Incredible India monthly contest of November #1| Clarity!

in Incredible India2 months ago (edited)

নমস্কার বন্ধুরা। সকলে কেমন আছেন? আজকে আবারো চলে এসেছি একটি কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। আমাদের কমিউনিটিতে @meraindia র পক্ষ থেকে একটি কনটেস্টের আয়োজন করা হয়েছে। কনটেস্ট এর বিষয়বস্তু খুবই সুন্দর।

প্রতিবারের ন্যায় এইবারও কনটেস্ট এর বিষয়বস্তু আমার খুবই পছন্দ হয়েছে। প্রত্যেকবারই বিষয়বস্তুগুলো আমাকে আকৃষ্ট করে। এত সুন্দর একটি বিষয় বস্তু নির্বাচন করার জন্য কনটেস্টের আয়োজনকারী কে আমি ধন্যবাদ জানাই। আর সেই সাথে কনটেস্টের নিয়ম অনুযায়ী আমি তিনজন মেম্বারকে এই কনটেস্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তারা হলেন---@stef1 ম্যাম @isha.ish @mou.sumi দিদি।

1000335891.jpg

Link
এই কনটেস্ট টির বিষয়বস্তু যদি আপনাদের আকৃষ্ট করে তাহলে আপনারাও এই কনটেস্টে অংশগ্রহণ করতে পারেন। আমি নিচে কনটেস্ট এর লিংক শেয়ার করে দিচ্ছি।

Incredible India monthly contest of November #1| Clarity!

1672344690977_010726.jpg

কনটেস্টে যে সমস্ত প্রশ্নগুলির উল্লেখ করা হয়েছে সেগুলি নিজের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করছি...

How do you glance towards the word clarity? Explain!

যেকোনো বিষয়ে ভালোভাবে বুঝতে গেলে প্রথমেই আমরা যেদিকে জোর দিই সেটা হল, সেই বিষয়টির বিষয়বস্তু এবং স্পষ্টতা। কোনো বিষয়ের স্পষ্ট ধারণা না থাকলে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। বিষয়টির প্রতি যদি আমাদের স্বচ্ছ ধারণা থাকে তাহলে আমরা খুব সহজেই পরিকল্পনা মাফিক আমাদের সিদ্ধান্তে উপনীত হতে পারি। তাই আমার মনে হয় 'স্পষ্টতা' হলো এমন এক ধরনের মানসিক গুণ যা আমাদের যে কোন কাজকে অনেক বেশি সহজ করে তোলে। আমার মতে এই 'স্পষ্টতা' কে অনেক দিক থেকে বিচার করা যায়। যেমন---ভাষাগত স্পষ্টতা, চিন্তার স্পষ্টতা, দৃষ্টিভঙ্গি স্পষ্টতা ইত্যাদি।

1000335892.png

Link

যেকোনো কাজ সহজে এবং সুন্দরভাবে শেষ করার জন্য আমাদের প্রয়োজন স্পষ্ট চিন্তা শক্তি। আমাদের চিন্তাশক্তি যদি স্পষ্ট না হয় তাহলে আমরা সেই কাজে সাফল্য পাবো না। আমাদের মাথায় যদি অগোছালো চিন্তাভাবনা ঘোরাফেরা করে কিংবা কোন বিষয়ে আমাদের সন্দেহ থেকে যায় তাহলে কিন্তু আমরা সেই বিষয়টি নিয়ে সহজে কাজ করতে পারবো না। তাই আমার মনে হয় যে কোন কাজ সুন্দরভাবে শেষ করার জন্য প্রয়োজন চিন্তার স্পষ্টতা।

দ্বিতীয়ত হল ভাষাগত স্পষ্টতা। মানুষ নিজেদের প্রয়োজনেই ভাষার ব্যবহার করে। মানুষ নিজে যেটা বলতে চাই অর্থাৎ মনের ভাব প্রকাশ করার জন্যই শব্দ ও বাক্যের প্রয়োগ করে। তবে আমরা যদি স্পষ্ট ভাবে আমাদের বক্তব্য পেশ করতে না পারি অর্থাৎ আমরা যদি স্পষ্ট ভাবে নিজেদের মনের ভাব প্রকাশ করতে না পারি তাহলে আমরা কোনভাবেই নিজেদের মনের কথা অপর ব্যক্তিকে বোঝাতে পারবো না। তাই কোন কাজ সম্পন্ন করার জন্য সর্বাগ্রে প্রয়োজন ভাষাগত স্পষ্টতা।

তৃতীয়ত হল দৃষ্টিভঙ্গি গত স্পষ্টতা। সঠিক দৃষ্টিভঙ্গিই আমাদেরকে জীবনের সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাই দৃষ্টিভঙ্গি যত স্পষ্ট হবে আমাদের সফলতার পথ তত মসৃণ হবে। তাই যে কোন কাজে নামার আগে আমাদের দৃষ্টিভঙ্গি গত স্পষ্টতাও রাখতে হবে।

1672344690977_010726.jpg

Do you assert that clarity in any context grants us the precise vision required to achieve our life's mission? Please provide a rationale for your perspective.

