ভাইয়ের প্রথম ফোন কিনতে যাওয়া 🥰❤️🥀

in Incredible Indialast year
IMG_20250117_204807.jpg

Hello Everyone,,,
কেমন আছেন সবাই.? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। অনেকদিন ধরে ভাই বলতিছে তারে একটা ফোন কিনে দেওয়ার জন্য। কিন্তু আমি তার কথায় শুধু সাই মিলে তাকে অনেক দিন ধরে অপেক্ষা করিয়েছি। কিন্তু আজ [১৪/০১/২০২৫] আর কোন কথায় ভুলাতে পারলাম না। তার ধৈর্যের বাধ ভেঙ্গে গেছে। তাই আজ আমি, ভাই আর আমার একটা ফ্রেন্ড মিলে চলে গেলাম তার ফোন কিনতে।

ভাইয়ের প্রথম ফোন কেনার অনুভূতি সত্যিই অসাধারণ ছিল। ছোটবেলা থেকেই আমরা সবাই একটি ফোনের প্রতি আকৃষ্ট হয়ে থাকি, বিশেষ করে যখন তা আমাদের হাতে এসে পৌঁছায়। ভাইয়ের প্রথম ফোন কেনার মুহূর্তটি ছিলো তার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা।

IMG20250114115204.jpg

ফোন কেনার আগে, অনেক দিন ধরে তার মাঝে এক ধরনের উত্তেজনা কাজ করতে ছিল। নানা ধরণের ফোনের মধ্যে থেকে সবচেয়ে ভালো ফোনটি নির্বাচনের জন্য সে অনেকেই প্রশ্ন করেছে। দাম, স্পেসিফিকেশন, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি—এগুলো ছিল তার প্রধান দেখার বিষয়। বেশ কয়েকটি ব্রান্ডের ফোন দেখার পর, অবশেষে সে নিজের পছন্দ অনুযায়ী একটি ফোন নির্বাচন করলো। ফোনটির মডেল ছিল- Realme C75 ফোনটি কিছু দিন আগে বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ কর হয়েছে।

IMG20250114115156.jpg

তাই আমি আর আমার ফ্রেন্ড অন্য কোন মডেলের ফোন না দেখে ভাইয়ের পছন্দের ফোনটি দেখতে লাগলাম। যদি আমি ফোনটির বিষয় অনলাইনে এর আগে থেকে ভিডিও দেখেছি, ফোনটির পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি সব কিছুই ভালো ছিল। তারপরও সামনা সামনি দেখে নেওয়া ভালো। তাই সামনা সামনি যেয়ে আবারো সব কিছু চেক করার পর ফোনটিকে আনবক্সিং করে সেট আপ করে দিতে বললাম।ভাইয়াটি মনোযোগ দিয়ে সব কিছু দেখে শুনে ফোনটিকে খুব সুন্দর ভাবে সেট আপ করতে লাগলো।

IMG-20250114-WA0005.jpg

সব কিছু সেট আপ করার পর ফোনটি ভাইয়ের হাতে দিল।ফোনটি হাতে পাওয়ার পর, ভাইয়ের চোখে এক ধরনের উচ্ছ্বাস ও আনন্দের অনুভূতি ফুটে উঠেছিল।

বিক্রেতার কাছ থেকে ফোনটি হাতে নিয়ে যখন সে বাইরে বের হলো, তখন মনে হচ্ছিল যেন সে পুরো পৃথিবী তার হাতের মুঠোয় পেয়ে গেছে। সে ফোনটি হাতে নিয়ে তার বন্ধুদের সঙ্গে শেয়ার করছিল তার আনন্দের খবর। একই সঙ্গে, পরিবারও খুশি ছিল। বিশেষ করে মা-বাবা, যারা এত দিন তার জন্য টাকা জমা করে ছিল।

IMG20250114115222.jpg

ফোনটি তার কাছে শুধু একটি যন্ত্র ছিল না, বরং এটি ছিল তার স্বপ্নের প্রতীক, যা তাকে প্রযুক্তির নতুন দুনিয়ায় প্রবেশ করতে সাহায্য করবে। সে আরো বেশি করে যোগাযোগের সুযোগ পাবে, বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে নতুন কিছু শিখতে পারবে, আর নিজের রুচি অনুযায়ী নানা গেম খেলতে পারবে। প্রথম ফোন পাওয়ার পর সে একদিকে যেমন আনন্দিত, তেমনি কিছুটা দায়িত্বশীলও বোধ করছিল। সে বুঝতে পারছিল, এই ফোনটি শুধু ব্যবহার করা নয়, এর যত্নও নিতে হবে।

এ মুহূর্তে তার মনে হচ্ছিল, একটি ফোন কিনে সে শুধু নিজে নয়, তার পুরো পৃথিবীটাই বদলে ফেলেছে। নতুন বন্ধুরা, নতুন অভিজ্ঞতা, এবং নতুন সুযোগ—সব কিছু এখন হাতের মুঠোয়। সেদিন থেকে তার প্রতিদিনের জীবনে নতুন এক সঙ্গী যুক্ত হলো, যা তাকে আরো আত্মবিশ্বাসী ও স্বাধীন করে তুললো। আজ এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।

"ধন্যবাদ সবাইকে"

