প্রাপ্তি - ২ য় পর্ব
নমস্কার বন্ধুরা। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন।গত পোস্ট যেখানে শেষ করেছিলাম।আজ সেখান থেকে শুরু করছি।
যাইহোক সেদিনকে দুপুর তিনটে নাগাদ আমি মেলা প্রাঙ্গনে যখন ঢুকেছি ,তখনও আবার ফোন আসে এবং আমাকে দেখে ওরা সাথে সাথে আমাকে স্টেজে ডেকে নেয়। আমি গিয়েই আগে নিজের নামের পাশে সই করি। তারপরে একটু ওয়েট করি ।তখন একজন কবিতা পাঠ করছিলেন অলরেডি ।মোটামুটি পাঁচজনের পরে আমার নাম আবার ডাকা হয় ,আমাকে একটি স্মারক একটি গোলাপ ফুল দিয়ে সম্মান জানানো হয়। এই মুহূর্তগুলো পাওয়ার আমি যোগ্য কিনা আমি জানিনা। তবে এই সময়টা নিজের প্রতি সত্যিই গর্ব বোধ হয়।
স্টেজে ওঠার ঠিক দু তিন মিনিট আগে কোন কবিতাটা পড়বো ,ঠিক করেছিলাম। আমি আসলে আমার লেখার খাতাটা সাথে নিয়ে গিয়েছিলাম।আপনাদেরও একবার এই কবিতাটা এই প্লাটফর্মের মাধ্যমে শেয়ার করেছি। কবিতাটা খুব সুন্দর ভাবে পাঠ করার পর সকলের ভীষণ প্রশংসা পেলাম সেদিন। রীতিমতো ৩-৪ জন ডেকে ডেকে আমার সাথে কথা বললেন। তারা সকলেই আমার বাবার বয়সী কিংবা দাদুর বয়সী। কিছু জন তাদের পত্রিকাতে লেখার জন্য বারবার আবদার করলেন।
সবথেকে ভালো লাগলো যখন আমি কবিতা পাঠ করছিলাম ,তখন স্টেজের দর্শক মহলে বসেছিল আমার ভালবাসার মানুষ অর্থাৎ আমার পার্টনার এবং আমার ছোট্ট ভাই। ওর স্কুল ছুটি হতে না হতেই ও মাঠের দিকে চলে এসেছে বই দেখতে ।তারপর এসে দেখে ওর দিদি এখানে কবিতা পাঠের জন্য আমন্ত্রিত এবং কবিতা পাঠ করতে এসেছে।
ঈশান আসলে জানতই না আজকে আমার এখানে কবিতা পাঠ আছে। ওর নিজেরও একটা গর্ব বোধ হয় ওর দিদি প্রতি। রীতিমতো ওর বন্ধুদের কে বলতে থাকে। এসব ইমোশনাল কিছু মুহূর্ত সত্যিই বোঝানো যায় না।
যাই হোক স্টেজ থেকে নামার সময় আমাকে ওরা টিফিনও দিয়েছিল। তারপর বইমেলাতে কিছুক্ষণ সময় কাটিয়ে পছন্দমত পাপরি চাট, গুর বাদাম খেয়ে আবার বাড়ির দিকে রওনা হই।
বাড়ির দিকে রওনা হওয়ার সময় হঠাৎ করে পিছন থেকে আমাকে একটা দাদু ডাকে। উনিও আমার পরে কবিতা বলেছেন উনি চাকদা থেকে আসছেন ।কৃষ্ণনগরে কবিতা পাঠের জন্য ওনাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। উনি অসম্ভব সুন্দর একটি কবিতা পাঠ করেছিলেন ।উনার কবিতা আমারও ভীষণ ভালো লেগেছিল। আমাকে ডেকে অনেকক্ষণ তিনি কথা বলেন এবং আমার কবিতার প্রশংসা করেন।
তারপরে আমাকে উনি একটি বই উপহার হিসেবে দেন উনারই লেখা একটি কবিতার বই। খুব সুন্দর করে বইয়ের প্রথম পেজে ছোট্ট একটা মেসেজ লিখে আমাকে বইটা তুলে দেন। আমি ভীষণ খুশি হই ওনাকে প্রণাম করি এবং উনিও আমাকে আশীর্বাদ করেন। এই মুহূর্তটা খুবই সুন্দর ছিল।
যাইহোক গত বছরের মতন এ বছরে আবারো একটা প্রাপ্তির খাতায় আমার কবিতা স্মৃতি হিসেবে থেকে গেল। আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগলো। সকলে ভালো থাকুন।






Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