হ্যাঁ, আমি মনে-প্রাণে বিশ্বাস করি যে, জীবনে বিভিন্ন মুহূর্তে 'স্পষ্টতা' আমাদেরকে আমাদের সফলতার শিখরে পৌঁছে দিতে সাহায্য করে। কোন বিষয়ে স্পষ্টতা ছাড়া সেই বিষয়টিকে অর্জন করতে যাওয়ার অর্থ হলো অন্ধকারে কোন জিনিস খোঁজা। তাই আমার মনে হয় আগেই সেই বিষয়টির প্রতি স্পষ্ট ধারণা নিয়ে তারপরেই সেই বিষয়ে অগ্রসর হওয়া উচিত।

স্পষ্টতা আমাদের মন থেকে দ্বিধা ও ভয়কে দূর করতে সাহায্য করে। যখনই আমরা কোন বিষয় এর প্রতি ভয় দূর করে এগিয়ে যেতে পারবো তখনই সেই বিষয়টিতে আমরা সফল ভাবে অর্জন করতে পারব।

স্পষ্টতা আমাদের কোনো বিষয়ের প্রতি মনোযোগী হতে সাহায্য করে। মনোযোগ ছাড়া কোন বিষয়কে আত্মস্থ করা কোনভাবেই সম্ভব নয়। আর কোন বিষয়কে যতক্ষণ না পর্যন্ত আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছি এবং আত্মস্থ করছি ততক্ষণ পর্যন্ত সেই বিষয়টিতে সফলতা অর্জন করা সম্ভব নয়।

1000335893.jpg

Link

'স্পষ্টতা' যেকোনো কাজকে অনেক বেশি অর্থবহ করে তুলতে সাহায্য করে। কোন এক ব্যক্তি যদি কোনরকম বিষয়ের প্রতি স্পষ্টতা ছাড়া কাজে নামে তাহলে তাকে অনেক বেশি অগোছালোভাবে কাজ করতে হয়। কিন্তু কেউ যদি স্পষ্টতার সাথে কোনো কাজ শুরু করে তাহলে সে খুব সহজেই কাজটি শেষ করতে পারে।

1672344690977_010726.jpg

How does determination depend on clarity? Define!

Determination কথার অর্থ হল দৃঢ় সংকল্প। দৃঢ় সংকল্প হল এমন এক মানসিক গুণ যার মাধ্যমে আমরা যেকোনো বিষয়ে অবিচল থাকতে পারি। মানে কোন কাজ করবো বলে ঠিক করলে সেই কাজটা করেই ছাড়বো---এরকম মনোভাব রাখা। কিন্তু এই দৃঢ় সংকল্প আমাদের মধ্যে ততক্ষণ গড়ে উঠবে না যতক্ষণ না পর্যন্ত কোনো বিষয় সম্পর্কে আমাদের মধ্যে স্পষ্ট ধারণা তৈরি হচ্ছে।

মানে, ধরুন কেউ দৃঢ় সংকল্প করলো যে সে পরীক্ষার প্রথম হবে। কিন্তু সেই পরীক্ষার সিলেবাস সম্পর্কে তার স্বচ্ছ ধারণা নেই বা স্পষ্ট ধারণা নেই। তাহলে সেই ব্যক্তিটি বা সেই ছাত্রটির কি কোনো ভাবে পরীক্ষায় প্রথম হতে পারবে? পারবে না, তাইতো? একদম ঠিক বলেছেন। তাই শুধুমাত্র দৃঢ় সংকল্প রাখলেই হবে না, তার জন্য প্রয়োজন সেই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা।

1000335894.jpg

Link

এই স্পষ্টটা আমাদের লক্ষ্য স্থির করতে অনেক বেশি সাহায্য করে। আর যখন আমাদের কোন বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা জন্মাবে এবং লক্ষ্য স্থির থাকবে তখন আমরা সেই বিষয় সম্পর্কে দৃঢ় সংকল্প গ্রহণ করতে পারি এবং সেইসাথে সাফল্যও অর্জন করতে পারি।

1672344690977_010726.jpg

কন্টেস্টের সমস্ত প্রশ্নের উত্তর আমি আমার নিজের মতো করে দেওয়ার চেষ্টা করলাম। আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  
Loading...
 2 months ago 

Thank you so much.