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

প্রথমে আপনাকে বলব! এত সুন্দর একটি আনন্দ মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনাকে ধন্যবাদ দাদা। সত্যিই আপনার ছোট ভাই এই মোবাইলটি পেয়ে অনেক আনন্দে আত্মহারা, আপনি যে পোস্টের মাধ্যমে ছবিটি দিয়েছেন। এই ছবিটিতে আপনার ছোট ভাইয়ের আনন্দের উল্লাস দেখা যাচ্ছিল দুই চোখে । Realme C75 আমি অনলাইনে এই মোবাইল ফোনটি রিভিউ দেখেছিলাম। অনেক ভালো একটি ফোন, আশা করি খুব ভালো সার্ভিস দিবে। আপনার পোস্টটি পড়ে একটা জিনিস উপলব্ধি করতে পারলাম। ছোট ভাইয়ের প্রতি আপনার যে ভালোবাসা, এটাই পোষ্টের মাধ্যমে অনেক সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে। আমি দোয়া করি, আপনাদের দুই ভাইয়ের ভালোবাসা সবসময় যেন এই রকমই থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

 last year 

ছবিটা দেখেই বোঝা যাচ্ছে আপনার ভাই কতটা খুশি হয়েছে, ভাইয়ের প্রতি এরকম ভালোবাসা দেখে খুবই ভালো লাগলো। ছোট ভাইয়ের একটা প্রয়োজন ছোট ভাইয়ের একটা শখ আপনি পূরণ করেছেন বড় ভাই হিসেবে আপনি অনেক বড় একটা দায়িত্ব পালন করেছেন। খুব ভালো লাগলো এরকম চমৎকার একটা অনুভূতির কথা জানতে পারে বেঁচে থাকুক আপনাদের ভালোবাসার সম্পর্ক। শুভকামনা রইল আপনাদের দুজনের জন্যই।

 last year 

আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টি পড়েছেন এবং এতো সুন্দর একটি মন্তব্য করেছেন তার জন্য ধন্যবাদ আপনাকে দাদা। ছোট ভাইদের শখ আল্লাদ, প্রয়োজন যেটাই বলেন সেটা বাবা-মা অথবা পরিবারের বড় ভাই পূরণ করে থাকে। তাই আমিও কিছুডা চেষ্টা করেছি ছোট ভাইয়ের শখ পূরণ করার। ভালো থাকবেন।

Loading...
 last year 

সত্যিই একটি মনোমুগ্ধকর মুহূর্তের বর্ণনা, ভাইয়ের প্রথম ফোন কেনার আনন্দ এবং অনুভূতি যেন একেবারে জীবন্ত হয়ে উঠেছে। ফোন কেনার প্রতিটি মুহূর্তে ভাইয়ের উচ্ছ্বাস আর সবার প্রতি তার ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ পাওয়ায় আপনার গল্পটি আরও সুন্দর হয়ে উঠেছে। বিশেষ করে যখন সে নিজের পছন্দ অনুযায়ী ফোনটি নির্বাচিত করল এবং সেটি হাতে পাওয়ার পর তার খুশির অগ্নিমূখ দেখা গেল, এটি সকলেরই জীবনে একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকে। আপনার লেখা সত্যিই হৃদয়স্পর্শী, যা পাঠকদের মধ্যে এক ধরনের সুখী অনুভূতি জাগিয়ে তোলে। ধন্যবাদ এই সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টি পড়েছেন এবং এতো সুন্দর একটি মন্তব্য করেছেন তার জন্য ধন্যবাদ আপনাকে। করো মনের ইচ্ছা যখন পূরণ হয় তখন তার অনুভূতি বলে বুঝানো সত্যি কঠিন। ঠিক তেমনই আমার ভাইয়ের অনুভূতি বলে বুঝানো যাবে না।

 last year 

প্রথম প্রথম নতুন যে কোন জিনিস কিনতে যাওয়ার অনুভূতি একদমই অন্যরকম হয়। তাতে আবার মোবাইল ফোন। ফোন কেনার আগে এরকম উত্তেজনা সকলেরই কাজ করে। আমাদের পাড়াতে এরকম অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের বাবা-মা ফোন না কেনে দেওয়ার জন্য বাড়িতে ঝামেলার ও সৃষ্টি করে। মোবাইল ফোন যেমনি ভালো তেমনি আবার খারাপের দিকগুলো আছে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

একটা মোবাইল কিনার আনন্দ কতটুকু সেটা আমি বেশ ভালোভাবেই জানি তবে আপনারা খুব ভালো একটা ফোন নির্বাচন করেছেন এই ফোনটা সম্পর্কে আমি নিজেও অনলাইন থেকে অনেক কিছুই জেনেছি কিনব চিন্তা করতেছি এখন দেখা যাক তবে একটা কথা আপনি বেশ ভালোভাবেই বুঝেছেন যে আপনার ভাই অনলাইন জগতের সাথে নিজেকে একটু অন্যরকম ভাবে এখন সম্পৃক্ত করতে পারবে তবে একটা বিষয় মাথায় রাখবেন অনলাইনে কিন্তু ভালো খারাপ দুইটা দিক রয়েছে দেখেশুনে তারপরে কাজ করার চেষ্টা করবেন ধন্যবাদ ভাল থাকবেন।

 last year 

জীবনে প্রথমবারের মতো ফোন কেনার অনুভূতিটা আনন্দটা কতখানি হতে পারে তার একটু হলেও ধারণা আমার মাঝেও আছে যেটা আপনার পোস্ট পড়ে আবার মনে হল, আজ আপনার ভাইয়ের মন অনেক খুশি যেটা দেখেই বোঝা যাচ্ছে।

আর খুশি হওয়াটাও স্বাভাবিক ব্যাপার কারণ এই প্রথম একটা ফোন কিনছে তার ভিতরে অনেক জল্পনা কল্পনা কত কিছুই না গল্পের করছে আর আনন্দের তো সীমা নেই, আর হয়তো আপনার বেশ ভালো লাগছে ভাইয়ের শপ পূরণ করতে পেরে, ভালো লাগলো খুব সুন্দর একটি পোস্ট করে।