বাবা দিবস, বাবা মানেই অব্যক্ত ভালোসার প্রতীক ❤️

in Incredible India3 years ago (edited)
আসসালামুআলাইকুম,আশাকরি সবাই ভাল আছেন,আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।আজ ১৮ জুন ২০২৩ জুন মাসের তৃতীয় রবিবার। "বিশ্ব বাবা দিবস" তাই আজকে আমি বাবকে নিয়ে কিছু লেখা।

istockphoto-1322650789-612x612.jpg
source
আমি একজন মধ্যবিত্ত কৃষক বাবার সন্তান আমি ছোট থেকেই দেখে আসছি বাবার হাড় ভাংগা খাটুনি ছোট থাকতে দেখেছি গরুর হাল দিয়ে হালচাষ করেছেন (এখন আধুনিক কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যাবহার হচ্ছে)রোদে বৃষ্টি উপেক্ষা করে কাজ করেছেন শুধু আমাদের ভালো রাখার জন্য। এখনো বয়ষের জন্য অধিক শ্রমদিতে না পারলেও কাজ করেন। তবে সেদিন মসজিদে নামাজ শেষ করে অপেক্ষা করছি বাবার জন্য একসাথে বাড়ি আসার জন্য বাবাকে দেখি লম্বা মোনাজাত করছেন হয়তো সেই মোনাজাতেও সন্তানের জন্য❤️।
istockphoto-1321396703-612x612.jpg
source
বাবা মানে বটবৃক্ষের ছায়া। বাবা মানে নির্ভরতা। সন্তানের প্রতি বাবার ভালবাসা চিরকালের। বাবার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের একটি অন্যতম দিন বাবা দিবস। আজ সেই দিন। আজ বিশ্বের সব বাবার প্রতি ভালোবাসা জানাবেন সন্তানরা। ভালোবেসে উপহারও দেবেন। ফেসবুক, ইনস্টাগ্রামের ওয়ালগুলো ভরে যাবে প্রিয় বাবার ছবিতে। যাদের বাবা বেঁচে আছেন তারা আনন্দ-উচ্ছ্বাসে ছবি আপলোড করবেন। আর যাদের বাবা নেই, তারা বাবার ছবি পোস্ট করে, বাবাকে নিয়ে লিখে স্মৃতিচারণ করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যানে দিনটির উদ্যাপন আরও আড়ম্বরভাবে হয়ে থাকে।অনেক পরিবারে বাবা-মা দুজনে উপার্জন করেন কিন্তু এখনো আমাদের দেশের অনেক পরিবারে বাবাই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাবার উপার্জনে সংসারের সব ব্যায় নির্বাহ করা হয়।বাবার আদর্শ,মুল্যবোধ,চিন্তা-চেতনা,সন্তানের ওপর দারুন ভাবে প্রভাব বিস্তার করে।এজন্য বলা হয়ে থাকে বাবার হাত ধরেই সন্তানের চলতে শেখা।

image.png(গ্যালারির এত ছবির মধ্যে আব্বুর সাথে তোলা কোন ছবি নেই আমার তবে আব্বুর জন্য ভালবাসা আছে অনেক কখনে সামনে থেকে বলা হয়নি ভালবাসি আব্বু❤️)

আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা বাবাকে অনেক ভালোবাসি কিন্তু কখনো বাবা সামনে থেকে বা জরিয়ে ধরে বলতে পারি না যে বাবা তোমাকে ভালোবাসি❤️❤️কখনো বাবার গলা জড়িয়ে ছবি তোলা হয় না।ভাল থাকুক ভাল রাখুক পৃথিবীর সকল বাবা কে।আমার জীবনে যাই ঘটুক না কেন, আমি আপনাকে সবসময় ভালবাসি এবং বাসবো । তুমি ছিলে এবং তুমিই হবে আমার সর্বকালের সেরা মানুষ। শুভ বাবা দিবস, বাবা।
প্রশ্ন:আমি আমার বাবা কে আব্বু বলে ডাকি আপনারা আপনার বাবা কে কি বলে ডাকেন?

প্রশ্ন:আপনার বাবার সাথে আপনার কোন স্মৃতি আছে কি?

Sort:  
Loading...