Crypto Market & My Experience.

in Incredible India4 days ago (edited)
1000001471.jpgsource

নমস্কার বন্ধুরা,
বন্ধুরা, শারীরিক ভাবে ভালো থাকলেও আমরা কিন্তু মানসিক দুশ্চিন্তায় রয়েছি। এটার কারণ ক্রিপ্টো বাজার মূল্য। আমি একদমই অভিজ্ঞ না, এক কথায় এই জগতের একজন নগন্য ইউজার মাত্র। তবে এটাকে আমি ইতিবাচক ভাবে নিয়েছি।

আমার আজকের বিষয়বস্তু এটা নির্বাচন করার পেছনে কিছু কারণ রয়েছে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে বলুন বা অন্যান্য জায়গায় অনেককে দেখছি হতাশাগ্রস্থ হতে। এমনকি অনেকেরই কাজের গতি এখন মন্থর।

তবে যাঁরা এখন মার্কেট খারাপ দেখে কাজ ঠিকমত করছে না, তাদের জন্য সামনের দিনগুলো আরো খারাপ হতে চলেছে।

কারণ একটা বিষয় আমরা বুঝতে নারাজ যে কাজ করার পরেই না আমরা ফলাফল প্রত্যাশা করতে পারি। একজন কৃষক বীজ থেকে চারা, তারপর চারা রোপন এবং দীর্ঘ ৫/৬ মাস পরেই ফসল ঘরে তুলতে পারে। এমনকি সঠিক যত্ন না নিলে ভালো ফসল প্রত্যাশা করাই যায় না।

1000001470.jpgsource

তাহলে এখানে কেন ব্যতিক্রম?

এই যে আমি সেই ছয় বছর থেকে বিদ্যালয়ে যেতে শুরু করেছি, হয়তো ভবিষ্যতে ভালো একটা চাকরি পেতে পারি। যেখানে শুধু ব্যয় আর ব্যয়। অথচ এই সেক্টরে এসে স্টিমিট ছাড়া অন্যান্য কাজ থেকে বিগত এক বছরছ যেটা উপার্জন করেছি সেটা একজন ২য় শ্রেনীর কর্মকর্তার উপার্জন করতে ২/৩ বছর সময় লাগবে। কারণ আমি থেমে ছিলাম না।

অনুরূপভাবে, কাজের যত্ন নিতে হবে তাহলে একটা সময় গ্রাহকের আগমনে আমরা ভালো একটা লভ্যাংশ ও নিতে পারবো।

মার্কেটে উত্থান এবং পতন থাকবে এটাই স্বাভাবিক। তাছাড়া, আমি দেশের নাম বা ব্যক্তির নাম উল্লেখ করছি না তবে একটা দেশ খুব শীঘ্রই BTC এর ১৬/২০% ক্রয় করবে। মার্কেট মানেই বিভিন্ন নিউজ, বৈশ্বিক পরিবেশ পরিস্থিতি এবং বড় বড় whale 🐋 দের আনাগোনা যেটা আমাদের কল্পনার অতীত।

যদি আমাদের মার্কেটে entry নিতে হয় তবে কিছু অংশ যেন সেইটা তলানিতে আসলেও আমাদের মন খারাপ না হয়। Scam বা Delist ছাড়া কোনোভাবেই ক্রিপ্টো আপনাকে ঠকাবে না যদি আপনি যথাযথ জায়গায় entry নিতে পারেন।

এই যে এখন স্টিমের মূল্য কম SBD দিচ্ছে না, তাই অনেক পরিচিত মুখ আর দেখা ও যাচ্ছে না। তবে দেখবেন এখন পাঁচ ডলারের ভোটে ও আপনি ১৬/১৭ টা স্টিম পাচ্ছেন। অন্যদিকে মূল্য বৃদ্ধি পেলে সমপরিমাণ স্টিম যেটা আপনি এক মাসে কাজ করে পাচ্ছেন হয়তো দুই মাসে ও পাওয়া সম্ভব না। তাহলে কেন কাজে গাফিলতি।

