জেনারেল রাইটিং - না জেনে কথা বলা অনুচিত

in আমার বাংলা ব্লগ16 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং নিয়ে হাজির হয়েছি। যার মূল বিষয়বস্তু হচ্ছে, না জেনে কথা বলা পরিহার করা উচিত।


clown-2092079_1280.jpg

Image by Susann Mielke from Pixabay

ঘটনা তেমন কিছুই না। আজ আমাদের ফার্মেসিতে একজন আমেরিকা ফেরত ব্যক্তি আসলেন। তার সাথে আমেরিকার বর্তমান ঘটনা এবং বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের কার্যকলাপ নিয়ে আলোচনা হচ্ছিল। তখন আমি তাকে সাম্প্রতিক সময়ে আমেরিকার নিউজ এবং ম্যাগাজিনগুলোতে প্রকাশিত বিষয় সম্পর্কে জানালাম। তিনি যা আমাকে বললেন, যেমনটা আপনি বলছেন তেমনটা বাস্তবসম্মত নয়। আমি ওখানে দীর্ঘ সময় ছিলাম এবং আমি জানি বাস্তবতা কি সেখানকার।

আমি আর কথা বাড়ালাম না। কারণ আমি তার সামনে যেসব তথ্যগুলো পেশ করেছি, সবই ছিল নিউজ এবং ম্যাগাজিন নির্ভর। আমার কোন বাস্তবিক অভিজ্ঞতা নেই। আমরা যতটুকু জানতে পারি তার সবটুকুই ইন্টারনেটের কল্যানে।

আমাদের মধ্যে অনেক মানুষ হয়ে আছে অনেক বিষয় সম্পর্কে না জেনেই মন্তব্য করে বসে। নিজেদেরকে অন্যদের চেয়ে আলাদা, অন্যদের চেয়ে উঁচু, অন্যদের চেয়ে একটু ভিন্ন দেখানোর জন্য এই কাজগুলো করে। কিন্তু আলোতে সে সব বিষয়ে তাদের কোন ধারণাও থাকে না। এমন অনেক হয়েছে, আমি মানুষের কাছ থেকে এরকম শুনে তার কথা বিশ্বাস করেছিলাম। কিন্তু পরবর্তীতে অন্য কারো সাথে আলোচনার সময় আমি জানতে পারলাম আগের ব্যক্তি যা বলেছে তা পুরোপুরি ভুল ছিল। কিন্তু এ সময় আমি নতুন ব্যক্তির উপর ও সরাসরি বিশ্বাস স্থাপন করতে পারছিলাম না। কারণ একবার ঠকেছি আর একবার ঠকতে চাই না। উনাদের মধ্যে কে ঠিক এটা মাঝে মাঝে যাচাই-বাছাই করে সিদ্ধান্তে উপনীত হই। অনেক সময় বিষয়টিকে একদম এড়িয়ে যাই যে, আর এ বিষয়ে আমার না জানলেও চলবে।

আসলে আমাদের সবারই না জেনে কোন বিষয়ে মন্তব্য করা উচিত হবে না। বিশেষ করে কারো কাছ থেকে সামান্য কিছু শুনে সে বিষয়ে আমি জ্ঞান অর্জন করেছি এমনটা ভাবা একদমই অনুচিত। কারণ আমি যার কাছ থেকে জেনেছি সে নিজেও হয়তো এ বিষয়গুলো সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল না। হয়তো সে নিজে না জেনেই মন্তব্য করেছে। তাই কোন কিছু সম্পর্কে জানতে হলে আমাদের নিজের যাচাই করতে হবে বিষয়গুলো। কথা বলো কতটা সত্য কতটা মিথ্যা।

এখন আধুনিক যুগ। ইন্টারনেটের কল্যাণে আমরা অনেক কিছুই মুহূর্তের মধ্যে জানতে পারছি। কিন্তু ভয়ের জায়গাও এটাই। কারণ এখন অনেকের সহজেই মিথ্যা খবর ছড়িয়ে দিতে পারছে। আমরা যাচাই-বাছাই না করে সে মিথ্যা খবর কি সত্য হিসেবে ধরে নিচ্ছি। যার কারনে আমাদের সত্য এবং মিথ্যা নিরূপণ করা খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে। যাইহোক, যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে আমাদেরকে অবশ্যই জেনে সিদ্ধান্ত নিতে হবে। মন্তব্য করতে হলে অবশ্যই জেনে মন্তব্য করতে হবে।


New_Benner_ABB-6.png
...
333333.png