Better Life with Steem || The Diary Game || January 01, 2026

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ১লা জানুয়ারীর কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।


নতুন বছরের প্রথম দিন সকাল ৭টার সময় আমি ঘুম থেকে উঠে পড়লাম। এরপর ফ্রেশ হয়ে নিয়ে ময়লার গাড়ী আসলে আমি তাতে দুই প্যাকেট ময়লা ফেলে দিয়ে ঘরে ফিরে আসলাম। তারপর এক কাপ কফি বানিয়ে খেতে খেতে আমি আজকের খবরের কাগজটা পড়ে নিলাম। এরপর বাজারে গিয়ে আমি কাঁচালংকা, টম্যাটো আর বোয়াল মাছ কিনে বাড়ী ফিরে এলাম।

আজকে আর বাজার থেকে আমি কোনও ব্রেকফাস্ট কিনিনি। তার বদলে বাড়ী ফিরে আমি এগ নুডলস বানিয়ে খেলাম। ব্রেকফাস্টের পর এক কাপ চা খেয়ে নিয়ে আমি আজকের রান্না করার জন্য প্রস্তুতি নিলাম।

আজকে আমি শুধু ভাত আর বোয়াল মাছ রান্না করেছি, তার সাথে ধনেপাতার চাটনি তো আছেই। রাতের বেলায় অন্য প্রোগ্রাম।
দুপুর ১টা নাগাদ আমি সব ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে স্নান করে নিলাম। তারপর আমি লাঞ্চ করতে বসলাম। লাঞ্চের পর আমি একটা গোটা কাঁচা আমলকী খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম।


বিকেল ৪টের পর আমি আর আমার জামাইবাবু টালিগঞ্জে গিয়ে এক কেজি সাদা শুয়োরের মাংস কিনে আনলাম। আমরা দুজনে বাসে করেই গিয়েছিলাম কারণ মেট্রোতে মাছ, মাংস আনার ওপর নিষেধ আছে। সন্ধ্যে ৭টা নাগাদ আমি রান্না করা শুরু করলাম। তার আগে অবশ্য আমি পেঁয়াজ কেটে রেখেছি আর মিক্সিতে কাঁচালংকা বাটা, আদা রসুন বাটা আর টম্যাটোর পেস্ট করে রেখেছি।
রাত ৮টা নাগাদ আমার রান্না করা শেষ হলো। এর কিছুক্ষণ পর আমার এক বন্ধু আসলে আমরা তিনজন মানে আমি, জামাইবাবু আর আমার বন্ধু মিলে নতুন বছরের প্রথম দিন উৎযাপন করা শুরু করলাম। আমার বন্ধু কিন্তু নেপালি আর ও আমার থেকে ৩-৪ বছরের মতো বয়সে ছোটো। আমি ওকে নিজের ছোটো ভাইয়ের মতো দেখি। ওর বউ ওকে বিয়ের ১৫ বছর পর ছেড়ে চলে গেছে। আমি যা বুঝলাম সমস্যা ছাড়া এই জীবন না। সবারই জীবনে কোনও না কোনও জটিল সমস্যা আছে।
যাইহোক, রাত ১১টার মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেলে আমার জামাইবাবু আর বন্ধু বাড়ী ফিরে গেলো। তারপর আমি মাংস ভাত সব গরম করে খেয়ে নিয়ে ডিনার করে নিলাম। ডিনার হয়ে যাবার পর আমি অজয় দেবগন অভিনীত রুদ্র ওয়েব সিরিজ দেখা শুরু করলাম। এক একটা এপিসোড প্রায় ১ ঘন্টার কাছাকাছি, তবে আমার এই ওয়েব সিরিজটা দেখতে বেশ ভালোই লাগছিলো।
২-৩টে এপিসোড দেখা হয়ে যাওয়ার পর আমি দেখলাম যে অনেক রাত হয়ে গেছে। রাত প্রায় ৩টের কাছাকাছি সময়ে আমি প্রথমে ল্যাপটপ সুইচ অফ করলাম। তারপর সব ঘরের লাইট অফ করে দিয়ে আমি ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ১লা জানুয়ারীর দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/2007130468941258928
Thank you.