The November contest #2 by sduttaskitchen| Me and my weekend!

in Incredible India21 days ago

নমস্কার বন্ধুরা। সকলে কেমন আছেন? আজকে আবারো চলে এসেছি একটি কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। আমাদের কমিউনিটিতে @sduttaskitchen দিদির পক্ষ থেকে একটি কনটেস্টের আয়োজন করা হয়েছে। কনটেস্ট এর বিষয়বস্তু খুবই সুন্দর।

প্রতিবারের ন্যায় এইবারও কনটেস্ট এর বিষয়বস্তু আমার খুবই পছন্দ হয়েছে। প্রত্যেকবারই বিষয়বস্তুগুলো আমাকে আকৃষ্ট করে। এত সুন্দর একটি বিষয় বস্তু নির্বাচন করার জন্য কনটেস্টের আয়োজনকারী দিদিকে আমি ধন্যবাদ জানাই। আর সেই সাথে কনটেস্টের নিয়ম অনুযায়ী আমি তিনজন মেম্বারকে এই কনটেস্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তারা হলেন---@stef1 ম্যাম @isha.ish @mou.sumi দিদি।

1000337363.jpg

Link

এই কনটেস্ট টির বিষয়বস্তু যদি আপনাদের আকৃষ্ট করে তাহলে আপনারাও এই কনটেস্টে অংশগ্রহণ করতে পারেন। আমি নিচে কনটেস্ট এর লিংক শেয়ার করে দিচ্ছি। ২২ শে নভেম্বর পর্যন্ত আপনারা এই কনটেস্টে অংশগ্রহণ করতে পারবেন।

The November contest #2 by sduttaskitchen| Me and my weekend!

1672344690977_010726.jpg

কনটেস্টে যে সকল প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে সেগুলো আমি নিজের মতো করে দেওয়ার চেষ্টা করছি ---

How does the weekend carry value in your life routine? Describe!

Weekend অর্থাৎ সপ্তাহের শেষ দুটি দিন--- শনি ও রবিবার, আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ দুটি দিন। সারা সপ্তাহের ব্যস্ত রুটিনের মাঝে এই দুটি দিন যেন নতুন করে জীবনকে প্রাণবন্ত করে তোলে।সারা সপ্তাহ জুড়ে কাজকর্ম, পড়াশোনা, অফিস ইত্যাদি সামলানোর পর সপ্তাহের শেষের এই দুটো দিন আমরা একটু স্বস্তি চাই। যাতে এই দুটো দিন আমরা একটু নিজের মতো করে, চাপমুক্ত হয়ে কাটাতে পারি।

যদিও সব অফিস কিংবা কর্মস্থলে সপ্তাহে দুটো দিন ছুটি দেওয়া হয় না। বেশিরভাগ জায়গাতে শুধুমাত্র রবিবারেই ছুটি দেওয়া হয়। সে যাইহোক না কেন, কাজ থেকে ছুটি পাওয়া মানেই মানসিক চাপ থেকে মুক্তি, সেই সাথে দৈহিক পরিশ্রম থেকেই মুক্তি। সারা সপ্তাহ জুড়ে কাজকর্ম, পড়াশোনা করার ফলে অনেক সময় অনেকের পর্যাপ্ত পরিমাণ ঘুম হয় না, নিজের পছন্দের জিনিস গুলোর সাথে সময় কাটানো হয় না, পরিবারের মানুষজনের সাথে থাকার কিংবা ঘুরতে যাওয়ার সময় হয় না। তাই সপ্তাহান্তের এই ছুটি সকলেরই প্রয়োজন পর্যাপ্ত ঘুমের জন্য, নিজের পছন্দের জিনিস গুলির সাথে সময় কাটানোর জন্য কিংবা পরিবারের মানুষজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার জন্য।

1000337366.jpg

Link

অনেকে কাজের চাপে কিংবা পড়াশোনার চাপে নিজেদের শখ গুলোকে সারা সপ্তাহ জুড়ে carry করতে পারে না। তারা মূলত শনি, রবি বার টাকেই বেছে নেয় তাদের সেই সকল শখ---নাচ, গান, কবিতা, নাটক, ছবি আঁকা ইত্যাদির সাথে সময় কাটানোর জন্য।

Do you find enjoyment in your weekends, or do you often find it necessary to engage in additional work during this time? We invite you to share your perspective with us.

সত্যি কথা বলতে গেলে ছোটোবেলায় ক্লাস ফাইভ -সিক্স পর্যন্ত এই রবিবার টা পুরোপুরি ছুটি পেয়েছি। তবে তারপর থেকে দুটো করে টিচার থাকার কারণে রবিবারটা সম্পূর্ণভাবে আর কখনোই ছুটি পাইনি।

তারপর যত দিন গড়িয়েছে জীবনের জটিলতা তত বেড়েই চলেছে। দুটো মাস্টার থেকে তিনটে, তিনটি থেকে ইলেভেন টুয়েলভে পাঁচটা মাস্টার। এভাবেই ছুটির দিনগুলো কোথায় যেন হারিয়ে গেছে। যে রবিবারটা আসার জন্য সারা সপ্তাহ অপেক্ষা করে থাকতাম সে অপেক্ষা টা কোথায় যেন মিলিয়ে গেছে। এখন জীবনে আর ছুটির দিন ভুলে অতিরিক্ত কোনদিন নেই, রবিবারের জন্য কোনো অপেক্ষা নেই, নিজেকে Pamper করার জন্য কোনো অবসর নেই। আছে শুধু ভবিষ্যতের চিন্তা, কাজের চাপ আর মানসিক অস্থিরতা।

