হোম ডেইস-পার্ট২(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)
আসসালামু আলাইকুম আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।
দ্বিতীয় দিনটা প্রথম দিনের তুলনায় একটু বেশি ব্যস্ততার ভেতর দিয়ে গেছে।ব্যস্ততা বললে আবার অবশ্য হয়তো এমন মনে হতে পারে যে,কতই না কাজ করেছি।আসলে,কাজ বললেও ভুল হবেনা।কিন্তু কাজের মতো কাজ না আরকি।
৯ টার ওদিক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে নিয়েছিলাম।তারপর কিছুক্ষন ফোন নিয়ে ঘাটাঘাটি করে চুল কাটানোর জন্য বেরিয়েছিলাম।রাস্তায় দুইটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল হঠাৎ করে।তো ওদের সাথে ১০/১৫ মিনিট আড্ডা দিয়ে সেলুনের দিকে গিয়েছিলাম।
চুল কাটিয়ে বাসার দিকেই যাচ্ছিলাম কিন্তু ওই দুই বন্ধু আবার ডেকেছিল।তো ওদের কাছে গিয়ে আরো কিছুক্ষন সময় কাটিয়েছিলাম।তারপর ওই ১ টার ওদিক বাসায় গিয়েছিলাম।গিয়ে গোসল করে বের হতেই আম্মু বললো ছোট ভাইয়ের জন্য একটা মিল্কশেক আনতে।তো সেজন্য আবার ক্যাফেতে গিয়েছিলাম।
মিল্কশেক নিয়ে বাসায় এসে আগে খাবার খেয়েছিলাম।তারপর ঘন্টা দুয়েক ঘুম দিয়েছিলাম।ঘুম থেলে উঠে গত দিনের মতো মাঠে গিয়ে ফুটবল খেলেছিলাম।সত্যি বলতে মনের বিরুদ্ধেই খেলতে গিয়েছিলাম।তার কারণ হলো,আগের দিন হঠাৎ করে খেলার জন্য পিঠ আর পা প্রচন্ড ব্যাথা করছিলো।সেজন্যই আবার খেলতে গিয়েছিলাম।
খেলা শেষে অবশ্য আড্ডা দিতে পারিনি।বাবা ফোন করে ডেকেছিল,তাই বাবার কাছে গিয়েছিলাম।পরে আবার এসেছিলাম ফ্রেন্ডদের কাছে।এসে সবাই মিলে ক্যাফের ভেতর বসেছিলাম।

২০/২২ দিন পর সবার সাথে সবার দেখা। তাই আড্ডা বেশ ভালোই জমে উঠেছিল।তবে সময় বাধা হয়ে দাঁড়িয়েছিল।বাসা থেকে ফোন দিচ্ছিলো,তাই আমি আর ওদের সাথে থাকতে পারিনি।তবে আমার ওঠা দেখে ওরাও আর থাকেনি।তাই সবাই একসাথেই উঠেছিলাম।
দেরি করব বাড়ি ফেরার জন্য অবশ্য একটু বকা খেয়েছিলাম। তবে গায়ে মাখিনি😁।যেহেতু ক্যাফে থেকেই খেয়ে এসেছিলাম তাই আর রাতে বাসায় খাইনি।একটু ফোন নেড়েই ঘুমিয়ে পড়েছিলাম।
ব্যাস,ইন্ড অফ ডে ২
cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.21/03/22



বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দেওয়ার মুহূর্ত গুলো সব সময় স্মরনীয় হয়ে থাকে। আর আপনি অনেক সুন্দর একটা দিন কাটিয়েছে। শুভকামনা রইলো আপনার প্রতি।
সুচিন্তিত মন্তব্য করে আমায় উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ 😊