হ্যাঁ, আমি নিজেও খুব সক্রিয় এমন না, তবে পোস্ট আমি চালিয়ে যাচ্ছি এবং যাবো। পাশাপাশি, আমি নিজে থেকে ও একটা বড় পরিমাণের স্টিম পাওয়ার আপ করবো।

ইতিমধ্যে আমি investment করে ১০০০ এর বেশি স্টিম পাওয়ার আপ ও করেছি। কারণ ক্রিপ্টো মার্কেটে কি হতে যাচ্ছে এটা আমার ও আপনার কল্পনার বাইরে। যতো stable token আছে আগামী ৩/৪ বছরে সেগুলো কোথায় যাবে এটা আমাদের ধারণার বাইরে।

এই মার্কেটের অভ্যন্তরে অনেক লুকোচুরি চলে যেটা আমরা বুঝতে পারি না।

1000001469.jpgsource

Scalping থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবেন যতোক্ষণ না নিজে স্বয়ং সম্পূর্ণ ভাবে সেটা বুঝতে পারছেন। কারণ আমাদের অনলাইনে পরিচিত অনেকেই দেখবেন রাতারাতি মলম বিক্রির মতো কথা বলে আপনাদের নতুন নতুন meme token এ entry নেওয়ার কথা বলবে। একদমই দূরে থাকবেন।

কারণ আমি নিজে দেখেছি একটা টোকেন ক্রিয়েট করে ১০০০$ এর ক্রয় , তারপর সকলকে নেওয়ার কথা বলা হচ্ছে। যখনই আপনি এবং আপনার মতো ৫০/১০০ জন ১০০$/২০০$ করে ক্রয় করবেন তখনই মার্কেটে ভলিউম বাড়বে, market cap high হবে। যিনি ১০০০$ দিয়ে ক্রয় করেছিলেন তখন সেইটার মূল্য ৫০০০$/৭০০০$ অনায়াসে।

নিজে অজানা ওলায়েট দিয়ে বিক্রি করে লাভ নিয়ে উধাও। এইরকম বহুবার দেখেছি।

যাইহোক, আপনার টাকা আপনি যেভাবে ব্যবহার করেন সেইটা আপনার ওপরই নির্ভর করবে। আমার লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

Sort:  
 4 days ago 
DescriptionInformation
Verified UserYes
Burnsteem 25Yes
#steemexclusiveYes
Plagiarism FreeYes
Bot FreeYes
AI/Gpt FreeYes
350+ WordsYes
Club5050Yes
Community beneficiaryYes
Voting CSI3.0
Quality9/10
Feedback / Observation
  • প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাবো এত তথ্যবহুল একটা লেখা শেয়ার করার জন্য। যেকোনো কার্যক্ষেত্রে সফলতার জন্য আমাদের ধৈর্য্য ধরতেই হবে। সেটা ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে আরও বেশি প্রয়োজন। তবে আমরা অধিকাংশ মানুষ রাতারাতি লাভবান হতে চাই যেটা আদৌও সম্ভব নয়।

  • বর্তমানে ক্রিপ্টো মার্কেটের অবস্থা ভীষণ টালমাটাল আর একারনে অনেক অধৈর্য্য হয়ে পড়ছেন। এমন অনেকেই রয়েছেন যারা ট্রেডিং করেন তারা লস নিয়েই মার্কেট থেকে বেরিয়ে আসছেন। স্টিমের দাম কম থাকায় অধিকাংশই আগের মতো সক্রিয় নেই তবে তারা যে কতটা ভুল করছেন সেটা পরবর্তীতে বুঝতে পারবেন। অনেক ভালো লাগলো আপনার লেখা পড়ে। ভালো থাকবেন।

  • We would like to appreciate your presence and activities towards the community. Our community also likes to inspire you to participate in the engagement by visiting others' posts and making insightful comments.


Regards
@tanay123( Moderator )
Incredible India
Date:- 24/3/2025

Discord Twitter Telegram Instagram

4IJbBnRVy9Iq78L7aK.gif

New to Steemit?