এখন আমি একজন গৃহশিক্ষিকা। সপ্তাহের প্রত্যেক দিনই সকাল, বিকাল, রাত---ছেলে মেয়েদের পড়িয়েই দিন কাটছে। অবসর নেওয়ার যেন সময় নেই। সত্যি কথা বলতে গেলে মনে তেমন শান্তিও নেই। মনটা কেবলই ছুটে চলে অজানা কোনো গন্তব্যের দিকে, যে গন্তব্য সহজে ছোঁয়া যায় না।

এতসব ব্যস্ততার মাঝে রবিবার টা পুরোপুরি ছুটি নেওয়ার কথা ভুলেই গিয়েছে। যদিও আমার হবু বরের সাথে রিলেশন শুরু হওয়ার পর ওর সাথে সময় কাটানোর জন্য রবিবারের দিনটা বিকেল থেকে ফাঁকা রাখতাম। যদিও তার জন্য সকাল থেকে আমাকে পরপর তিনটে, চারটে ব্যাচ পড়াতে হতো। সেও খুব খাটুনির কাজ ছিল।

1000337368.jpg

Link

আর দুই, তিন মাস পরে আমাদের বিয়ে, আর বিয়ে নিয়ে প্রত্যেকেরই কিছু না কিছু পরিকল্পনা থাকে। তবে সেই সমস্ত পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন হল টাকার। তাই আমাদের যে সকল পরিকল্পনাগুলো রয়েছে, আর কিছুটা বাস্তবায়ন করার জন্য আমরা দুজনেই এই বছরে weekend এ কোনো ছুটি রাখিনি। আমি অতিরিক্ত আরও দুটো ব্যাচ পড়ানো ধরেছি। শুভায়নও অতিরিক্ত আরও একটি কাজের সাথে যুক্ত হয়েছে। এইভাবে এই বছরটা আমাদের কাজের মধ্যে দিয়েই কাটছে। প্রয়োজন মানুষকে অনেক কিছু করিয়ে নেয়। তাই যাদের আর্থিক প্রয়োজন মিটে যায়, তারা weekend টা নিজেদের মতো করে আনন্দের সাথে পরিবারের সাথে মিলেমিশে কাটাতেই পারে তবে আমার মনে হয় যাদের মাসের শেষে আর্থিক অনটন থেকেই যায় তাদের জীবনে weekend বলে কিছু হয় না।

1672344690977_010726.jpg

What would be your dream weekend that you love to spend? Share!

আমার স্বপ্নের weekend জানিনা কবে আমার জীবনে আসবে। আমি খুব সহজ ও সাধারণভাবেই আমার সপ্তাহে শেষ দিনটিতে কাটাতে চাই। প্রতিদিনের ব্যস্ততা আমাকে স্পর্শ করতে পারবেনা এমন এক weekend আমি চাই।

আমি চাই সেই দিনটিতে কোনরকম এলার্ম ছাড়া প্রাকৃতিক কলরবে আমার ঘুম ভাঙ্গুক। তারপর ফ্রেশ হয়ে পরিবারের সকলের সাথে মিলেমিশে ব্রেকফাস্ট তৈরি করে একসাথে সকালের সময়টা কাটাতে চাই। তারপর সারা সপ্তাহ জুড়ে নানা ব্যস্ততার কারণে যে সমস্ত কাজগুলো করা সম্ভব হয়নি সেই কাজগুলো করতে চাই। নিজের ঘরটাকে সুন্দর করে গোছাতে তে চাই। দুপুরে নানা পদের রান্না করে সকলকে খাওয়াতে চাই। খাওয়া-দাওয়ার শেষে একটা সুন্দর ভাত- ঘুম দিতে চাই। তারপর সন্ধ্যা বেলা চায়ের আসরে আড্ডা দিতে চাই।

কখনো বা চাই সপ্তাহের শেষের এই ছুটি টাকে কাজে লাগিয়ে দুদিনের জন্য কোথাও উধাও হয়ে যেতে। না, একা নয়, সঙ্গে নিয়ে নেবো আমার পার্টনার কে। দুটো দিন নিজেদের মতো করে ঘুরে-ফিরে, আনন্দ করে কাটাতে চাই।

1000337367.jpg

Link
জানি না কবে এইরকম ভাবে weekend টা কাটাতে পারবো।
1672344690977_010726.jpg

কনটেস্টের সকল প্রশ্নের উত্তর আমি আমার নিজের মতো করে দেওয়ার চেষ্টা করলাম। আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  
 20 days ago 

Thank you so much 🙏

Loading...

Want to grow faster on Steemit? Try www.pussteem.com – the first platform that lets you use $PUSS tokens to power up your posts. For just $0.50, you can receive $10 worth of upvotes through our curated support system.

➤ Learn more: Unlock the Power of Your Steemit Journey
➤ Step-by-step guide: How to Get Started -Video Tutorial

Join the movement – boost your visibility, earn more, and grow with Pussteem!
:globe_with_meridians: https://pussteem.com
Join with us on Discord: https://discord.gg/g4KWCtFJbk

_Spend $0.5 in $PUSS — Get $10 in UPVOTE! Boost Your Steemit Journey with P_20250602_220938_0000.png