সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা রইল ঈদ মোবারক।

in Incredible India10 months ago

সবাইকে ঈদের শুভেচ্ছা রইল ঈদ মোবারক। আজকের রাতটি পার হলে কালকের দিনটা চলবে ঈদের দিন। সাত দিন থাকবে বাংলাদেশে ঈদের উদযাপন ও উৎসব। আমি প্রার্থনা করি আপনারা সবাই নিজের পরিবারের সাথে সুন্দর ভাবে ঈদের দিনটি পার করুন। যাদের মা বাবা আছে তারা সবাই মা-বাবার দোয়া নিয়ে ঈদের মাঠে যাবেন এটাই আশা রাখি।

বছরের একটি দিন নিজের পরিবারের সাথে কাটানো সত্যি একটি আনন্দের বিষয়। যেটা আমার ক্ষেত্রে সম্ভব না তাই এখন বুঝতে পারছি। নিজের পরিবার থেকে দূরে থাকা এবং পরিবারের মানুষ এক না থাকা কতটা কষ্টের বিষয়। যারা বাংলাদেশে আছেন বা ইন্ডিয়াতে আছেন নিজের পরিবারের সাথে তারা সবাই ঈদের দিনটা অনেক আনন্দ কাটাবেন।

এই দিনটা হয়তোবা আপনার জীবনে আর কখনো নাও আসতে পারে। হয়তোবা আপনার বাবা-মা না থাকতে পারে বা আপনি বেঁচে না থাকতে পারেন। তাই যে দিনটা পাচ্ছেন এই দিনটা অনেক সুন্দর ভাবে কাটাবেন এবং তাদের কে হাসি খুশি রাখার চেষ্টা করবেন। আমি হাসি মুখে যতই থাকার চেষ্টা করি না কেনো। এই দিনে কতটা খারাপ লাগে এটা আমি ছাড়া কেউ জানে না।

ঈদ মানে হাসি ঈদ মনে খুশি এই কথাটি আমরা সবাই জানি। কারন ঈদের দিনে আমাদের প্রত্যেকটি মানুষের মুখে হাসি থাকে। ধনী গরিব সবাই এক হয়ে নামাজ আদায় করা এবং ঈদের মাঠে গিয়ে ভাই ভাই হয়ে কাঁদে হাত রেখে চলা সত্যি একটা আনন্দের বিষয় আমাদের জন্য। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি তিনি আমাদের মাঝে আবারো একটি সুন্দর দিন উপহার দিয়েছেন।

এবং যারা আমাদের মাঝে নাই তাদের জন্য প্রার্থনা করি তাদেরকে যেনো জান্নাত বাসী দান করেন। তবুও অনেক পরিবারের মানুষ আছে তাদের আপন জন হারানোর কষ্ট নিয়ে হয়তো বা কালকের দিনটা পার করবে। মনটা খারাপ করে থাকবে কোনো একটি মানুষের কথা ভেবে। থাকবে না এমন কথা বলবো না কারণ আমার ক্ষেত্রে তো হয়েছে।

তবে কালকের দিনটা সিদ্ধান্ত নিয়েছি তিন ভাই এক হয়ে কোথাও ঘুরতে বের হবো। ইচ্ছা আছে কেএল যাওয়ার এবং বিশেষ করে কালকে ঘুরতে গেলে হয়তো বা মনটা একটু ভালো থাকবে। আজকে লিখতে বসেছি এবং সারা দিনটা হাসি খুশি ভাবে কেটেছে তবে মনের মধ্যে কোনো একটি খারাপ লাগা অবশ্যই কাজ করছে।

এই খারাপ লাগার বিষয়টি অনেকেই জানে তবে কি আর বলব কিছু বলার নেই আমার। চেষ্টা করে যাচ্ছি মা না থাকার বেদনা টি নিয়ে কিছুটা হাসি খুশি থাকার। কোনো মানুষ খোঁজ নেওয়ার মতো পেলাম না। তবে আমি কারো কাছে ফোন দিতে বাদ রাখি নাই আজকের দিনটা। শুধু একটি কারণেই আজকে যেনো আমার চোখ দিয়ে পানি না পড়ে। তবুও কি বলবো বুকটা ফেটে যাচ্ছে সে কথা কাউকে বলতে পারছি না। যাইহোক বন্ধুরা ঈদের শুভেচ্ছা রইল সবাইকে ভালো এবং সুস্থ থাকবেন এবং হাসি খুশি ভাবে চলবেন।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

@baizid123

Posted using SteemMobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 9 months ago 

ঈদ মানে খুশি ঈদ মানেই আনন্দ যদিও ঈদের খুশি অনেক আগেই শেষ হয়ে গেছে তবে নিজের ব্যস্ততার কারণে আপনাদের সাথে ঈদের সময়টা আনন্দটা খারাপ হয়েই করে নিতে পারবে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত যাই হোক ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিয়েছেন জানতে পেরে ভালো লাগলো এভাবেই প্রতিনিয়ত সঙ্গে থাকুন ইনশাল্লাহ অনেক দূর আপনাদের সঙ্গে এগিয়ে চলার ইচ্ছা আছে ধন্যবাদ ভালো থাকবেন।