সঠিক বক্তব্য তুলে আনা সব সময় জীবনধর্মী এবং উপকারী কথাগুলো ,পোষ্টের মাধ্যমে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি।

 2 years ago 

আপনার উপদেশ এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পোস্টে টি অসম্ভব সুন্দর ছিলো। শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ব্লগ টি ভিজিট করার জন্য। আশা করছি সমস্ত বক্তব্যগুলো কিছুটা হলেও কাজে লাগতে পারে আপনাদের। অবিরাম শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.034
BTC 64060.81
ETH 3129.62
USDT 1.00
SBD 4.17