Better Life with Steem || The Diary Game || December 24, 2025

in Incredible India3 days ago

header.png

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ২৪শে ডিসেম্বরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

1.jpg

2.jpg

আজকে সকাল ৭টার সময় আমার ঘুম ভেঙে গেলে আমি ফ্রেশ হয়ে নিলাম। এরপর ময়লার গাড়ী আসলে আমি তাতে দুই প্যাকেট ময়লা ফেলে দিলাম। গতকাল ময়লা সংগ্রাহক দাদার সাপ্তাহিক ছুটির দিন ছিল, তাই আমার কাছে দুই প্যাকেট ময়লা জমে গিয়েছিল। ঘরে ফিরে এক কাপ কফি করে আমি আজকের সংবাদপত্র পড়ে নিলাম। তারপর বাজারে গিয়ে শিম, টম্যাটো, ফুলকপি আর বাঁধাকপি কিনলাম। আজকে আর মাছ কিনলাম না কারণ দিদি গতকাল রাতে কই মাছের ঝোল দিয়ে গেছে।

3.jpg

বাড়ী ফেরার পথে তিনটে পরোটা সাথে আলুর দমের মতো দেখতে আলুর কারি কিনলাম। পরোটাগুলো দেখতে আর সাইজে লুচির মতো। বাড়ী ফিরে পরোটা আর আলুর কারি খেয়ে নিয়ে আমি ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টের পর আমি এক কাপ চা খেয়ে নিয়ে সব বাসি বাসনপত্র মেজে ফেললাম।

তারপর সব ঘরের ঝুল ঝেড়ে নিয়ে ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে ফেললাম। এরপর ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়ে আমি আলু, শিম আর টম্যাটো দিয়ে বাঁধাকপির তরকারী রান্না করলাম। তরকারী রান্না হয়ে যাবার পর টম্যাটোর চাটনি করলাম। এদিকে ভাত ততক্ষণে হয়ে গেছে। এরপর এক কাপ চা করে নিয়ে আমি অনলাইনে কিছুক্ষণ কাজ করলাম।

“দুপুর”

দুপুর ১টার পর আমি স্নান করে নিয়ে লাঞ্চ করতে বসলাম। আজকে আমার লাঞ্চের মেনু ছিল ভাত, বাঁধাকপির তরকারী, কই মাছের ঝোল এবং টম্যাটোর চাটনি। লাঞ্চ হয়ে যাবার পর আমি একটা গোটা কাঁচা আমলকী খেলাম। তারপর ঘন্টাখানেকের জন্য ভাতঘুম দিতে চলে গেলাম।

“বিকেল ও সন্ধ্যে”

4.jpg

বিকেল ৪টের একটু আগে ঘুম থেকে উঠে আমি এক কাপ চা করে খেলাম। তারপর টিশার্টের ওপর একটা হুডি চাপিয়ে হাঁটতে বের হলাম।

5.jpg

6.jpg

আজকে অনেকদিন বাদে আমি ১ ঘন্টার মতো সময় ধরে হাঁটলাম। হাঁটতে বেরিয়েছিলাম বিকেলবেলায় আর বাড়ী ফিরলাম সন্ধ্যে ৬টার একটু আগে। ঘরে ঢুকে ঘরের পোশাক পড়ে নিয়ে আমি সন্ধ্যে দিলাম। তারপর এক কাপ কফি করে আমি ল্যাপটপটা অন করলাম। আমি সাধারণত সন্ধ্যেবেলায় বা রাতে কফি খাই না, এতে আমার রাতে ঘুমের সমস্যা হয়। তবে আজকে ইচ্ছে হলো বলে সন্ধ্যেবেলায় কফি বানিয়ে খেলাম।

“রাত”

আজকে আর আমি রাতে কোনও কাজ করিনি। তার বদলে রাধিকা আপ্তে, দিভ্যেন্দু শর্মা এবং অনুরাগ কাশ্যপ অভিনীত থ্রিলার ওটিটি মুভি শালি মোহাব্বত দেখলাম। এই সিনেমাটার পরিচালক হলেন অভিনেত্রী টিসকা চোপড়া। আমার তো সিনেমাটা বেশ ভালো লেগেছে।

সিনেমা দেখা শেষ হয়ে যাবার একটু পরে দিদি আমার ফ্ল্যাটে আসলে আমি ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। ও ইদানীং দাঁতের যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছে। আমি ওকে বললাম ভালো কোনও ডেন্টিস্টকে দেখিয়ে নিতে। এরপর দিদি বাড়ী ফিরে গেলে আমি ডিনার করে নিয়ে ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ২৪শে ডিসেম্বরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

Sort:  



Curated by : @ahsansharif

 3 days ago 

@ahsansharif, thank you for supporting my post.

Loading...