"আমাদের জীবনের সাথে ফুলের সাদৃশ্যতা"

in Incredible India2 days ago
Beige Gray Minimalist Branding Photo Collage Facebook Post_20251222_234221_0000.png
"Edited by Canva"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, এবং আপনাদের প্রত্যেকের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।

আজ দু-তিনদিন যাবৎ যে পরিমাণ ঠান্ডা পরতে শুরু করেছে, সত্যি বলতে এই ঠান্ডা আমার জন্য অনেক বেশি কষ্টকর। একেবারে ছোটো থেকেই আমি বড্ড শীতকাতুরে।

অত্যাধিক গরম পরলেও যেমন আমরা অস্থির হয়ে পড়ি, ঠিক তেমনি অত্যাধিক শীতও সহ্য হয় না অনেকেরই। তবে যাইহোক না কেন সবটাই মানিয়ে নিতে হবে এটাই হচ্ছে মূল কথা।

প্রকৃতিতে ঋতু যেমন পরিবর্তনশীল, আমাদের জীবন যেমন পরিবর্তনশীল, ঠিক তেমনি কয়েকদিন ধরে পরিবর্তন লক্ষ্য করছিলাম আমাদের ছাদে লাগানো ফুল গাছ গুলির মধ্যেও।

IMG_20251207_105247_Bokeh.jpg
"প্রথম অবস্থায় তোলা ছবি"
IMG_20251220_104903.jpg
"বর্তমান অবস্থায় তোলা ছবি"

অনেকদিন আগে আপনাদের সাথে আমাদের ছাদে শাশুড়ি মায়ের হাতে লাগানো বেশ কিছু ফুল গাছের ছবি শেয়ার করেছিলাম। এই মুহূর্তে ফুল গাছগুলিতে বেশ ভালো ফুল ধরেছে। তবে শুরুতে যখন গাছগুলো লাগানো হয়েছিলো তখন কিন্তু এমন সুন্দর ফুল গাছে ছিলো না।

শাশুড়ি মায়ের যত্ন এবং পরিবর্তনশীলতার কারণে ধীরে ধীরে গাছগুলো একটু বড় হয়ে উঠেছে, তাতে কুঁড়ি ধরেছে এবং এখন‌ কুঁড়ি থেকে ফুলগুলো বড় হয়ে গেছে। ধীরে ধীরে এই ফুলগুলো সৌন্দর্য্য নষ্ট হয়ে যাবে।

IMG_20251207_105255_Bokeh.jpg
"প্রথম অবস্থায় তোলা ছবি"
IMG_20251220_104856.jpg
"বর্তমান অবস্থায় তোলা ছবি"

এরপর ফুল গুলোকে তুলে আমরা পুজোর কাজে লাগাবো, আর না হলে গাছে থাকা অবস্থাতেই ধীরে ধীরে ফুলগুলো শুকিয়ে ঝড়ে যাবে। যে গাছগুলোতে আজ‌ সুন্দর ফুল ফুটেছে, সেগুলোই ধীরে ধীরে কুঁড়ি ধরা বন্ধ হয়ে যাবে, একটা সময় গাছটাও মারা যাবে।

আমাদের জীবনের সাথে কি অদ্ভুত মিল এই‌ গাছেদের তাই না? ফুলের কলির মতো একটা সময় আমরাও শিশু থাকি, ধীরে ধীরে বড় হয়ে উঠি, আবার একটা সময় বয়সের ভারে নত হতে শুরু করি এবং ধীরে ধীরে জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যাই। আর একটা সময় মৃত্যুর কোলে ঢলে পড়ি।

IMG_20251207_161629.jpg
"প্রথম অবস্থায় তোলা ছবি"
IMG_20251220_104849.jpg
"বর্তমান অবস্থায় তোলা ছবি"

তবে ফুলেরা শুধু নীরবতার সাথে আমাদের সৌন্দর্য্য উপহার দেয়। আমাদের জীবনের বিশেষ দিনগুলি ফুলেদের উপস্থিতিতে আরও সুন্দর হয়ে উঠে। ঠিক তেমনি আমরা যখন মৃত্যুর পথযাত্রী থাকি, তখন‌ কিন্তু এই ফুলগুলোই আমাদের সঙ্গ দেয়।

ফুলেদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার থাকলেও, আমরা সেগুলো শেখার চেষ্টাই করি না। বরং আমরা জটিলতায় আচ্ছন্ন করি আমাদের জীবন।

অনেক সময় পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া, অনেক সময়‌ সবটা মেনে নেওয়া, ঝগড়া, বিবাদ, হিংসা, রাগ, বিদ্বেষ, প্রতিহিংসা সমস্ত কিছু নিয়ে জীবনের ভালো সময় গুলো নষ্ট করি।

IMG_20251207_164321.jpg
"প্রথম অবস্থায় তোলা ছবি"
IMG_20251220_104837.jpg
"বর্তমান অবস্থায় তোলা ছবি"

জীবন কতখানি আনন্দের তা অনুভব করি না কখনো। আজকাল চলতে ফিরতে যখন ছাদের‌ দিকে চোখ পরেছে, যখন একটু একটু করে কুঁড়ি থেকে‌ ফুল ফুটতে দেখেছি,‌তখন কোথাও যেন মনের ভিতরে এই ভাবনা গুলো নাড়া দিয়েছে বহুবার।

তাই ভাবলাম আজ সেই ভাবনা গুলোই শেয়ার করি আপনাদের সাথে। আপনাদের সকলের আজকের পোস্ট পড়ে কেমন লাগলো, তা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।

Sort:  

IMG_20251129_162530.png

Curated By: lirvic